Anasuya Sengupta: সুদূর কান-এ নাম উজ্জ্বল কলকাতার! সেরা অভিনেত্রীর শিরোপা পেয়ে ইতিহাস গড়লেন অনসূয়া

কলকাতা: কলকাতার নাম উজ্জ্বল সুদূর কানে! সাংস্কৃতিক ক্ষেত্রে শহরের গর্ব আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন বঙ্গতনায় অনসূয়া সেনগুপ্ত। বিশ্ব বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে জিতে নিলেন সেরা অভিনেত্রী-র পুরস্কার। বুলগেরিয়ান পরিচালক কনস্টানটিন বোজানভ পরিচালিত ছবি ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেলেন বাঙালি অভিনেত্রী।

অনসূয়াই প্রথম ভারতীয় যিনি কান উৎসবে Un Certain Regard বিভাগে পুরস্কার পেলেন। ‘দ্য শেমলেস’- আবর্তিত রেণুকাকে ঘিরে। এক পুলিশ অফিসারকে দিল্লির যৌনপল্লী থেকে পালায় সে। তার জীবনের ওঠাপড়া নিয়েই বোনা হয় ছবির গল্প। সেই রেণুকার ভূমিকাতেই অভিনয় করেছেন বাংলার অনসূয়া। জানা যায়, খাস কলকাতাতেই বেড়ে ওঠেন অনসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা।

 

 

View this post on Instagram

 

A post shared by Anasuya Sengupta (@cup_o_t)

আরও পড়ুন: বেঙ্গালুরুর রেভ পার্টি ঘিরে বিতর্ক! মাদকের উপস্থিতি ২ জনপ্রিয় অভিনেত্রীর শরীরে

আরও পড়ুন: Indian Idol-এ ব্যর্থ! বলিউডের বাঙালি গায়িকা কিন্তু নায়িকাও, ছবির ছোট্ট মেয়েটি কে

অনসূয়াকে অতীতে বাংলা ছবিতেও দেখা গিয়েছে। অঞ্জন দত্ত পরিচালিত ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এখানেই শেষ নয়, কলকাতার অনসূয়া ২০২১ সালে নেটফ্লিক্সের সত্যজিৎ রায়ের সংকলন ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র মতো শোয়ে প্রোডাকশন ডিজাইনার হিসাবেও কাজ করেছেন।