অক্ষয় তৃতীয়ার আগেই চাপ! অস্তগামী শুক্র-বৃহস্পতি, কপাল পুড়ছে জাতক-জাতিকাদের!

Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়ার আগেই বাড়ছে চাপ! অস্তগামী শুক্র-বৃহস্পতি, কপাল পুড়ছে জাতক-জাতিকাদের!

আগামিকাল, ১০ মে অক্ষয় তৃতীয়া। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিনটিকে ‘আবুজ মুহূর্ত’ বলা হয়। অর্থাৎ এই দিনের ক্ষয় নেই। বিবাহ, দীক্ষা, গৃহপ্রবেশ, নতুন দোকান উদ্বোধনের মতো যে কোনও শুভ কাজ করা যায়। এর জন্য পাঁজি দেখতে হয় না।
আগামিকাল, ১০ মে অক্ষয় তৃতীয়া। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিনটিকে ‘আবুজ মুহূর্ত’ বলা হয়। অর্থাৎ এই দিনের ক্ষয় নেই। বিবাহ, দীক্ষা, গৃহপ্রবেশ, নতুন দোকান উদ্বোধনের মতো যে কোনও শুভ কাজ করা যায়। এর জন্য পাঁজি দেখতে হয় না।
‘আবুজ মুহূর্ত’ হওয়ার কারণে শুভ অনুষ্ঠানের জন্য অনেকেই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বেছে নেন। কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের শুভ ক্ষণ নেই। ব্যাপারটা কী? এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন শাস্ত্রজ্ঞরা।
‘আবুজ মুহূর্ত’ হওয়ার কারণে শুভ অনুষ্ঠানের জন্য অনেকেই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বেছে নেন। কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের শুভ ক্ষণ নেই। ব্যাপারটা কী? এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন শাস্ত্রজ্ঞরা।
বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ১০ মে ভোর ৪:১৭ মিনিটে শুরু হবে। তৃতীয়া তিথি শেষ হবে ১১ মে ২০২৪-এর ১১ মে সকাল ০২:৫০ মিনিটে।
বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ১০ মে ভোর ৪:১৭ মিনিটে শুরু হবে। তৃতীয়া তিথি শেষ হবে ১১ মে ২০২৪-এর ১১ মে সকাল ০২:৫০ মিনিটে।
জাঞ্জগীরের পুরাতন সেচ কলোনিতে অবস্থিত দুর্গা মন্দিরের পণ্ডিত বসন্ত শর্মা মহারাজ জানান, অক্ষয় তৃতীয়ার দিনটিকে ভগবান পরশুরামের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। পরশুরাম ভগবান বিষ্ণুর অবতার। এমনটাই বিশ্বাস। তাই অক্ষয় তৃতীয়া পুণ্য দিন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে দান, পূজা, জপ ও শুভ কর্মের ফল পাওয়া যায়।
জাঞ্জগীরের পুরাতন সেচ কলোনিতে অবস্থিত দুর্গা মন্দিরের পণ্ডিত বসন্ত শর্মা মহারাজ জানান, অক্ষয় তৃতীয়ার দিনটিকে ভগবান পরশুরামের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। পরশুরাম ভগবান বিষ্ণুর অবতার। এমনটাই বিশ্বাস। তাই অক্ষয় তৃতীয়া পুণ্য দিন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে দান, পূজা, জপ ও শুভ কর্মের ফল পাওয়া যায়।
অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করা যায়। যে কোনও শুভ কাজও করতে পারেন যে কেউ। কিন্তু এ বছর অর্থাৎ ২০২৪ সালের ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের মতো শুভ কাজ করতে নিষেধ করছেন শাস্ত্রজ্ঞরা।
অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করা যায়। যে কোনও শুভ কাজও করতে পারেন যে কেউ। কিন্তু এ বছর অর্থাৎ ২০২৪ সালের ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের মতো শুভ কাজ করতে নিষেধ করছেন শাস্ত্রজ্ঞরা।
কারণ ওই দিন বৃহস্পতি এবং শুক্র অস্তে যাচ্ছে, তাই শুভ কাজ নিষিদ্ধ। দীক্ষা, গৃহপ্রবেশ, উপনয়ন, কূপ খনন ইত্যাদি যে কোনও শুভ কাজ করতেই বারণ করা হচ্ছে।
কারণ ওই দিন বৃহস্পতি এবং শুক্র অস্তে যাচ্ছে, তাই শুভ কাজ নিষিদ্ধ। দীক্ষা, গৃহপ্রবেশ, উপনয়ন, কূপ খনন ইত্যাদি যে কোনও শুভ কাজ করতেই বারণ করা হচ্ছে।
অক্ষয় তৃতীয়ার দিনে শুভ কাজ: পণ্ডিত বসন্ত শর্মা মহারাজ জানান, বৃহস্পতি ও শুক্র অস্তমিত হওয়ার কারণে শুভ কাজের লগ্ন নেই। তবে অক্ষয় তৃতীয়া যেহেতু শুভ দিন, তাই কেউ চাইলে বিয়ে বা গৃহ প্রবেশের মতো কাজ করতে পারেন।
অক্ষয় তৃতীয়ার দিনে শুভ কাজ: পণ্ডিত বসন্ত শর্মা মহারাজ জানান, বৃহস্পতি ও শুক্র অস্তমিত হওয়ার কারণে শুভ কাজের লগ্ন নেই। তবে অক্ষয় তৃতীয়া যেহেতু শুভ দিন, তাই কেউ চাইলে বিয়ে বা গৃহ প্রবেশের মতো কাজ করতে পারেন।
পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিন কলস দান, গুড় দান, চুড়া গুড়ের প্রসাদ বিতরণ করা হয়, এসবও করা যায়। তিনি আরও জানান যে ৭ জুলাইয়ের পর আবার বিয়ের শুভ লগ্ন রয়েছে। কারণ ওই দিন শুক্র পশ্চিমে উদিত হবে। ফলে এর পর যে কোনও শুভ কাজ করা যায়।
পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিন কলস দান, গুড় দান, চুড়া গুড়ের প্রসাদ বিতরণ করা হয়, এসবও করা যায়। তিনি আরও জানান যে ৭ জুলাইয়ের পর আবার বিয়ের শুভ লগ্ন রয়েছে। কারণ ওই দিন শুক্র পশ্চিমে উদিত হবে। ফলে এর পর যে কোনও শুভ কাজ করা যায়।