Amitabh Bachchan: সাইবার ক্রাইম রুখতে ‘I4C’-এ শামিল অমিতাভ! কৃতজ্ঞতা প্রকাশ অমিত শাহের

দেশে ক্রমবর্ধমান সাইবার অপরাধের বিরুদ্ধে ইন্ডিয়ান ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রচারে অংশ নেওয়ার জন্য অভিনেতা অমিতাভ বচ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদর একটি নিরাপদ সাইবার স্পেসে তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই নিরাপদ সাইবার স্পেস তৈরি করতে I4C-র অধীনে একটি নতুন পদক্ষেপ করা হয়েছে। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনও এই প্রচারণায় অংশ নিয়েছেন। অমিত শাহ নিজেই একটি পোস্ট শেয়ার করে অমিতাভকে ধন্যবাদ জানিয়েছিলেন।

অমিতাভ সাইবার নিরাপত্তা সম্পর্কে দেশের মানুষকে সচেতন করেছেন। যে ভিডিওটি সামনে এসেছে, তাতে  সাইবার অপরাধের বিরুদ্ধে ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার’-এর প্রচারণা চালানোর কথা বলা হয়েছে। এছাড়াও দেশে চলতে থাকা সাইবার অপরাধ রুখতেও অমিত শাহের এই প্রচার প্রশংসিত।

 

আরও পড়ুন: সাইবার ক্রাইম রুখতে আরও কঠোর ভারত সরকার, নেওয়া হচ্ছে এই বিশেষ ব্যবস্থা

আরও পড়ুন: ‘এসব পারিবারিক বিষয়…’, KBC-তে জয়াকে নিয়ে প্রতিযোগির প্রশ্নে অমিতাভের উত্তরে কীসের ইঙ্গিত? জানুন

২০১৮ সালে ইন্ডিয়ান ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এর একমাত্র উদ্দেশ্য ছিল সাইবার অপরাধ সংক্রান্ত সমস্ত সমস্যা মোকাবিলার জন্য বৃহৎ পরিসরে জাতীয় একটি স্তরের সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠা করা।