Bollywood: অভিষেক-ঐশ্বর্যা নিয়ে প্রবল গুঞ্জন, এবার নাতনি নব্যা নভেলির জন্য গর্বে ডগমগ অমিতাভ-জয়া! ব্যাপার কী?

*বেশিরভাগ স্টার কিডরা পড়াশোনার জন্য বিদেশ পাড়ি দেন। কিন্তু ব্যতিক্রম বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ভতি হয়েছেন তিনি। সেখান থেকেই ম্যানেজমেন্ট পড়াশোনা শেষ করবেন। সোশ্যাল মিডিয়ায় নভ্যা লিখেছিলেন, আইআইএম আহমেদাবাদে ভর্তি হওয়া তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল।
*বেশিরভাগ স্টার কিডরা পড়াশোনার জন্য বিদেশ পাড়ি দেন। কিন্তু ব্যতিক্রম বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ভতি হয়েছেন তিনি। সেখান থেকেই ম্যানেজমেন্ট পড়াশোনা শেষ করবেন। সোশ্যাল মিডিয়ায় নভ্যা লিখেছিলেন, আইআইএম আহমেদাবাদে ভর্তি হওয়া তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল।
*বলিউডে অভিষেক না হলেও প্রায়শই লাইমলাইটে থাকেন নভ্যা। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নভেলি নন্দা আইআইএম আহমেদাবাদ ক্যাম্পাসের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ছবিতে তিনি বেশ হাসিখুশি।
*বলিউডে অভিষেক না হলেও প্রায়শই লাইমলাইটে থাকেন নভ্যা। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নভেলি নন্দা আইআইএম আহমেদাবাদ ক্যাম্পাসের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ছবিতে তিনি বেশ হাসিখুশি।
*আইআইএম আহমেদাবাদ দেশের শীর্ষস্থানীয় এমবিএ কলেজ। এখানে ভর্তি হওয়া সহজ নয়। নভ্যা নাভেলি নন্দা আইআইএম আহমেদাবাদের ২ বছরের ব্লেন্ডেড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিপিজিপি) ভর্তি হয়েছেন।
*আইআইএম আহমেদাবাদ দেশের শীর্ষস্থানীয় এমবিএ কলেজ। এখানে ভর্তি হওয়া সহজ নয়। নভ্যা নাভেলি নন্দা আইআইএম আহমেদাবাদের ২ বছরের ব্লেন্ডেড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিপিজিপি) ভর্তি হয়েছেন।
v*নভ্যা নাভেলি নন্দা পড়াশোনায় খুবই ভাল। তাঁর পোর্টফোলিও চমৎকার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নভ্যা নভেলি নন্দা লন্ডনের সেভেনওকস স্কুল থেকে মাধ্যমিক শেষ করেছেন। এরপর তিনি আরও পড়াশোনার জন্য নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর বিদেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি ও ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি প্রজেক্ট নাভেলির প্রতিষ্ঠাতা। ভারতে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি একটি বিশেষ উদ্যোগ।
*নভ্যা নাভেলি নন্দা পড়াশোনায় খুবই ভাল। তাঁর পোর্টফোলিও চমৎকার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নভ্যা নভেলি নন্দা লন্ডনের সেভেনওকস স্কুল থেকে মাধ্যমিক শেষ করেছেন। এরপর তিনি আরও পড়াশোনার জন্য নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর বিদেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি ও ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি প্রজেক্ট নাভেলির প্রতিষ্ঠাতা। ভারতে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি একটি বিশেষ উদ্যোগ।
*পড়াশোনার জন্য দু'বছর বাড়ি থেকে দূরে থাকবেন নভ্যা নভেলি নন্দা। নভ্যা নভেলি নন্দা আইআইএম আহমেদাবাদের ২ বছরের কোর্সে ভর্তি হয়েছেন। এটি একটি ফুল টাইম কোর্স। অর্থাৎ নভ্যা এখন আহমেদাবাদে দু'বছর থাকবেন।
*পড়াশোনার জন্য দু’বছর বাড়ি থেকে দূরে থাকবেন নভ্যা নভেলি নন্দা। নভ্যা নভেলি নন্দা আইআইএম আহমেদাবাদের ২ বছরের কোর্সে ভর্তি হয়েছেন। এটি একটি ফুল টাইম কোর্স। অর্থাৎ নভ্যা এখন আহমেদাবাদে দু’বছর থাকবেন।
*সম্প্রতি ইনস্টাগ্রামে জীবনের নতুন আপডেট শেয়ার করেছেন নভ্যা। তার এই পোস্টটি লক্ষ লক্ষ লাইক পেয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন তার মা শ্বেতা নন্দা ও শাহরুখ খানের মেয়ে সুহানা খানও। একইসঙ্গে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর ভারতে থেকে পড়াশোনা করার সিদ্ধান্তের প্রশংসা করছেন।
*সম্প্রতি ইনস্টাগ্রামে জীবনের নতুন আপডেট শেয়ার করেছেন নভ্যা। তার এই পোস্টটি লক্ষ লক্ষ লাইক পেয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন তার মা শ্বেতা নন্দা ও শাহরুখ খানের মেয়ে সুহানা খানও। একইসঙ্গে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর ভারতে থেকে পড়াশোনা করার সিদ্ধান্তের প্রশংসা করছেন।