শনিবার কলকাতায় আসছেন অমিত শাহ

Amit Shah: শনিবার কলকাতায় আসছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি চূড়ান্ত

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আগামিকাল, শনিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বুধবার কলকাতায় আসার পর বৃহস্পতিবার তাঁর ঠাসা কর্মসূচি ছিল। কল্যাণী হয়ে পেট্রাপোল এবং আরামবাগে দুটি সরকারি অনুষ্ঠান এবং সল্টলেকে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অমিত শাহর। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বুধ এবং বৃহস্পতিবারের সব কর্মসূচি তাঁর বাতিল করা হয়। ফের নতুন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি চূড়ান্ত হল।

আরও পড়ুন– কে এই রোমা মাইকেল? বিকিনি পরে র‍্যাম্পে হাঁটায় পাকিস্তানি তরুণীকে গালিগালাজ, ভাইরাল ভিডিও

আগামিকাল রাত দশটায় কলকাতা বিমানবন্দরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেখান থেকে সড়ক পথে নিউটাউনের পাঁচতারা হোটেলে রাত্রি বাস করার পর আগামী রবিবার দুটি সরকারি অনুষ্ঠান ও বিকেলে সল্টলেকে দলের সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন  অমিত শাহ।

আরও পড়ুন– নিছক কুসংস্কার নয়, আদতে মূলে রয়েছে বৈজ্ঞানিক কারণ, ট্রাকের পিছনে ছেঁড়া জুতো-চটি কেন ঝোলানো থাকে জানেন?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকও করতে পারেন অমিত শাহ বলে বিজেপি সূত্রের খবর। রবিবার রাতেই তাঁর দিল্লি উড়ে যাওয়ার কথা। বলাবাহুল্য, আরজি করের তরুণ চিকিৎসকের মৃত্যু কাণ্ডে সম্প্রতি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নির্যাতিতার বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেল মারফত চিঠি লিখে তাঁর সঙ্গ দেখা করার আবেদন জানান। শেষ পর্যন্ত বঙ্গ সফরে এসে অমিত শাহ এবং নির্যাতিতার পরিবারের মধ্যে সেই সাক্ষাৎ হয় কিনা সেটাই এখন দেখার।