Exclusive: রাত পোহালেই ২১-এর সমাবেশ…! মমতার ডাকে সাড়া দিয়ে কলকাতা আসছেন অখিলেশ যাদব

কলকাতা: এবারের ২১-এ জুলাইয়ের মঞ্চে বড়ো চমক। থাকছেন অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে রবিবারই কলকাতায় আসবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো।

হাতে আর মাত্র একদিন। তারপরেই ২১ জুলাই। কলকাতা থেকে জেলা, সর্বত্র প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকেরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ বাঁধার কাজ। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও বড় বাজারের গেস্ট হাউসগুলিতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জেলা থেকে কর্মী-সমর্থকেরা এসে এই জায়গাগুলিতে থাকবেন। শীর্ষ নেতৃত্বের নজরদারিতে চলছে গোটা প্রস্তুতি প্রক্রিয়া।

আরও পড়ুন: বাংলাদেশে নিহতের সংখ‍্যা বেড়ে ১০৫! কারফিউর মাঝেই দলে দলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা

লোকসভা ভোটে ভাল ফলের পরে এবারের একুশে জুলাই। তৃণমূল আশাবাদী, অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে এবার। উত্তরের জেলাগুলি থেকেও নেতা-কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছেন। সব মিলিয়ে একুশের কাউন্ট ডাউন চলছে দ্রুতগতিতে। আগামী রবিবার একুশের মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের  দিশা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়।

সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল চাঁদ নিউজ ১৮ বাংলাকে বলেন, “যখনই দিদি আমন্ত্রণ জানান, অখিলেশজি তখনই  আসেন। দিদি যেতে বলেছেন তাই অখিলেশজি যাচ্ছেন। রবিবারই তিনি কলকাতায় যাবেন দিদির র‍্যালিতে যোগ দিতে।” অখিলেশকে আহবান কি তাহলে ২১ এ জুলাই এর মঞ্চ থেকে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার ডাক? প্রশ্ন রাজনীতির কারবারিদের।