Alia Bhatt in white Jamdani : সাদা জামদানিতে মন জয় বাংলার, আলিয়ার শ্বেতশুভ্র সাজে মজেছেন অনুরাগীরা

কলকাতা : অভিনীত চরিত্রের রেশ ধরে রাখতেই হয়তো, যে দিন থেকে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির’ (Gangubai Kathiawadi ) প্রচার শুরু হয়েছে, সেদিন থেকে আলিয়া ভট্টও (Alia Bhatt) শ্বেতবসনা৷ যে যে শহরে গিয়েছেন, অঙ্গে ধারণ করেছেন সাদা পোশাক৷ এমনকি, বার্লিন চলচ্চিত্র উৎসবেও তাঁর পরনে ছিল সাদা পাশ্চাত্য-পোশাক৷ কলকাতার জন্য বেছে নিয়েছিলেন সাদা ঢাকাই জামদানি৷

বাংলার শাড়ির ঐতিহ্য মনে রেখেই এই পছন্দ, সে বিষয়ে নিশ্চিত অনুরাগীরা৷ বয়নশিল্পীদের কুর্নিশ জানাতে আলিয়ার পরনে ছিল দুধসাদা জামদানি৷ শাড়ির জমিন জুড়ে ছিল হাতে বোনা মোটিফ৷ ছিমছাম অথচ নজরকাড়া কাজের জামদানির সঙ্গে নজর কেড়ে নেয় আলিয়া ভট্টর গভীর ভি-নেক স্লিভলেস ব্লাউজ৷

আলিয়ার এই স্নিগ্ধ জামদানি সাজ মন কেড়ে নিয়েছে শৌখিনীদের৷ প্রসঙ্গত ‘জামদানি’ শব্দের অর্থ ফুলদানি৷ বরাবরই এই শাড়িতে ফুলের মোটিফ জনপ্রিয়৷ তবে জামদানিতে সাদা রং বেশ বিরল৷ আলিয়ার সাজকে সতেজ ও স্নিগ্ধ করেছে সোনালি পরশ-সহ ভারী দুল, রুপোর আংটি এবং বেইজ সোনালি কম্বিনেশনের হিলতোলা কোলাপুরী জুতো৷ সাজে রঙের পরশ ছিল শুধু কানের পান্নাসবুজ ঝোলা দুলে৷

আরও পড়ুন : আপনার রান্নাঘরে গ্যাসস্টোভ ঠিক আছে তো? বুঝবেন কী করে?

মহেশকন্যার চুলের সজ্জাও বাহুল্যবর্জিত৷ খোঁপায় দিয়েছিলেন ফুটন্ত সাদা গোলাপ৷ গাঢ় ভ্রূ, কাজলের ছোঁয়া-সহ চোখ এবং হাল্কা গোলাপি ঠোঁটে ধরা দিয়েছে শিশিরভেজা রূপ৷

 

View this post on Instagram

 

A post shared by Gangubai ?? (@aliaabhatt)

আরও পড়ুন : অত্যধিক গ্যাজেট-দাপটেই কি কথা বলতে শিখছে না শিশুরা? ভয়ঙ্কর এই সমস্যার সমাধান জানালেন বিশিষ্ট চিকিৎসক

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলিয়া লেখেন, ‘কলকাতা, মেরি জান’৷ তাঁর এই সাজ মন কেড়ে নিয়েছে ইন্ডাস্ট্রির৷ প্রযোজক তথা স্টাইলিস্ট রিয়া কপূর লিখেছেন আলিয়ার দুলজোড়া অপূর্ব৷ সাজের প্রশংসা করেছেন সেলেব্রিটি স্টাইলিস্ট আমি পটেল এবং অভিনেত্রী আথিয়া শেট্টীও৷

আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়

কিছু দিন আগে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র প্রোমোশনে আলিয়া পরেছিলেন কালো পাড়ের সাদা শাড়ির সঙ্গে গভীর ভি নেক ব্লাউজ৷ কানে অক্সিডাউজড ভারী ও লম্বা দুল৷

 

View this post on Instagram

 

A post shared by Gangubai ?? (@aliaabhatt)

ছবি মুক্তির আগেই দেখা দিয়েছিল বিতর্ক৷ নাম নিয়ে উঠেছিল আপত্তি৷ কিন্তু সে সব জট কেটে গিয়েছে৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নামেই শুক্রবার মুক্তি পাবে আলিয়া ভট্ট অভিনীত সঞ্জয় লীলা বনশালীর এই আসন্ন ছবি৷