Anant Ambani wedding: রোকা থেকে প্রাক-বিবাহ উৎসবে রিহানা, জাস্টিন! অনন্ত-রাধিকার নয়া অধ্যায়ের উদযাপন

মুম্বই: পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে শুক্রবার অর্থাৎ ১২ জুলাই মুম্বইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আর এই বিয়ের জাঁকজমকের চিত্র ছড়িয়ে পড়েছে সারা বিশ্বেই। আর তিন দিনব্যাপী এই বিবাহ উৎসবের প্রথম দিনে থাকছে শুভ বিবাহ (বিয়ে)। এরপর দিন অর্থাৎ আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ (আশীর্বাদের অনুষ্ঠান) এবং আগামী ১৪ জুলাই হবে মঙ্গল উৎসব (বিয়ের রিসেপশন)।

ছোটবেলা থেকেই অনন্ত-রাধিকার বন্ধুত্ব। এরপর রীতিমতো বলিউডের রোম্যান্টিক ছবির কায়দাতেই প্রেম তাঁদের। দেখে নেওয়া যাক, রোকা থেকে বাগদান এবং তাঁদের প্রি-ওয়েডিং ফেস্টিভিটির ঝলক।

রোকা অনুষ্ঠান:

গত ৩০ ডিসেম্বর, ২০২২ তারিখে রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রোকা অনুষ্ঠান। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আম্বানি পরিবারের হবু পুত্রবধূ হিসেবে স্বীকৃতি পেয়েছেন রাধিকা। এই রোকার পরেই একটি জমকালো পার্টির আয়োজন হয়েছিল অ্যান্টিলিয়াতে। যেখানে যোগ দিয়েছেন বি-টাউনের একাধিক তারকা।

বাগদান:

২০২৩ সালের ১৯ জানুয়ারি অ্যান্টিলিয়াতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে আঙটি বদল করেন অনন্ত এবং রাধিকা। ওই অনুষ্ঠানে অনন্ত আম্বানি পরেছিলেন উজ্জ্বল নীল রঙা কুর্তা-পাজামা এবং গাঢ় রঙের জ্যাকেট। আর রাধিকা বেছে নিয়েছিলেন একটি জমকালো সোনালি লেহেঙ্গা।

জামনগরে প্রি-ওয়েডিং:

অনন্ত এবং রাধিকার জন্য তিন দিনব্যাপী একটি জমকালো প্রি-ওয়েডিং ফেস্টিভিটির আয়োজন করেছিল আম্বানি পরিবার। সেখানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্র থেকে উজ্জ্বল নক্ষত্র ভিভিআইপি-রা যোগ দিয়েছিলেন। বিশেষ পারফরম্যান্স ছিল রিহানা এবং সির্ক দি সোলেইয়ের। অতিথিদের জন্য আয়োজন করা হয়েছিল বনতারা পরিদর্শন এবং ম্যাজিক্যাল ড্রোন শোয়ের।

রাধিকা মার্চেন্টের ব্রাইডাল শাওয়ার:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, নিজের গার্ল গ্যাঙের সঙ্গে ব্রাইডাল শাওয়ারের আনন্দে মেতেছেন রাধিকা মার্চেন্ট। একটি ছবিতে অন্যান্য ব্রাইডসমেইডদের সঙ্গে দেখা গিয়েছে জাহ্নবী কাপুরকেও। ফ্লোরাল থিমের সাজসজ্জার সঙ্গে জাহ্নবী বেছেছিলেন একটি গোলাপি রঙা পোশাক। অন্যান্যরা পরেছিলেন সিল্কের শার্ট এবং পাজামা। আর হবু কনে রাধিকার পরনে ছিল আইভরি রঙা লাউঞ্জওয়্যার সেট।

গণবিবাহ:

সমাজের জন্য কিছু করার লক্ষ্যে শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি নভি মুম্বইয়ে একটি গণবিবাহের আয়োজন করেছিলেন। সমাজের প্রায় সমস্ত সুবিধা থেকে বঞ্চিত পরিবারগুলি থেকে আসা ৫০ জোড়া ছেলে-মেয়ের বিয়ে হয়েছে ওই অনুষ্ঠানে। নবদম্পতিদের জন্য উপহারের তালিকায় ছিল সোনার গয়না। এর মধ্যে অন্যতম হল নাকছাবি, বিয়ের আঙটি, মঙ্গলসূত্র। সেই সঙ্গে ছিল রুপোর পায়ের আঙটি এবং নূপুরও। এই গণবিবাহের সাক্ষী থাকতে উপস্থিত হয়েছিলেন প্রায় ৮০০ মানুষ। নতুন কনেদের প্রত্যেককে স্ত্রীধন হিসেবে দেওয়া হয়েছে ১.০১ লক্ষ টাকাও। এখানেই শেষ নয়, নবদম্পতিদের নতুন সংসারের জন্য মুদিখানার সামগ্রী এবং ঘরকন্নার সামগ্রীও উপহার হিসেবে দেওয়া হয়েছে। উপহারের তালিকায় ছিল অ্যাপলায়েন্সও। এই বিবাহের পরে অতিথিদের জন্য এলাহি খানাপিনার আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে ছিল পশ্চিম ভারতের আদিবাসী ওয়ারলি উপজাতির ঐতিহ্যবাহী তরপা নাচের আয়োজনও।

আরও পড়ুন: আম্বানি বাড়িতে চাঁদের হাট! অনন্তর সিঁদুর কখন রাঙাবে রাধিকার সিঁথি? মালাবদল-সাত পাক-সিঁদুর দানের নির্ঘণ্ট

আরও পড়ুন: গ্রহ শান্তি পুজোয় অনন্তকে উষ্ণ আলিঙ্গন রাধিকার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মামেরু অনুষ্ঠান:

গত ৩ জুলাই মামেরু অনুষ্ঠানের জন্য সেজে উঠেছিল অ্যান্টিলিয়া। এটা আসলে একটা গুজরাতি বিয়ের রীতি। এই অনুষ্ঠানে বরের মায়ের পরিবার, এক্ষেত্রে নীতা আম্বানির মা শ্রীমতী পূর্ণিমা দালাল এবং তাঁর বোন মমতা দালাল উপস্থিত হয়েছিলেন অ্যান্টিলিয়াতে। সেখানে তাঁরা উপহার দিয়ে হবু বর-কনেকে আশীর্বাদ করেন। আসলে বরের মামাবাড়ির পরিবারের তরফে হবু বর-কনেকে উপহার দিয়ে আশীর্বাদ করার এই অনুষ্ঠানকে মামেরু বলা হয়।

সঙ্গীত অনুষ্ঠান:

অনন্ত আর রাধিকার সঙ্গীতে ছিল তারকাদের মেলা। বলিউডের প্রথম সারির তারকারা যোগ দিয়েছিলেন। সেই সঙ্গে ছিল ওই সঙ্গীতের মূল আকর্ষণ ছিল পপস্টার জাস্টিন বিবারের পারফরম্যান্স। নিজের জনপ্রিয় ‘বেবি’, ‘লাভ ইওরসেল্ফ’, ‘বয়ফ্রেন্ড’ ইত্যাদি গানে রীতিমতো মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। এর পাশাপাশি সলমন খান, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি, সারা আলি খান, অনন্যা পাণ্ডে, আলিয়া ভাট, রণবীর কাপুরও মঞ্চ মাতিয়েছেন।

গ্রহ শান্তি পূজা:

অনন্ত আম্বানির সঙ্গে বিয়ের আগে কন্যাকে আশীর্বাদ করার জন্য রাধিকা মার্চেন্টের মা-বাবা শৈলা মার্চেন্ট এবং বীরেন মার্চেন্ট গ্রহ শান্তি পূজার আয়োজন করেছিলেন।

হলদি অনুষ্ঠান:

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। সকলেই হলুদে রীতিমতো স্নান করে নিয়েছিলেন। আর এই রীতি তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন তাঁরা। বলিউড অভিনেতা রণবীর সিং, জাহ্নবী কাপুর, সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

শিব শক্তি পূজা:

গীতিকার এবং গায়ক অমিত ত্রিবেদী ‘কেদারনাথ’ ছবিতে তাঁর জনপ্রিয় গান ‘নমো নমো’ গানটি গেয়েছেন এই অনুষ্ঠানে। অনন্ত-রাধিকার বিয়ের প্রাক্কালে আম্বানি পরিবারের শিব শক্তি পূজায় তাঁর লাইভ পারফরম্যান্স দেখা গিয়েছে। বুধবার সন্ধ্যায় অ্যান্টিলিয়াতে মেহেন্দি এবং শিব শক্তি পূজার আয়োজন করেছিল আম্বানি পরিবার।