Tag Archives: Gangubai Kathiawadi

Gangubai Kathiawadi : ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দেখলেন নীতু কাপুর! হবু বউমার অভিনয় দেখে রিভিউ দিলেন শাশুড়ি

#মুম্বই: মুক্তি পেয়েছে এ বছরের বহু প্রতীক্ষীত ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)। সঞ্জয় লীলা বনসালির পরিচালনায় প্রথম কাজ করলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) । আলিয়ার অভিনয় ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ছবিটি দেখে ফেলেছেন আলিয়ার হবু শাশুড়ি তথা রণবীর কাপুরের মা নীতু কাপুরও। ছবি দেখে রিভিউ পর্যন্ত দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি দেখে তিনি জানিয়েছেন আলিয়ার অভিনয় ও সঞ্জয় লীলা বনসালির পরিচালনা তাঁর কেমন লাগল। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi) ছবির একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন তিনি আলিয়ার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। হবু বউমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ নীতু। নেটিজেনও এই পোস্ট দেখে মুগ্ধ।

আলিয়া ও রণবীর কাপুর বহুদিন ধরেই সম্পর্কে আছেন। এখন শুধু তাঁদের চারহাত এক হওয়ার অপেক্ষা। আলিয়ার প্রশংসা নীতু কাপুর করায় জল্পনা আরও তুঙ্গে উঠেছে। নেটিজেনদের একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন আলিয়া ও রণবীর।

 

View this post on Instagram

 

A post shared by Gangubai ?? (@aliaabhatt)

আরও পড়ুন- বিয়ের গন্ধ এখনও গায়ে লেগে! শাঁখা পলা খুলে ফের হট অবতারে ধরা দিলেন মৌনী

ছবিতে (Gangubai Kathiawadi) আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগণ, শান্তনু মাহেশ্বরী ও বিজয় রাজ। অজয় দেবগণকেও এক মাফিয়ার চরিত্রে দেখা যাবে। শান্তনু মাহেশ্বরীকে আলিয়ার (Alia Bhatt) প্রেমিকের চরিত্রে দেখা যাবে। ট্রেলারে দেখা গিয়েছে রামনিক লালের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখান থেকেই গঙ্গুবাইয়ের সঙ্গে তাঁর প্রেম জমে উঠবে। শান্তনু কলকাতার ছেলে। ২০১২ সালে যখন আলিয়ার প্রথম ছবি মুক্তি পায়। সে সময়ে ধারাবাহিকে অভিনয় করছিলেন শান্তনু।

গত বছরের জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে যায়। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সঞ্জয় লীলা বনসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম কাজ। ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড-লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে শক্তিশালী, প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষদের একজন ছিলেন গাঙ্গুবাই।

Alia Bhatt in white Jamdani : সাদা জামদানিতে মন জয় বাংলার, আলিয়ার শ্বেতশুভ্র সাজে মজেছেন অনুরাগীরা

কলকাতা : অভিনীত চরিত্রের রেশ ধরে রাখতেই হয়তো, যে দিন থেকে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির’ (Gangubai Kathiawadi ) প্রচার শুরু হয়েছে, সেদিন থেকে আলিয়া ভট্টও (Alia Bhatt) শ্বেতবসনা৷ যে যে শহরে গিয়েছেন, অঙ্গে ধারণ করেছেন সাদা পোশাক৷ এমনকি, বার্লিন চলচ্চিত্র উৎসবেও তাঁর পরনে ছিল সাদা পাশ্চাত্য-পোশাক৷ কলকাতার জন্য বেছে নিয়েছিলেন সাদা ঢাকাই জামদানি৷

বাংলার শাড়ির ঐতিহ্য মনে রেখেই এই পছন্দ, সে বিষয়ে নিশ্চিত অনুরাগীরা৷ বয়নশিল্পীদের কুর্নিশ জানাতে আলিয়ার পরনে ছিল দুধসাদা জামদানি৷ শাড়ির জমিন জুড়ে ছিল হাতে বোনা মোটিফ৷ ছিমছাম অথচ নজরকাড়া কাজের জামদানির সঙ্গে নজর কেড়ে নেয় আলিয়া ভট্টর গভীর ভি-নেক স্লিভলেস ব্লাউজ৷

আলিয়ার এই স্নিগ্ধ জামদানি সাজ মন কেড়ে নিয়েছে শৌখিনীদের৷ প্রসঙ্গত ‘জামদানি’ শব্দের অর্থ ফুলদানি৷ বরাবরই এই শাড়িতে ফুলের মোটিফ জনপ্রিয়৷ তবে জামদানিতে সাদা রং বেশ বিরল৷ আলিয়ার সাজকে সতেজ ও স্নিগ্ধ করেছে সোনালি পরশ-সহ ভারী দুল, রুপোর আংটি এবং বেইজ সোনালি কম্বিনেশনের হিলতোলা কোলাপুরী জুতো৷ সাজে রঙের পরশ ছিল শুধু কানের পান্নাসবুজ ঝোলা দুলে৷

আরও পড়ুন : আপনার রান্নাঘরে গ্যাসস্টোভ ঠিক আছে তো? বুঝবেন কী করে?

মহেশকন্যার চুলের সজ্জাও বাহুল্যবর্জিত৷ খোঁপায় দিয়েছিলেন ফুটন্ত সাদা গোলাপ৷ গাঢ় ভ্রূ, কাজলের ছোঁয়া-সহ চোখ এবং হাল্কা গোলাপি ঠোঁটে ধরা দিয়েছে শিশিরভেজা রূপ৷

 

View this post on Instagram

 

A post shared by Gangubai ?? (@aliaabhatt)

আরও পড়ুন : অত্যধিক গ্যাজেট-দাপটেই কি কথা বলতে শিখছে না শিশুরা? ভয়ঙ্কর এই সমস্যার সমাধান জানালেন বিশিষ্ট চিকিৎসক

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলিয়া লেখেন, ‘কলকাতা, মেরি জান’৷ তাঁর এই সাজ মন কেড়ে নিয়েছে ইন্ডাস্ট্রির৷ প্রযোজক তথা স্টাইলিস্ট রিয়া কপূর লিখেছেন আলিয়ার দুলজোড়া অপূর্ব৷ সাজের প্রশংসা করেছেন সেলেব্রিটি স্টাইলিস্ট আমি পটেল এবং অভিনেত্রী আথিয়া শেট্টীও৷

আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়

কিছু দিন আগে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র প্রোমোশনে আলিয়া পরেছিলেন কালো পাড়ের সাদা শাড়ির সঙ্গে গভীর ভি নেক ব্লাউজ৷ কানে অক্সিডাউজড ভারী ও লম্বা দুল৷

 

View this post on Instagram

 

A post shared by Gangubai ?? (@aliaabhatt)

ছবি মুক্তির আগেই দেখা দিয়েছিল বিতর্ক৷ নাম নিয়ে উঠেছিল আপত্তি৷ কিন্তু সে সব জট কেটে গিয়েছে৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নামেই শুক্রবার মুক্তি পাবে আলিয়া ভট্ট অভিনীত সঞ্জয় লীলা বনশালীর এই আসন্ন ছবি৷

Gangubai Kathiawadi : ‘গাঙ্গুবাই কাথিওয়াড়ি’-তে আলিয়াকে দেখে অবাক ভিকি কৌশল! বাড়ি ফিরেই ছবির রিভিউ দিলেন

#মুম্বই: এবছরের বহু প্রতীক্ষীত ছবির মধ্যে অন্যতম সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাথিওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। ২৩ ফেব্রুয়ারি ছিল এই ছবির প্রিমিয়ার। প্রিমিয়ার উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। প্রিমিয়ারে এসে ছবি দেখেছেন অভিনেতা ভিAlia Bhattকি কৌশল (Vicky Kaushal)। ছবিটি তাঁর কেমন লেগেছে সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন ভিকি।

ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির পোস্টার শেয়ার করেছেন ভিকি (Vicky Kaushal)। সেখানেই জানিয়েছেন ছবিটি (Gangubai Kathiawadi) তাঁর কেমন লেগেছে। ভিকি জানিয়েছেন তিনি ছবিটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। পরিচালক সঞ্জয় লীলা বনসালিরও প্রশংসা করেছেন। ভিকি লিখেছেন, “সঞ্জয় লীলা বনসালি স্যর, ইউ আর এ মাস্টার। আর আলিয়া ভাট, আমি জানি না তোমার সম্পর্কে কী বলব। গাঙ্গু হিসেবে তুমি অসাধারণ। হ্যাটস অফ। সিনেমার বড় পর্দায় ম্যাজিক। কেউ মিস করবেন না।”

প্রেক্ষাগৃহে গাঙ্গুবাই কাথিওয়াড়ি (Gangubai Kathiawadi) মুক্তি পাচ্ছে আগামিকাল অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি। ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগণ, শান্তনু মাহেশ্বরী ও বিজয় রাজ। অজয় দেবগণকেও এক মাফিয়ার চরিত্রে দেখা যাবে। শান্তনু মাহেশ্বরীকে আলিয়ার (Alia Bhatt) প্রেমিকের চরিত্রে দেখা যাবে। ট্রেলারে দেখা গিয়েছে রামনিক লালের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখান থেকেই গঙ্গুবাইয়ের সঙ্গে তাঁর প্রেম জমে উঠবে। শান্তনু কলকাতার ছেলে। ২০১২ সালে যখন আলিয়ার প্রথম ছবি মুক্তি পায়। সে সময়ে ধারাবাহিকে অভিনয় করছিলেন শান্তনু।

আরও পড়ুন– শরীরী হিল্লোলে মুগ্ধ করেছেন! ফ্যাশনিস্তা হিসেবে হাজির নোরা ফাতেহি

 

View this post on Instagram

 

A post shared by Gangubai ?? (@aliaabhatt)

গত বছরের জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে যায়। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সঞ্জয় লীলা বনসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম কাজ। ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড-লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে শক্তিশালী, প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষদের একজন ছিলেন গাঙ্গুবাই।

SC on Gangubai Kathiawadi: মুক্তির আগে বড় বিতর্কে ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’, ছবির নাম বদলের ‘সুপ্রিম’ পরামর্শ

#মুম্বই: মুক্তির দু’দিন আগে বড় বিতর্কে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত আলিয়া ভাটের ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ (SC on Gangubai Kathiawadi)। ফের একবার নিজের ছবির নাম বদল করতে হতে পারে সঞ্জয় লীলা বনশালীকে (SC on Gangubai Kathiawadi)। বুধবার সুপ্রিম কোর্ট পরিচালককে ছবির নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছে। ছবির নাম ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’, মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারি, বড় পর্দায়। সুপ্রিম কোর্টে গঙ্গুবাঈয়ের মুক্তি আটকাতে একাধিক মামলা হয়েছে। এদিন সেই মামলার শুনানিতেই ছবির নাম পরিবর্তনের পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের (SC on Gangubai Kathiawadi)।

মামলার আবেদনকারী গঙ্গুবাইয়ের দত্তক পুত্র বাবু রাওজি শাহ ছবিটির নাম-সহ বেশ কয়েকটি বিষয়ে আপত্তি জানিয়ে ছবিটির মুক্তি বন্ধ করার আবেদন করেছেন। এছাড়াও একাধিক মামলা হয়েছে বিগত এক বছর ধরে দেশের বিভিন্ন আদালতে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। বনশালী প্রযোজনা সংস্থার আইনজীবী সিদ্ধার্থ দাভে আদালতকে জানিয়েছেন, তিনি তাঁর মক্কেলকে আদালতের নির্দেশ নিয়ে কথা বলবেন।

আরও পড়ুন: নববধূ শিবানির সঙ্গে জাভেদ আখতারের নাচ, ফারহানের বিয়েতে নজর কাড়ল শ্বশুর-বৌমা জুটি!

 

View this post on Instagram

 

A post shared by Gangubai ?? (@aliaabhatt)

আরও পড়ুন: দুয়ারে সরকার-এর অভূতপূর্ব রেকর্ড, চলতি বছরের দ্বিতীয় দফা শুরু কবে?

হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’ থেকে ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিটির গল্প নেওয়া হয়েছে। বাবু রাওজি শাহের দাবি, এই ছবিটি তাঁর মায়ের সম্মান নষ্ট করবে। বম্বে হাইকোর্টের ছবি মুক্তি না আটকানোর নির্দেশকেও তিনি চ্যালেঞ্জ করেছেন। মামলা করেছেন সুপ্রিম কোর্টে। এছাড়াও সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে বিধায়ক আমিন পটেল ও কামাথিপুরার বাসিন্দা শ্রদ্ধা সার্ভেও মামলা করেছেন।

যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ফের সঞ্জয় লীলা বনশালীকে এই ছবির নাম পাল্টাতে হয়, তবে এটি হবে তাঁর কেরিয়ারের তৃতীয় ছবি। এর আগে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত গোলিও কি রাসলীলা রামলীলা ও পদ্মাবতেরও নাম পরিবর্তন করা হয়েছিল। কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিনেমা হলে ছবির প্রচারে এসেছিলেন আলিয়া। প্রেক্ষাগৃহের ব্যালকনি থেকে গঙ্গুবাই স্টাইলে কলকাতাবাসীকে হাতজোর করে প্রণামও করেন তিনি। বলেন, ‘আমার ভালোবাসা আপনাদের সকলকে। ভালো থেকো কলকাতা।’

Gangubai Kathiawadi Release: যৌনকর্মী থেকে মাফিয়া! বড় পর্দায় কবে মুক্তি পাচ্ছে গাঙ্গুবাইয়ের গল্প, জানালেন সঞ্জয় লীলা বনসালি

#মুম্বই:  দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)। চলতি বছরের আগামী ২৫ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই চলচ্চিত্র। গত বছরের জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে যায়। চলচ্চিত্রে নাম ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে (Alia Bhatt)। ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড-লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে শক্তিশালী, প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষদের একজন ছিলেন গাঙ্গুবাই। ৭২ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য প্রস্তুত।

আরও পড়ুন- ঈশ্বরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে! শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে FIR দায়ের

সোশ্যাল মিডিয়ায় এই আনন্দের খবরটি জানিয়েছেন নির্মাতারা,

গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম কাজ। এটি সঞ্জয় লীলা বনসালির জীবনের দশ নম্বর কাজও। সিনেমায় অভিনয় করেছেন অজয় ​​দেবগণও। গাঙ্গুবাইকে বাণিজ্যের কৌশল শেখাতে গিয়েই তাঁর প্রেমে পড়েন অজয়। একজন যৌনকর্মী হিসেবেই দেখানো হয়েছে গাঙ্গুবাইকে যিনি পরে মুম্বইয়ের একজন আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে সাড়া ফেলে দেন। গাঙ্গুবাইয়ের গল্পটি হুসেন জাইদির (Hussain Zaidi) বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’(Mafia Queens of Mumbai)-এর একটি অংশ থেকে গৃহীত।

আরও পড়ুন- নারীসুরক্ষায় নির্ভয়া স্কোয়াড, প্রশংসায় সলমান ক্যাটরিনা-সহ গোটা বলিউড

এর আগে একটি দৈনিকের সাক্ষাত্কারে, সঞ্জয় লীলা জানিয়েছিলেন এই সিনেমাটি তাঁর কাছে অত্যন্ত বিশেষ এবং কাজটিও মোটেই সহজ ছিল না। “আমরা মহামারী চলাকালীন এটি তৈরি করেছি এবং আমি এতে আমার সমস্তটাই দিয়েছি। আমি মুক্তির জন্য উদগ্র আশায় রয়েছি,” বলেছিলেন পরিচালক।