Amitabh Bachchan Rekha Love Story: রেখার সঙ্গে অমিতাভের একটি ঘনিষ্ঠ দৃশ্য দেখে কেঁদে ফেলেন জয়া, সামলাতেই পারলেন না! জানেন কী হয়েছিল সেদিন?

অমিতাভ বচ্চন ও রেখা। এই দুটো নাম একসঙ্গে বলা মানেই যেন উপচে পড়া প্রেম। তাঁদের সম্পর্কের কথা, প্রেমের কথা গোটা দেশ জানে। অথচ, তাঁরা কেউ কারও জীবনসঙ্গী নন। শুধুই একই কাজের জায়গায় দুই অভিনেতা। তবে অমিতাভ রেখার প্রেম অমিতাভের স্ত্রী জয়া ভাদুড়িরও অজানা ছিল না।
অমিতাভ বচ্চন ও রেখা। এই দুটো নাম একসঙ্গে বলা মানেই যেন উপচে পড়া প্রেম। তাঁদের সম্পর্কের কথা, প্রেমের কথা গোটা দেশ জানে। অথচ, তাঁরা কেউ কারও জীবনসঙ্গী নন। শুধুই একই কাজের জায়গায় দুই অভিনেতা। তবে অমিতাভ রেখার প্রেম অমিতাভের স্ত্রী জয়া ভাদুড়িরও অজানা ছিল না।
যদিও কখনওই প্রকাশ্যে এ নিয়ে কথা বলেননি জয়া। তবে মনে মনে যে এই সম্পর্কে তাঁর মনে আঘাত পৌঁছত, তা বেশ স্পষ্টই ছিল রেখার কাছে। হাতে নাতে প্রমাণও পেয়েছিলেন তিনি। অথচ জয়া বচ্চনই একটা সময় বলেছিলেন তিনি কোনও গুজবেই কান দেন না।
যদিও কখনওই প্রকাশ্যে এ নিয়ে কথা বলেননি জয়া। তবে মনে মনে যে এই সম্পর্কে তাঁর মনে আঘাত পৌঁছত, তা বেশ স্পষ্টই ছিল রেখার কাছে। হাতে নাতে প্রমাণও পেয়েছিলেন তিনি। অথচ জয়া বচ্চনই একটা সময় বলেছিলেন তিনি কোনও গুজবেই কান দেন না।
যখন 'মুকদ্দর কা সিকন্দর' ছবি মুক্তি পায় তখন বেজায় কষ্ট পেয়েছিলেন জয় বচ্চন। না, তখনও ছবি মুক্তি পায়নি। একটি স্পেশ্যাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল মাত্র। জানা যায়, সেখানেই প্রথম সারিতে বসে ছিলেন জয়া বচ্চন। সঙ্গে ছিল তাঁর পরিবারের সকলেই। তবে তাঁরা পিছনের সারিতে বসার কারণে কেউ বিষয়টা লক্ষ্য করেনি।
যখন ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবি মুক্তি পায় তখন বেজায় কষ্ট পেয়েছিলেন জয় বচ্চন। না, তখনও ছবি মুক্তি পায়নি। একটি স্পেশ্যাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল মাত্র।
জানা যায়, সেখানেই প্রথম সারিতে বসে ছিলেন জয়া বচ্চন। সঙ্গে ছিল তাঁর পরিবারের সকলেই। তবে তাঁরা পিছনের সারিতে বসার কারণে কেউ বিষয়টা লক্ষ্য করেনি।
সামনে থেকে সবটা দেখেছিলেন রেখা। তাঁর এবং অমিতাভের প্রেমের দৃশ্যের সময়, তিনি জয়ার চোখ বেয়ে জল ঝরতেও দেখেছিলেন। নীরবে কেঁদেছিলেন অমিতাভের স্ত্রী জয়।
সামনে থেকে সবটা দেখেছিলেন রেখা। তাঁর এবং অমিতাভের প্রেমের দৃশ্যের সময়, তিনি জয়ার চোখ বেয়ে জল ঝরতেও দেখেছিলেন। নীরবে কেঁদেছিলেন অমিতাভের স্ত্রী জয়।
রেখা বলেন যে এর কয়েক সপ্তাহ পরে, ইন্ডাস্ট্রিতে গুজব শুরু হয়েছিল যে অমিতাভ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি রেখার সঙ্গে আর চলচ্চিত্রে কাজ করবেন না। এবং তাঁর সিদ্ধান্ত সমস্ত প্রযোজকদের কাছেও তুলে ধরা হয়েছে। অমিতাভ ও রেখার কথিত সম্পর্কের কারণে জয়া ও অমিতাভের মধ্যে বিভেদ তৈরি হয়েছে বলেও চারিদিকে ছড়িয়ে পড়েছিল।
রেখা বলেন যে এর কয়েক সপ্তাহ পরে, ইন্ডাস্ট্রিতে গুজব শুরু হয়েছিল যে অমিতাভ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি রেখার সঙ্গে আর চলচ্চিত্রে কাজ করবেন না। এবং তাঁর সিদ্ধান্ত সমস্ত প্রযোজকদের কাছেও তুলে ধরা হয়েছে। অমিতাভ ও রেখার কথিত সম্পর্কের কারণে জয়া ও অমিতাভের মধ্যে বিভেদ তৈরি হয়েছে বলেও চারিদিকে ছড়িয়ে পড়েছিল।
পরেরবার অমিতাভ এবং রেখা একসঙ্গে কাজ করেছিলেন যশ চোপড়ার সিলসিলায়। যা ছিল মুক্কাদার কা সিকান্দর-এর বছর তিনেক পর।
পরেরবার অমিতাভ এবং রেখা একসঙ্গে কাজ করেছিলেন যশ চোপড়ার সিলসিলায়। যা ছিল মুক্কাদার কা সিকান্দর-এর বছর তিনেক পর।
অমিতাভের প্রতি তাঁর ভালবাসার কথা কখনও লুকিয়ে রাখেননি রেখা। বরং, বারবার বলেছেন তিনি ভালবেসেছেন। কোনও স্বার্থ ছাড়া, কোনও কিছু পাওয়ার আশা ছাড়াই পাগলের মতো ভালবেসেছেন। তবে বিয়ে বা কোনওকিছুর পাওয়ার আশায় এই সম্পর্কে জড়াননি তিনি।
অমিতাভের প্রতি তাঁর ভালবাসার কথা কখনও লুকিয়ে রাখেননি রেখা। বরং, বারবার বলেছেন তিনি ভালবেসেছেন। কোনও স্বার্থ ছাড়া, কোনও কিছু পাওয়ার আশা ছাড়াই পাগলের মতো ভালবেসেছেন। তবে বিয়ে বা কোনওকিছুর পাওয়ার আশায় এই সম্পর্কে জড়াননি তিনি।