পাড়েই আছে চমক, ৯৯ শতাংশ খাঁটি রুপো, সোনা কতটা? অনন্ত-রাধিকার বিয়েতে গোলাপি শাড়িতে মোহময়ী আলিয়া

Anant Ambani And Radhika Merchant’s Wedding: পাড়েই আছে চমক, ৯৯ শতাংশ খাঁটি রুপো, সোনা কতটা? অনন্ত-রাধিকার বিয়েতে গোলাপি শাড়িতে মোহময়ী আলিয়া

অবশেষে সম্পন্ন হয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বহু-প্রতীক্ষিত বিবাহ। বিশ্বের নানা ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্ব এমনকী তারকারাও সামিল হয়েছিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্রের বিবাহের আনন্দে। আর এই বিয়ের নানা মুহূর্তের ছবি এবং ভিডিও দেখার জন্য মুখিয়ে রয়েছেন নেটিজেনরা। শুধু তা-ই নয়, তারকা এবং খ্যাতনামা অতিথিদের ফ্যাশন চয়েস দেখতেও আগ্রহী সকলে।

এমনিতে নিজের ছবির প্রচার থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনেই দুর্ধর্ষ শাড়ি লুকে ধরা দিতে দেখা যায় বলিউডের প্রথম সারির অন্যতম বলিষ্ঠ অভিনেত্রী আলিয়া ভাটকে। ফলে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হল না। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের রেড কার্পেটে স্বামী রণবীর কাপুরের সঙ্গে যখন আলিয়া হেঁটে এলেন, তখন যেন তৈরি হল ফ্যাশনের এক ইতিহাস।

আরও পড়ুন:  বলুন তো কোন প্রাণী জল, খাবার কোনও কিছু না খেয়েই ৩০ বছর দিব‍্যি বেঁচে থাকতে পারে? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

গোলাপি রঙা একটি দুর্ধর্ষ শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। আর শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন একটি সোনালি সিক্যুইনড হ্যান্ড এম্ব্র্য়ডারি করা ব্লাউজ। অভিনেত্রীর এই রাজকীয় এবং সাবেকি লুকের সঙ্গে ব্লাউজের স্যুইটহার্ট নেকলাইন যেন আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে। আলিয়ার এই অপূর্ব শাড়িটির প্রসঙ্গে ইনস্টাগ্রামে পোস্ট করেছে ডায়েট সব্য নামে অজ্ঞাত পরিচয় এক ফ্যাশন অ্যাকাউন্ট।

তাতে বলা হয়েছে যে, আলিয়া বেছে নিয়েছিলেন একটি ১৬০ বছরের পুরনো আশাবলী শাড়ি। যা তৈরি হয় গুজরাতে। পিওর সিল্ক এই শাড়িতে থাকে আসল জরির বর্ডার। ওই সাইটে শাড়ির বিষয়ে যে তথ্য ভাগ করে নেওয়া হয়েছে, তা থেকে জানা যাচ্ছে, বিশেষ ওই শাড়িটি পিওর সিল্ক থেকে তৈরি। আর আসল জরির বর্ডারেই রয়েছে চমক। কারণ পাড়ে ব্যবহার করা হয়েছে ৯৯ শতাংশ খাঁটি রুপো এবং প্রায় ৬ গ্রাম মতো খাঁটি সোনা।

সূক্ষ্ম ডিজাইন এবং বিলাসবহুল উপকরণে প্রতিফলিত হয়েছে শৈল্পিকতা এবং আশাবলী বুননের ঐতিহ্য। এই শাড়িটি মূলত মণীশ মালহোত্রার মর্যাদাপূর্ণ আর্কাইভাল উইভ কালেকশনের অন্তর্গত। যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। দুর্ধর্ষ এই শাড়িটির সঙ্গে আলিয়া বেছে নিয়েছেন চোখধাঁধানো কিছু গয়নাও। যা তৈরি করেছেন সুনীতা শেখাওয়াত।

আরও পড়ুন: কলকাতার রাস্তায় মাটির নীচে মহিলার পচাগলা দেহ! বিধান সরণীতে রহস্য

ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে তাঁরা লিখেছেন, “আলিয়া আমাদের সিগনেচার পদ্মপ্রিয়া নেকলেস, ইয়াররিংস, টিকা এবং চুড়ি বেছে নিয়েছেন। শমলেভি এনামেলিং টেকনিক এবং পেন্টেড গুলাবি মিনাকারি কৌশল ব্যবহার করা হয় এক্ষেত্রে। আর এই কালেকশনের মূল আকর্ষণ হল পদ্ম ফুলের উদযাপন। নেকলেস সেটটি ২২ ক্যারাট সোনা, উজ্জ্বল আনকাট ডায়মন্ড, দুর্দান্ত মানের পান্না এবং দক্ষিণ সাগরের মুক্তো ব্যবহার করে সম্পূর্ণ হাত দিয়ে তৈরি করা হয়েছে।”

অন্যদিকে বরাবরই ছিমছাম মেকআপ করতেই পছন্দ করেন আলিয়া। আর এভাবেই বারবার নিজের সাজ দিয়ে প্রচারের আলো শুষে নেন তিনি। নিখুঁত ভ্রুপল্লব এবং ন্যুড লিপ শেডে অভিনেত্রীহয়ে উঠেছিলেন যেন স্বপ্নের রাজকন্যা।