প্রবল বর্ষণে প্লাবিত বহু এলাকা

Tripura flood situation: বন্যায় বিপর্যস্ত ত্রিপুরা, মৃত বেড়ে ২২, সাহায্যের ঘোষণা অমিত শাহের

আগরতলা: প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ত্রিপুরা। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ২২ ছাড়িয়েছে। বন্যা-বিধ্বস্ত এই রাজ্যে ৪০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই বিষয়ে তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, “ত্রিপুরায় বন্যা পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। মোদিজির নেতৃত্বে কেন্দ্র ইতিমধ্যেই ৪০ কোটি টাকা আগাম ত্রাণ হিসাবে ঘোষণা করেছে। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবার এবং মানুষদের সাহায্য করবে।”

বিগত তিন দশকের মধ্যে সবথেকে ভারী বর্ষণে কার্যত তছনছ হয়ে গিয়েছে গোটা ত্রিপুরা। প্লাবিত হয়েছে একাধিক এলাকা। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছে প্রশাসন। ইতিমধ্যেই পুরোদমে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ।

এই প্রসঙ্গে অমিত শাহ লেখেন, ” কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে সাহায্য করার জন্য, এলাকায় ইতিমধ্যেই ১১টি এনডিআরএফ টিম, ৩ কলাম আর্মি এবং বায়ুসেনার তরফ থেকে ৪টি হেলিকপটার পাঠানো হয়েছে। ত্রিপুরার পীড়িত ভাই-বোনেদের আমার এইটুকুই বলার এই দুঃসময় আপনাদের সঙ্গে মোদি সরকার কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে।”

আরও পড়ুন: সংগীতপ্রেমীদের জন্য সুখবর, স্টেজ কাঁপাতে ভারতে আসছেন ডুয়া লিপা, কবে কোথায়? জেনে
সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী,প্রবল বর্ষণে বিভিন্ন জায়গায় ধসের খবরও পাওয়া গিয়েছে। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে ধসে বাড়ি ভেঙে পড়ে এখনও পর্যন্ত দুটি পরিবারের, তিনজন মহিলা-সহ এক শিশুর মৃত্যু ঘটেছে।

এই প্রসঙ্গে, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা করেছেন। দক্ষিণ ত্রিপুরার গোমতি এবং খোয়াই জেলাতে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে ইতিমধ্যে ২ জন ব্যক্তির নিখোঁজের খবর পাওয়া গিয়েছে।