উইনারস টিম

Bankura News: কালো উর্দি পরে স্কুটি নিয়ে মহিলা পুলিশ রাত কাঁপাচ্ছে বাঁকুড়ায়

বাঁকুড়া : গায়ের ইউনিফর্ম কালো! লাইন দিয়ে সাদা স্কুটি নিয়ে ঘুরছেন একদল মহিলা পুলিশ। কোমরে ঝুলছে ফাইবারের লাঠি। পৌঁছে যাচ্ছেন বাঁকুড়া শহরের আনাচে কানাচে। অবশ্যই বলতে হবে বাঁকুড়া জেলা পুলিশের এটি একটি স্পেশাল বাহিনী। দেখা যেত দুর্গাপুজোর সময়, তবে সেই চিরাচরিত ধারা ভেঙে আর জি কর কাণ্ডের পর প্রমিলা পুলিশ বাহিনী হাতে তুলে নিল নিরাপত্তার দায়িত্ব, বিশেষ করে নারী নিরাপত্তার দায়িত্ব।

দিবালোকে হোক কিংবা রাতের অন্ধকার! লেট নাইট নার্সিং ডিউটি করে মেসে ফিরে আসা নার্স হোক কিংবা টিউশন পড়ে বাড়ি আসার সময় কিশোরী ছাত্রী, বাঁকুড়া জেলা পুলিশের প্রমিলা পুলিশ বাহিনী উইনার্স টিম বিশেষ আত্মবিশ্বাস যোগাচ্ছে নারীদের মধ্যে। উৎসবের মরসুমে ভিড়ভাট্টায় অথবা কোথাও কোনও জমায়েতে নারী নিরাপত্তা নিশ্চিত করতে বহু দিন আগেই উইনার্স টিম নামের একটি বাহিনী গঠন করে বাঁকুড়া জেলা পুলিশ। একেবারে বাছাই করা ২১ জন মহিলা কনস্টেবল সঙ্গে প্রয়োজনমত মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে সংযুক্ত ভাবে তৈরি হয় এই উইনারস টিম।

আরও পড়ুন : জোরাল সিদ্ধান্ত বাঁকুড়ার এই প্রত্যন্ত গার্লস স্কুলে, কী জানলে অবাক হবেন!

তবে কাজের সীমাবদ্ধতা ভেঙে দিয়েএখন দিনের বেলায় এবং রাতের বেলা দুটোই দখল করছে এই প্রমিলা বাহিনী। মদ্যপদেখলেই আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। অবৈধ আড্ডা ভেঙে ফেলা হচ্ছে তাড়া করে। বিশেষ নজর থাকছে মেয়েদের হোস্টেল, মেডিকেল কলেজ, এবং আবাসন সংলগ্ন এলাকা গুলিতে। অবশ্যই যথেষ্ট আশ্বস্ত হয়েছেন মহিলারা, সঙ্গে আশ্বস্ত হয়েছেন পুরুষরাও।

আরও পড়ুন : বাঁকুড়া শহরকে পরিষ্কার রাখেন “এনারাই”! ভোরবেলা থেকেই কাজ শুরু

আপাতত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ চত্বর ২৪/৭ টহলদারি উইনার্স টিম। বাড়তি নজরদারি চলছে মেডিক্যাল কলেজ চত্বর ও হোস্টেলগুলিতে। উইনার্স টিমের কর্মকান্ড হঠাৎ বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বৃদ্ধির আশার সঙ্গে তাঁদের প্রশ্ন এই তৎপরতা আর জি কর ইসু মিটে গেলে থাকবে তো?

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাঁকুড়া জেলা পুলিশ জানিয়েছে, তারা এভাবেই চালিয়ে যাবে উইনার্স টিমের কাজ। আপাতত আশ্বস্ত মহিলারা।

নীলাঞ্জন ব্যানার্জী