বিয়ে উপলক্ষ্যে শিব শক্তির আরাধনা

Anant Ambani Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষ্যে শিব শক্তির আরাধনা, পুজো শেষে আম্বানি পরিবারের মুখে ‘হর হর মহাদেব’ ধ্বনি

মুম্বই: ভারতীয় পরম্পরা, ঐতিহ্য ও ভক্তিরস মিলেমিশে এক হয়ে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠানে। বিয়ে উপলক্ষ্যে বাসভবন অ্যান্টিলিয়াতে শিব শক্তি পুজোর আয়োজন করেছিল আম্বানি পরিবার। উপস্থিত ছিলেন এমএস ধোনি, রণবীর কাপুর, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।

অ্যান্টিলিয়ায় রয়েছে সুন্দরভাবে সজ্জিত মন্দির। আম্বানি পরিবারের আধ্যাত্মিক ও ভক্তির পীঠস্থান। সেখানেই শিব শক্তি পুজোর আয়োজন করা হয়। হবু বরের পিতামাতা মুকেশ আম্বানি ও নীতা আম্বানি পবিত্র শিবলিঙ্গে দুধ অর্পণ করেন। অনন্ত-রাধিকার সমৃদ্ধি ও সম্প্রীতি কামনায় দুগ্ধাভিষেক করেন তাঁরা।

আরও পড়ুন: মুম্বইতে মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ মমতার, ফুল-উত্তরীয়-উষ্ণ অভ্যর্থনায় স্বাগত

অভিষেকের পর গোটা আম্বানি পরিবার অংশ নেয় মহা আরতিতে। চলে শিব শক্তির আরাধনা। আরতি শেষে আম্বানি পরিবার ও অতিথিরা একযোগে বলে ওঠেন “হর হর মহাদেব”। অ্যান্টিলিয়ার আকাশে বাতাসে ধ্বনিত হয় দেবাদিদেবের মহামন্ত্র। এদিনের অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন গীতিকার ও গায়ক অমিত ত্রিবেদী। ‘কেদারনাথ’ সিনেমার জনপ্রিয় গান ‘নমো নমো’ গেয়েছেন তিনি।

১২ জুলাই, শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে অনন্ত ও রাধিকার বিয়ের আসর। তার আগে জমকালো এই অনুষ্ঠান যেন সুর বেঁধে দিল মূল বিবাহ বাসরের। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের পাশাপাশি কিম কার্দাশিয়ান এবং খলো কারদাশিয়ানের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিদের উপস্থিতির কারণে শুধু ভারতেই নয়, বিদেশেও বছরের সবচেয়ে আলোচিত বিবাহ করে তুলেছে। বিয়েতে আমন্ত্রিত WWE সুপারস্টার ও অভিনেতা জনসিনাও। খুব শীঘ্রই তিনি মুম্বই আসতে চলেছেন। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনুষ্ঠানের আন্তর্জাতিক আবেদন বাড়াবে।

১২ জুলাই শিভ বিবাহ বা বিবাহের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের মূল বিবাহের অনুষ্ঠান। এদিন অতিথিদের জন্য চিরাচরিত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরার অনুরোধ করা হয়েছে। ১৩ জুলাই শুভ আশীর্বাদের দিনও ড্রেস কোড হিসেবে রাখা হয়েছে ভারতীয় পোশাক। ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন। ওই দিন জমকালো ভারতীয় পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে।