Anant Ambani wedding: বর্ণিল বেনারসিতে সেজে উঠেছেন নীতা! শাড়িটি তৈরি করতে কত সময় লেগেছে, জেনে নিন

মুম্বই: নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। ছেলের বিয়ে উপলক্ষে নিজেকে সাজিয়ে তুলেছেন নীতা আম্বানি। ফ্যাশনের নিরিখে অনায়াসেই টেক্কা দিচ্ছেন সকলকে। সম্প্রতি মনীশ মালহোত্রার তৈরি একটি মাল্টি-কালার বেনারসিতে নজর কাড়লেন তিনি।

নীতার শাড়িতে কমলা, নীল, সবুজ আর গোলাপি শেডে সূক্ষ্ণ ফ্লোরাল মোটিফ এবং জরির কাজ। দেশের গুণী তাঁতিরা ছ’মাসের ধরে এই শাড়িটি তৈরি করেছেন। হালকা সবুজ ব্লাউজে সুতোর কাজ। তারই সঙ্গে পিঠে একাধিক শেডের টাই-আপ যেন আলাদা ভাবে নজর কাড়ছে।

স্বদেশ এবং মনীশ মালহোত্রা ওয়ার্ল্ডের সহযোগিতায় মনীশ মালহোত্রা এই বিশেষ শাড়িটি ডিজাইন করেছেন। নীতার পোশাকটি বারাণসীকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এটি ভারতের কারিগরদের এবং তাঁদের অবিশ্বাস্য কারুশিল্পকেও শ্রদ্ধা জানায়।

আরও পড়ুন: ইশা যেন রূপকথার রাজকন্যা! নজরকাড়া লেহঙ্গা আর গয়নায় তাঁর থেকে চোখে ফেরানো দায়

আরও পড়ুন: রোকা থেকে প্রাক-বিবাহ উৎসবে রিহানা, জাস্টিন! অনন্ত-রাধিকার নয়া অধ্যায়ের উদযাপন

শাড়িটির সঙ্গে নীতা মানানসই পান্নার বড় ঝুমকো, একটি স্টেটমেন্ট রিং এবং গোলাপী এবং সোনালি চুড়ি পরেছেন। মেকআপে স্মোকি আই শ্যাডো, কাজল, ঘন আইলাইনার, চোখের পাতায় মাস্কারা এবং ডিফাইনড ভ্রু। নীতার গালে ব্লাশ, চকচকে লিপস্টিক এবং একটি ছোট লাল টিপ তাঁর সাজকে সম্পূর্ণ করেছে। কেশবিন্যাসের দায়িত্বে ছিলেন হেয়ার স্টাইলিস্ট অমিত ঠাকুর। নীতার ক্লাসিক বিনুনিতে জায়গা পেয়েছিল সাদা কার্নেশন ফুল।

 

 

View this post on Instagram

 

A post shared by YPB (@yourpoookieboo)

শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হবে অনন্ত-রাধিকার মূল বিবাহ অনুষ্ঠান। তবে মার্চের প্রাক বিবাহ অনুষ্ঠান থেকেই চলছে সুর বাঁধার কাজ। গত সপ্তাহে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে হবু দম্পতির জন্য সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছিল আম্বানি পরিবার।