ছাতা ছাড়া বাইরে নয়, কলকাতা-সহ দক্ষিণের ৪ জেলায় ঝমঝমিয়ে আসছে বৃষ্টি! কড়কড়িয়ে পড়বে বাজ, নিম্নচাপের অভিমুখ কোনদিকে?

Weather Update: ছাতা ছাড়া বাইরে নয়, কলকাতা-সহ দক্ষিণের ৪ জেলায় ঝমঝমিয়ে আসছে বৃষ্টি! কড়কড়িয়ে পড়বে বাজ, নিম্নচাপের অভিমুখ কোনদিকে?

বর্ষা এলেও সেভাবে বৃষ্টির দেখা নেই। সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টির হয়নি। শনিবার সকালেই বজ্রবিদ‍্যুত্‍-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়।

বর্ষা এলেও সেভাবে বৃষ্টির দেখা নেই। সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টির হয়নি। শনিবার সকালেই বজ্রবিদ‍্যুত্‍-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মাত্র কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা হাওড়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মাত্র কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও। যদিও ভারী বৃষ্টি হবে এখনও কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও। যদিও ভারী বৃষ্টি হবে এখনও কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমেছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে রবিবার ২১ জুলাই। ওইদিনের আবহাওয়া কেমন থাকবে, তাও জানাল হাওয়া অফিস।
প্রসঙ্গত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমেছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে রবিবার ২১ জুলাই। ওইদিনের আবহাওয়া কেমন থাকবে, তাও জানাল হাওয়া অফিস।
২১ জুলাই বৃষ্টি হতে পারে কলকাতায়। তবে ভারী নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে ক'দিন পর আবহাওয়ার মোড়া ঘুরতে পারে নিম্নচাপের জেরে।
২১ জুলাই বৃষ্টি হতে পারে কলকাতায়। তবে ভারী নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে ক’দিন পর আবহাওয়ার মোড়া ঘুরতে পারে নিম্নচাপের জেরে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। পুরীতে স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ। শনিবার ও সোমবার দু’দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। পুরীতে স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ। শনিবার ও সোমবার দু’দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার দুপুরে নিম্নচাপটির অবস্থান পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে।
শুক্রবার দুপুরে নিম্নচাপটির অবস্থান পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে।
সমুদ্রে ৪৫ থেকে ৫৫ এমনকী সর্বোচ্চ ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের উপকূল-সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
সমুদ্রে ৪৫ থেকে ৫৫ এমনকী সর্বোচ্চ ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের উপকূল-সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।