Tag Archives: Navya Naveli Nanda

Bachchan Family Education: বচ্চন পরিবারের কেচ্ছা-কেলেঙ্কারির মধ্যে বিরাট তথ্য ফাঁস! এক মুহূর্তে সবার রেকর্ড ভাঙলেন ‘ইনি’…, জানলে চমকে যাবেন

এই ভিডিও ভাইরাল হতেই সকলে উচ্ছ্বসিত৷ তাহলে মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেল বচ্চন পরিবারের সম্মান৷ বাড়ির ছেলের ডিভোর্স আর হচ্ছে না৷ কয়েকদিন আগে অভিষেকও জানান যে তাঁর বিয়ে ভাঙেনি, তাঁরা একসঙ্গে রয়েছেন৷ এখন সময় বলবে কী হবে আগামীতে৷
এই ভিডিও ভাইরাল হতেই সকলে উচ্ছ্বসিত৷ তাহলে মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেল বচ্চন পরিবারের সম্মান৷ বাড়ির ছেলের ডিভোর্স আর হচ্ছে না৷ কয়েকদিন আগে অভিষেকও জানান যে তাঁর বিয়ে ভাঙেনি, তাঁরা একসঙ্গে রয়েছেন৷ এখন সময় বলবে কী হবে আগামীতে৷
দ্বিতীয় কারণ হ'ল অমিতাভ বচ্চন সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি' শো-তে তাঁর শিক্ষা সম্পর্কে একটি প্রকাশ করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক অমিতাভ কী বলেছিলেন এবং তাঁর পরিবারে কে সবচেয়ে বেশি শিক্ষিত?
দ্বিতীয় কারণ হ’ল অমিতাভ বচ্চন সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-তে তাঁর শিক্ষা সম্পর্কে একটি প্রকাশ করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক অমিতাভ কী বলেছিলেন এবং তাঁর পরিবারে কে সবচেয়ে বেশি শিক্ষিত?
প্রথমেই বলা যাক অমিতাভ বচ্চনের কথা। তিনি বিএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি নৈনিতালের শেরউড স্কুল থেকে তার স্কুলিং করেন, যখন তিনি দিল্লির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৬২সালে স্নাতক পাশ করেন। এর পরে, ১৯৬৯ সালে তিনি ভয়েস ন্যারেটর হিসাবে বলিউডে প্রবেশ করেন। অমিতাভ বচ্চন সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি' শো-তে একটি বিষয় প্রকাশ করেছেন। তিনি জানান, না ভেবেই বিএসসিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু ফিজিক্সে ফেল করেছিলেন। পরে আবার পরীক্ষা দিলে তিনি পাশ করতে সক্ষম হন। অমিতাভ বলেছিলেন যে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের ভাল নম্বর দেখে তিনি বিএসসিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু খুব কষ্টে ৪২% নম্বর নিয়ে পাশ করেছিলেন।
প্রথমেই বলা যাক অমিতাভ বচ্চনের কথা। তিনি বিএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি নৈনিতালের শেরউড স্কুল থেকে তার স্কুলিং করেন, যখন তিনি দিল্লির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৬২সালে স্নাতক পাশ করেন। এর পরে, ১৯৬৯ সালে তিনি ভয়েস ন্যারেটর হিসাবে বলিউডে প্রবেশ করেন। অমিতাভ বচ্চন সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-তে একটি বিষয় প্রকাশ করেছেন। তিনি জানান, না ভেবেই বিএসসিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু ফিজিক্সে ফেল করেছিলেন। পরে আবার পরীক্ষা দিলে তিনি পাশ করতে সক্ষম হন। অমিতাভ বলেছিলেন যে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের ভাল নম্বর দেখে তিনি বিএসসিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু খুব কষ্টে ৪২% নম্বর নিয়ে পাশ করেছিলেন।
অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন তার প্রাথমিক শিক্ষা সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল, ভোপাল থেকে করেছেন। এর পরে তিনি এফটিআইআই, পুনে থেকে স্নাতক হন। জয়া বচ্চন অভিনেত্রীর পাশাপাশি একজন রাজনীতিবিদ এবং তিনি রাজ্যসভার সদস্য। সম্প্রতি, তিনি রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে তার বাকবিতণ্ডার জন্য সংবাদে ছিলেন।
অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন তাঁর প্রাথমিক শিক্ষা সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল, ভোপাল থেকে করেছেন। এর পরে তিনি এফটিআইআই, পুনে থেকে স্নাতক হন। জয়া বচ্চন অভিনেত্রীর পাশাপাশি একজন রাজনীতিবিদ এবং তিনি রাজ্যসভার সদস্য। সম্প্রতি, তিনি রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে তার বাকবিতণ্ডার জন্য সংবাদে ছিলেন।
অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছেন। তাঁর প্রাথমিক শিক্ষা সুইজারল্যান্ডের বম্বে স্কটিশ স্কুল এবং আইগলন বোর্ডিং স্কুল থেকে। এরপর তিনি স্নাতকের জন্য যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু ভাল না লাগার জন্য মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন। তারপর তিনি মুম্বই ফিরে আসেন এবং অভিনয় জগতে পা রাখেন।
অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছেন। তাঁর প্রাথমিক শিক্ষা সুইজারল্যান্ডের বম্বে স্কটিশ স্কুল এবং আইগলন বোর্ডিং স্কুল থেকে। এরপর তিনি স্নাতকের জন্য যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু ভাল না লাগার জন্য মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন। তারপর তিনি মুম্বই ফিরে আসেন এবং অভিনয় জগতে পা রাখেন।
অমিতাভ বচ্চনের পুত্রবধূ এবং অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য রাই তার প্রাথমিক শিক্ষা মুম্বইয়ের আর্য বিদ্যা মন্দির হাই স্কুল থেকে করেন। জয় হিন্দ কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেন। এরপর ঐশ্বর্য রাই ডিজি রূপারেল কলেজ থেকে স্নাতক হন। এবং রচনা সংসদ অ্যাকাডেমি অফ আর্কিটেকচারে ভর্তিও হয়েছিলেন, কিন্তু মডেলিংয়ে কেরিয়ার গড়ার জন্য তিনিও পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন।
অমিতাভ বচ্চনের পুত্রবধূ এবং অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য রাই তার প্রাথমিক শিক্ষা মুম্বইয়ের আর্য বিদ্যা মন্দির হাই স্কুল থেকে করেন। জয় হিন্দ কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেন। এরপর ঐশ্বর্য রাই ডিজি রূপারেল কলেজ থেকে স্নাতক হন। এবং রচনা সংসদ অ্যাকাডেমি অফ আর্কিটেকচারে ভর্তিও হয়েছিলেন, কিন্তু মডেলিংয়ে কেরিয়ার গড়ার জন্য তিনিও পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন।
অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা কোর্স করেছেন। শ্বেতাও সুইজারল্যান্ডের একটি বোর্ডিং স্কুল থেকে তার স্কুলিং করেছেন। এভাবে যদি দেখা যায়, বচ্চন পরিবারে শ্বেতা বচ্চন সবচেয়ে বেশি শিক্ষিত হলেও এখন তার মেয়ে নভ্যা নাভেলি নন্দা তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছেন।
অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা কোর্স করেছেন। শ্বেতাও সুইজারল্যান্ডের একটি বোর্ডিং স্কুল থেকে তার স্কুলিং করেছেন। এভাবে যদি দেখা যায়, বচ্চন পরিবারে শ্বেতা বচ্চন সবচেয়ে বেশি শিক্ষিত হলেও এখন তার মেয়ে নভ্যা নাভেলি নন্দা তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছেন।
অমিতাভ বচ্চনের নাতনি এবং শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নাভেলি নন্দা বিদেশ থেকে স্নাতক হয়েছেন। তিনি আমেরিকার ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি আইআইএম আহমেদাবাদের ব্লেন্ডেড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিপিজিপি) ভর্তি হয়েছেন, তারপরে তিনি শিরোনামে রয়েছেন।
অমিতাভ বচ্চনের নাতনি এবং শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নাভেলি নন্দা বিদেশ থেকে স্নাতক হয়েছেন। তিনি আমেরিকার ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি আইআইএম আহমেদাবাদের ব্লেন্ডেড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিপিজিপি) ভর্তি হয়েছেন, তারপরে তিনি শিরোনামে রয়েছেন।

Bollywood: অভিষেক-ঐশ্বর্যা নিয়ে প্রবল গুঞ্জন, এবার নাতনি নব্যা নভেলির জন্য গর্বে ডগমগ অমিতাভ-জয়া! ব্যাপার কী?

*বেশিরভাগ স্টার কিডরা পড়াশোনার জন্য বিদেশ পাড়ি দেন। কিন্তু ব্যতিক্রম বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ভতি হয়েছেন তিনি। সেখান থেকেই ম্যানেজমেন্ট পড়াশোনা শেষ করবেন। সোশ্যাল মিডিয়ায় নভ্যা লিখেছিলেন, আইআইএম আহমেদাবাদে ভর্তি হওয়া তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল।
*বেশিরভাগ স্টার কিডরা পড়াশোনার জন্য বিদেশ পাড়ি দেন। কিন্তু ব্যতিক্রম বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ভতি হয়েছেন তিনি। সেখান থেকেই ম্যানেজমেন্ট পড়াশোনা শেষ করবেন। সোশ্যাল মিডিয়ায় নভ্যা লিখেছিলেন, আইআইএম আহমেদাবাদে ভর্তি হওয়া তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল।
*বলিউডে অভিষেক না হলেও প্রায়শই লাইমলাইটে থাকেন নভ্যা। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নভেলি নন্দা আইআইএম আহমেদাবাদ ক্যাম্পাসের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ছবিতে তিনি বেশ হাসিখুশি।
*বলিউডে অভিষেক না হলেও প্রায়শই লাইমলাইটে থাকেন নভ্যা। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নভেলি নন্দা আইআইএম আহমেদাবাদ ক্যাম্পাসের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ছবিতে তিনি বেশ হাসিখুশি।
*আইআইএম আহমেদাবাদ দেশের শীর্ষস্থানীয় এমবিএ কলেজ। এখানে ভর্তি হওয়া সহজ নয়। নভ্যা নাভেলি নন্দা আইআইএম আহমেদাবাদের ২ বছরের ব্লেন্ডেড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিপিজিপি) ভর্তি হয়েছেন।
*আইআইএম আহমেদাবাদ দেশের শীর্ষস্থানীয় এমবিএ কলেজ। এখানে ভর্তি হওয়া সহজ নয়। নভ্যা নাভেলি নন্দা আইআইএম আহমেদাবাদের ২ বছরের ব্লেন্ডেড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিপিজিপি) ভর্তি হয়েছেন।
v*নভ্যা নাভেলি নন্দা পড়াশোনায় খুবই ভাল। তাঁর পোর্টফোলিও চমৎকার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নভ্যা নভেলি নন্দা লন্ডনের সেভেনওকস স্কুল থেকে মাধ্যমিক শেষ করেছেন। এরপর তিনি আরও পড়াশোনার জন্য নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর বিদেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি ও ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি প্রজেক্ট নাভেলির প্রতিষ্ঠাতা। ভারতে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি একটি বিশেষ উদ্যোগ।
*নভ্যা নাভেলি নন্দা পড়াশোনায় খুবই ভাল। তাঁর পোর্টফোলিও চমৎকার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নভ্যা নভেলি নন্দা লন্ডনের সেভেনওকস স্কুল থেকে মাধ্যমিক শেষ করেছেন। এরপর তিনি আরও পড়াশোনার জন্য নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর বিদেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি ও ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি প্রজেক্ট নাভেলির প্রতিষ্ঠাতা। ভারতে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি একটি বিশেষ উদ্যোগ।
*পড়াশোনার জন্য দু'বছর বাড়ি থেকে দূরে থাকবেন নভ্যা নভেলি নন্দা। নভ্যা নভেলি নন্দা আইআইএম আহমেদাবাদের ২ বছরের কোর্সে ভর্তি হয়েছেন। এটি একটি ফুল টাইম কোর্স। অর্থাৎ নভ্যা এখন আহমেদাবাদে দু'বছর থাকবেন।
*পড়াশোনার জন্য দু’বছর বাড়ি থেকে দূরে থাকবেন নভ্যা নভেলি নন্দা। নভ্যা নভেলি নন্দা আইআইএম আহমেদাবাদের ২ বছরের কোর্সে ভর্তি হয়েছেন। এটি একটি ফুল টাইম কোর্স। অর্থাৎ নভ্যা এখন আহমেদাবাদে দু’বছর থাকবেন।
*সম্প্রতি ইনস্টাগ্রামে জীবনের নতুন আপডেট শেয়ার করেছেন নভ্যা। তার এই পোস্টটি লক্ষ লক্ষ লাইক পেয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন তার মা শ্বেতা নন্দা ও শাহরুখ খানের মেয়ে সুহানা খানও। একইসঙ্গে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর ভারতে থেকে পড়াশোনা করার সিদ্ধান্তের প্রশংসা করছেন।
*সম্প্রতি ইনস্টাগ্রামে জীবনের নতুন আপডেট শেয়ার করেছেন নভ্যা। তার এই পোস্টটি লক্ষ লক্ষ লাইক পেয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন তার মা শ্বেতা নন্দা ও শাহরুখ খানের মেয়ে সুহানা খানও। একইসঙ্গে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর ভারতে থেকে পড়াশোনা করার সিদ্ধান্তের প্রশংসা করছেন।

Amitabh Bachchan Family: বচ্চন পরিবারে ফের বড় ভাঙন! অমিতাভের ছেলে-বৌমার পর কি নাতনির প্রেমেও চিড় ধরল?

বচ্চন পরিবারে একের পর এক ভাঙন। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের দাম্পত্যের মাঝে বারবার রেখার নাম এসেছে। তাও অবশ্য একে অপরের সঙ্গ ছাড়েননি তাঁরা। তারপরেই অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন।
বচ্চন পরিবারে একের পর এক ভাঙন। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের দাম্পত্যের মাঝে বারবার রেখার নাম এসেছে। তাও অবশ্য একে অপরের সঙ্গ ছাড়েননি তাঁরা। তারপরেই অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন।
যাঁদের সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। একাধিক সূত্র মারফত খবর, বিচ্ছেদের পথেই হেঁটেছেন তাঁরা। মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি বাপেরবাড়িতে থাকেন ঐশ্বর্য।
যাঁদের সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। একাধিক সূত্র মারফত খবর, বিচ্ছেদের পথেই হেঁটেছেন তাঁরা। মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি বাপেরবাড়িতে থাকেন ঐশ্বর্য।
এরই মাঝে আবারও এক ভাঙনের খবর বিগ বি-র পরিবারে। এবার ভাঙনের শিকার অমিতাভের নাতনি। অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নাভেলি নন্দার সম্পর্কে নাকি চিড় ধরেছে।
এরই মাঝে আবারও এক ভাঙনের খবর বিগ বি-র পরিবারে। এবার ভাঙনের শিকার অমিতাভের নাতনি। অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নাভেলি নন্দার সম্পর্কে নাকি চিড় ধরেছে।
এই জুটি বেশ কিছু সময় ধরে জল্পনা-কল্পনার কেন্দ্রে ছিলেন। নেটিজেনরা একে অপরের পোস্টে তাঁদের কৌতুকপূর্ণ মন্তব্যগুলি লক্ষ্য করছিলেন। চোখে পড়ছিল খুনসুটিও।
এই জুটি বেশ কিছু সময় ধরে জল্পনা-কল্পনার কেন্দ্রে ছিলেন। নেটিজেনরা একে অপরের পোস্টে তাঁদের কৌতুকপূর্ণ মন্তব্যগুলি লক্ষ্য করছিলেন। চোখে পড়ছিল খুনসুটিও।
কিন্তু তাঁদের রসায়ন খুব বেশি স্থায়ী হল না বলেই শোনা যাচ্ছে। ব্রেকআপ নাকি বন্ধুত্বপূর্ণ ভাবেই হয়েছে। এমনই জানিয়েছে তারকা জুটির ঘনিষ্ঠ সূত্র।
কিন্তু তাঁদের রসায়ন খুব বেশি স্থায়ী হল না বলেই শোনা যাচ্ছে। ব্রেকআপ নাকি বন্ধুত্বপূর্ণ ভাবেই হয়েছে। এমনই জানিয়েছে তারকা জুটির ঘনিষ্ঠ সূত্র।
যদিও নভ্যা বা সিদ্ধান্তের তরফে কোনও বক্তব্য আসেনি। তবে নেটিজেনদের চোখে আগেই পড়েছে, সোশ্যাল মিডিয়ায় আর তেমন খুনসুটি চলে না। দূরত্ব বেড়েই চলেছে।
যদিও নভ্যা বা সিদ্ধান্তের তরফে কোনও বক্তব্য আসেনি। তবে নেটিজেনদের চোখে আগেই পড়েছে, সোশ্যাল মিডিয়ায় আর তেমন খুনসুটি চলে না। দূরত্ব বেড়েই চলেছে।

Navya Naveli Nanda On Aishwarya Rai: বচ্চন-নারীগোষ্ঠী থেকে বাদ ঐশ্বর্য? মামিকে আমন্ত্রণ জানাবেন না নভ্যা? অমিতাভ-নাতনির উত্তর, পরিবারের বাইরের লোকজনকে…

নিজের বহুলচর্চিত পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’র দ্বিতীয় কিস্তি নিয়ে ফিরেছেন নভ্যা নভেলি নন্দা। যা অচিরেই ভক্তদের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।
নিজের বহুলচর্চিত পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’র দ্বিতীয় কিস্তি নিয়ে ফিরেছেন নভ্যা নভেলি নন্দা। যা অচিরেই ভক্তদের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।
আসলে এই পডকাস্টের প্রতিটি এপিসোডে অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে যোগ দেন তাঁর দিদা, বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন এবং তাঁর মা শ্বেতা বচ্চনও।
আসলে এই পডকাস্টের প্রতিটি এপিসোডে অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে যোগ দেন তাঁর দিদা, বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন এবং তাঁর মা শ্বেতা বচ্চনও।
সেখানে তাঁদের প্রজন্মের প্রেম-ভালবাসা, সম্পর্কের গল্প ভাগ করে নেন তাঁরা। এমনকী মহিলাদের সমসাময়িক সমস্যাগুলিকেও তুলে ধরতে দেখা যায় তাঁদের।
সেখানে তাঁদের প্রজন্মের প্রেম-ভালবাসা, সম্পর্কের গল্প ভাগ করে নেন তাঁরা। এমনকী মহিলাদের সমসাময়িক সমস্যাগুলিকেও তুলে ধরতে দেখা যায় তাঁদের।
কখনও কখনও আবার প্রাণবন্ত এবং সাহসী আলোচনাও করে থাকেন নভ্যা, জয়া এবং শ্বেতা। তবে সেই পডকাস্টে এখনও বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চনকে দেখতে চাইছেন বচ্চন পরিবারের ভক্তরা।
কখনও কখনও আবার প্রাণবন্ত এবং সাহসী আলোচনাও করে থাকেন নভ্যা, জয়া এবং শ্বেতা। তবে সেই পডকাস্টে এখনও বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চনকে দেখতে চাইছেন বচ্চন পরিবারের ভক্তরা।
সম্প্রতি এই প্রসঙ্গে প্রশ্নও করা হয়েছিল নভ্যাকে। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ওই শো-এ তাঁর মামি ঐশ্বর্য রাই, মামা অভিষেক বচ্চন অথবা দাদু অমিতাভ বচ্চনকে আদৌ দেখা যাবে কি না!
সম্প্রতি এই প্রসঙ্গে প্রশ্নও করা হয়েছিল নভ্যাকে। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ওই শো-এ তাঁর মামি ঐশ্বর্য রাই, মামা অভিষেক বচ্চন অথবা দাদু অমিতাভ বচ্চনকে আদৌ দেখা যাবে কি না!
জবাবে নভ্যা বলেন, “খুব সম্ভবত যদি সিজন ৩ আসে, তাহলে আমি এমন অতিথিদের আমন্ত্রণ জানাব, যাঁরা আমার পরিবারের সদস্য নন। আমার মনে হয়, প্রচুর মজা হতে চলেছে। কারণ তাঁদের থেকে অনেক কিছু শেখার রয়েছে। আর বিভিন্ন ক্ষেত্রের মানুষের থেকে তাঁদের অভিজ্ঞতা শোনাটাও একটা বড় ব্যাপার।”
জবাবে নভ্যা বলেন, “খুব সম্ভবত যদি সিজন ৩ আসে, তাহলে আমি এমন অতিথিদের আমন্ত্রণ জানাব, যাঁরা আমার পরিবারের সদস্য নন। আমার মনে হয়, প্রচুর মজা হতে চলেছে। কারণ তাঁদের থেকে অনেক কিছু শেখার রয়েছে। আর বিভিন্ন ক্ষেত্রের মানুষের থেকে তাঁদের অভিজ্ঞতা শোনাটাও একটা বড় ব্যাপার।”
নভ্যা আরও যোগ করেন, “হয়তো আমি কোনও বিজ্ঞানীকে ডাকব। আর তাঁদের কাছে বিজ্ঞান ঠিক কী, আর নতুন কী আবিষ্কার হল, সেই প্রসঙ্গে জানতে চাইব। তাই আমি বিভিন্ন ক্ষেত্রের মানুষকে ডেকে তাঁদের দৃষ্টিভঙ্গি জানতে চাই। আর এটা আমার, মায়ের এবং দিদার জন্য অত্যন্ত উপকারী হবে।”
নভ্যা আরও যোগ করেন, “হয়তো আমি কোনও বিজ্ঞানীকে ডাকব। আর তাঁদের কাছে বিজ্ঞান ঠিক কী, আর নতুন কী আবিষ্কার হল, সেই প্রসঙ্গে জানতে চাইব। তাই আমি বিভিন্ন ক্ষেত্রের মানুষকে ডেকে তাঁদের দৃষ্টিভঙ্গি জানতে চাই। আর এটা আমার, মায়ের এবং দিদার জন্য অত্যন্ত উপকারী হবে।”
পডকাস্টের দ্বিতীয় সিজনে একটি এপিসোডে নিজের ভাই অগস্ত্য নন্দাকে আমন্ত্রণ জানিয়েছেন নভ্যা। ফলে এর থেকে ভবিষ্যতের এপিসোডের ইঙ্গিত মিলছে। তবে এবার পরিবারের বধূ ঐশ্বর্যকে পডকাস্টে আনার দাবি তুলেছেন ভক্তরা।
পডকাস্টের দ্বিতীয় সিজনে একটি এপিসোডে নিজের ভাই অগস্ত্য নন্দাকে আমন্ত্রণ জানিয়েছেন নভ্যা। ফলে এর থেকে ভবিষ্যতের এপিসোডের ইঙ্গিত মিলছে। তবে এবার পরিবারের বধূ ঐশ্বর্যকে পডকাস্টে আনার দাবি তুলেছেন ভক্তরা।
আসলে এমনিতেই নিজের দৃঢ় মতামতের জন্য যথেষ্ট জনপ্রিয় রাইসুন্দরী। ফলে ট্রেন্ডি এই পডকাস্টে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরাও।
আসলে এমনিতেই নিজের দৃঢ় মতামতের জন্য যথেষ্ট জনপ্রিয় রাইসুন্দরী। ফলে ট্রেন্ডি এই পডকাস্টে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরাও।
নভ্যার পডকাস্টের প্রথম মরশুম বেশ সফল ছিল। এরপরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় মরশুম নিয়ে ফিরেছেন তিনি। প্রসঙ্গত ২০২২ সালে পডকাস্ট সফর শুরু হয়েছিল। এই স্টার-কিডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে এপিসোডগুলি।
নভ্যার পডকাস্টের প্রথম মরশুম বেশ সফল ছিল। এরপরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় মরশুম নিয়ে ফিরেছেন তিনি। প্রসঙ্গত ২০২২ সালে পডকাস্ট সফর শুরু হয়েছিল। এই স্টার-কিডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে এপিসোডগুলি।

Bollywood Gossip: মায়ের কথা বলার ধরন নিয়ে মুখ খুললেন নভ্যা, জয়াও নাতনিকে সমর্থন করে দুষছেন শ্বেতাকেই, কারণটা কী?

মুম্বই: ‘হোয়াট দ্য হেল নভ্যা’-র একটি আসন্ন পর্বে, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন এবং নভ্যা নভেলি নন্দাকে বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে, যেমন বয়স এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে। এপিসোডের প্রোমো শেয়ার করতে নভ্যা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই বিষয়ে কিছু মুহূর্ত তুলে ধরেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনটি ভিন্ন প্রজন্মের মহিলারা কীভাবে তাঁদের সমস্যা মোকাবিলা করেন সে সম্পর্কে তাঁদের মতামত দিচ্ছেন।

নভ্যা তাঁর মা এবং দিদিমাকে জিজ্ঞেস করেন যে, জীবনের ভুল জীবনে অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে কি না। যার উত্তরে শ্বেতা বলেন, “আমি মনে করি আপনারা আপনার সন্তানের জন্য সবচেয়ে ভাল যে কাজটি করতে পারবেন তা হল তাদেরকে নিজের ভুল করতে দেওয়া।” অন্য দিকে, জয়া বলেছেন, “যখন কেউ খুব জটিল কিছু সমাধান করার চেষ্টা করেন তখন অভিজ্ঞতা কাজে আসে।”

শ্বেতা আরও জানান, “আমি মনে করি যে অল্প বয়সীরাও ঘুরে দাঁড়াতে পারেন এবং বলতে পারেন, এখানেই আপনারা ভুল করেছেন বা আপনি যা করেছেন তা আমি পছন্দ করি না’’। নভ্যা তখন এই বলে শ্বেতাকে পাল্টা আঘাত করেন যে, শ্বেতার কথা বলার মধ্যে স্বৈরাচারী ভাব রয়েছে। শ্বেতা তা প্রত্যাখ্যান করার চেষ্টা করলে জয়া বলেন, “শ্বেতা আমিও এমনটাই মনে করি।’’

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

প্রোমো শেয়ার করে নভ্যা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন: “বয়স না কি অভিজ্ঞতা? মেয়ে, মা এবং দিদিমা তিন প্রজন্মের ত্রয়ী নিয়ে আকর্ষণীয় হতে চলেছে এই বৈঠক। ৯ম পর্ব আগামীকাল সন্ধ্যা ৭টায় দেখতে পাবেন দর্শকরা’’!

এই পর্বের শেষ দিকে, জয়া বচ্চন তাঁর স্বামী এবং বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের জীবনে “কঠিন পর্যায়ের” মুখোমুখি হওয়ার কথা সম্পর্কে স্পষ্ট ভাবে জানিয়েছেন। তিনি কীভাবে কঠিন সময়ে অভিনেতাকে নীরবে সমর্থন করেছিলেন সে সম্পর্কেও কথা বলেছেন। অমিতাভ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সময়ের কথা স্মরণ করে জয়া বলেছেন, “আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের ব্যর্থতার মধ্য দিয়ে গিয়েছি।’’

Jaya Bachchan Bengali Food: ‘দিদার হাতে ভাতে ভাত আর… আহা!’ বচ্চনদের হেঁসেলেও রাজ করছে মধ্যবিত্ত বাঙালির পদ, কী কী রাঁধেন জয়া? জানালেন নাতনি

মুম্বই: শুরু হয়ে গেল ‘হোয়াট দ্য হেল নভ্যা’ শো-এর দ্বিতীয় কিস্তি। প্রোমোতেই দেখা গিয়েছিল, বচ্চন পরিবারের হেঁসেল নিয়েই আড্ডা চলে সেই পরিবারের তিন নারীর। জয়া বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন এবং তাঁর মেয়ে নভ্যা নভেলি নন্দা।

সেই শো থেকেই ফাঁস হল, কোটিপতির ঘরে আজও মধ্যবিত্ত বাঙালির একাধিক খাবারের দৌরাত্ম্য চলে। অমিতাভ বচ্চনের নাতনি জানিয়েছেন, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের নানা ধরনের পদই বেশি রান্না হয় তাঁদের বাড়িতে।

আরও পড়ুন: কাপুর পরিবারে বউদের সঙ্গে কী ঘটে জানেন! বিয়ের প্রস্তাবের সঙ্গে ‘অন্যায় শর্ত’! সুপারস্টারের মুখের উপর ‘না’ নায়িকার

নভ্যার কথায় জানা যায়, পরিবারের প্রায় প্রত্যেকেরই রান্নার দিকে ঝোঁক আছে। অমিতাভ-কন্যা শ্বেতা নাকি সবথেকে ভাল রান্না করেন। যত বেশি জটিল রেসিপি, তত বেশি আনন্দ শ্বেতার। যদি পাস্তা বানাতে বেশি ভালবাসেন তিনি। নভ্যাও খোসা-সমেত আলু ভাজা বানাতে পারেন। সঙ্গে পাস্তা বানাতে শিখছেন তারকা-নাতনি।

 

View this post on Instagram

 

A post shared by What The Hell Navya (@wthn_official)

অন্যদিকে পরিবারের নতুন হিরো অগস্ত্য নন্দার আবার বেকিংয়ের দিকে খুব উৎসাহ। নানা ধরনের রুটি-পাঁউরুটি বা কুকিজ বানাতে পারেন অভিনেতা।

এবার আসা যাক, কী কী ধরনের বাঙালি রান্না হয় বচ্চনদের পরিবারে। নভ্যার পছন্দ, মাছের পাতুরি, দিদার হাতে ভাতে-ভাত অথবা দিদার হাতেই চাল-ডাল সিদ্ধ করা সাদামাটা খিচুড়ি। জয়ার বানিয়ে দেওয়া ভাতে-ভাত অর্থাৎ সিদ্ধ ভাত এবং আলু সিদ্ধ মাখা, বা আলুর চোখা খেলেই নভ্যার মন ভাল হয়ে যায়।

এ কথা স্পষ্ট, কোটি টাকার মালিক হয়ে গেলেও বাংলার সেই ‘ধন্যি মেয়ে’ আজও চাল-ডাল-আলু সিদ্ধ খেয়েই মন ভরান। শুধু খেয়ে নয়, খাইয়েও আনন্দ আরও পাঁচটি বাঙালি বাড়ির দিদার মতো।