Tag Archives: Cannes Film Festival

Mamata Banerjee on Anasuya Sengupta: কান-এ সেরা অভিনেত্রীর মুকুটে ইতিহাস গড়লেন অনসূয়া, কলকাতার মেয়েকে নিয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: অনসূয়া সেনগুপ্ত। ইতিহাস গড়লেন প্রথম ভারতীয় নারী হিসেবে। তায় আবার খাস কলকাতার মেয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সাংস্কৃতিক ক্ষেত্রে শহরের গর্ব আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন বঙ্গতনয়া। কলকাতার কন্যেকে এবার শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্ব বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে জিতে নিলেন সেরা অভিনেত্রী-র পুরস্কার। বুলগেরিয়ান পরিচালক কনস্টানটিন বোজানভ পরিচালিত ছবি ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেলেন বাঙালি অভিনেত্রী। অনসূয়াই প্রথম ভারতীয় যিনি কান উৎসবে Un Certain Regard বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন।

আরও পড়ুন: সুদূর কান-এ নাম উজ্জ্বল কলকাতার! সেরা অভিনেত্রীর শিরোপা পেয়ে ইতিহাস গড়লেন অনসূয়া

এই দুর্দান্ত জয়ের পর টলিউড থেকে বলিউড, সর্বত্র তিনিই টক অফ দ্য টাউন। আলিয়া ভাট, রণবীর সিং, অর্জুন কাপুর-সহ অনেকেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ম্যাডলি বাঙালি-র অভিনেত্রীকে।

এবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া এক্স-এ অনসূয়াকে অভিনন্দন জানালেন। তিনি লিখলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভের জন্য অনসূয়া সেনগুপ্তকে অভিনন্দন। বাংলার মেয়ে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। প্রথম ভারতীয় হিসেবে এই শিরোপা অর্জন করে, এই দুর্দান্ত কৃতিত্বের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন তিনি। কানে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স জেতার জন্য পায়েল কাপাডিয়াকেও অভিনন্দন! ভারতীয় মহিলাদের জন্য এ এক দুর্দান্ত মুহূর্ত! উৎসবে পুরস্কার জেতার জন্য সন্তোষ সিভান এবং চিদানন্দ এস নায়েককেও আমার অভিনন্দন।’

All We Imagine As Light in Cannes: কানে ইতিহাস তৈরি ভারতের পায়েলের! সেরার শিরোপা পেল তাঁর ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’

কলকাতা: কানে ইতিহাস তৈরি করেছেন পায়েল কাপাডিয়া। তাঁর ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে ‘Le Grand Prix’ পুরস্কার জিতেছে। গত ৩০ বছরের মধ্যে প্রথমবার মূল প্রতিযোগিতায় পায়েলের ছবিটি জায়গা করে নিয়েছিল। সেরার শিরোপাও এ বার সেই ছবিরই ঝুলিতে।

পায়েলের ছবিতে অভিনয় করেন ছায়া কদম, দিব্যা প্রভা, কানি কুসরুতি। কানে উপস্থিত ছিলেন তাঁরাও। অল উই ইমাজিন অ্যাজ লাইট সঙ্গেই প্রতিযোগিতায় ছিল আরও ২১টি ছবি। মহম্মদ রসৌলফের দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ, ইয়োর্গোস ল্যান্থিমোসের কাইন্ডস অফ কাইন্ডনেস, শন বেকারের অ্যানোরা, ফ্রান্সিস ফোর্ড কপোলার মেগাপোলিস, জ্যাক অডিয়ার্ডের এমিলিয়া পেরেজ, ক্রিস্টোপ হনরের মার্সোলো মিয়া, মিগ্যুয়েল গোমসের গ্র্যান্ড ট্যুর, ডেভিড ক্রোনেনবার্গের দ্য শ্রাউডস এবং মিশেল হ্যাজানাভিসিয়াসের দ্য মোস্ট প্রিয়াস অফ কার্গোস-এর মতো ছবি।

আরও পড়ুন: সুদূর কান-এ নাম উজ্জ্বল কলকাতার! সেরা অভিনেত্রীর শিরোপা পেয়ে ইতিহাস গড়লেন অনসূয়া

আরও পড়ুন: শুরু হবে ‘জি লে জারা’র কাজ? প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়াকে নিয়ে বড় ইঙ্গিত ফারহানের

শুধু পায়েলই নন, কলকাতার অনসূয়া সেনগুপ্তও কানে দেশের মুখ উজ্জ্বল করেছেন। প্রথম ভারতীয় যিনি কান উৎসবে Un Certain Regard বিভাগে পুরস্কার পেয়েছেন। ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেয়েছেন বাঙালি অভিনেত্রী।

Anasuya Sengupta: সুদূর কান-এ নাম উজ্জ্বল কলকাতার! সেরা অভিনেত্রীর শিরোপা পেয়ে ইতিহাস গড়লেন অনসূয়া

কলকাতা: কলকাতার নাম উজ্জ্বল সুদূর কানে! সাংস্কৃতিক ক্ষেত্রে শহরের গর্ব আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন বঙ্গতনায় অনসূয়া সেনগুপ্ত। বিশ্ব বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে জিতে নিলেন সেরা অভিনেত্রী-র পুরস্কার। বুলগেরিয়ান পরিচালক কনস্টানটিন বোজানভ পরিচালিত ছবি ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেলেন বাঙালি অভিনেত্রী।

অনসূয়াই প্রথম ভারতীয় যিনি কান উৎসবে Un Certain Regard বিভাগে পুরস্কার পেলেন। ‘দ্য শেমলেস’- আবর্তিত রেণুকাকে ঘিরে। এক পুলিশ অফিসারকে দিল্লির যৌনপল্লী থেকে পালায় সে। তার জীবনের ওঠাপড়া নিয়েই বোনা হয় ছবির গল্প। সেই রেণুকার ভূমিকাতেই অভিনয় করেছেন বাংলার অনসূয়া। জানা যায়, খাস কলকাতাতেই বেড়ে ওঠেন অনসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা।

 

 

View this post on Instagram

 

A post shared by Anasuya Sengupta (@cup_o_t)

আরও পড়ুন: বেঙ্গালুরুর রেভ পার্টি ঘিরে বিতর্ক! মাদকের উপস্থিতি ২ জনপ্রিয় অভিনেত্রীর শরীরে

আরও পড়ুন: Indian Idol-এ ব্যর্থ! বলিউডের বাঙালি গায়িকা কিন্তু নায়িকাও, ছবির ছোট্ট মেয়েটি কে

অনসূয়াকে অতীতে বাংলা ছবিতেও দেখা গিয়েছে। অঞ্জন দত্ত পরিচালিত ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এখানেই শেষ নয়, কলকাতার অনসূয়া ২০২১ সালে নেটফ্লিক্সের সত্যজিৎ রায়ের সংকলন ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র মতো শোয়ে প্রোডাকশন ডিজাইনার হিসাবেও কাজ করেছেন।

Parvathy Baul: পার্বতী বাউলের জীবনী অবলম্বনে হিন্দি ছবি জয়গুরু, স্থান পেল কান ফিল্ম ফেস্টিভ্যালে

কলকাতা: বাউল সঙ্গীত ও দর্শনকে আন্তর্জাতিক শিল্পের দরবারে নিয়ে গিয়েছেন তিনি। তাঁর দরাজ গলায়, তাঁর সুরের মূর্ছনায় আবেগে ভেসে যায় প্রাণ। আর আজ তাঁরই জীবন নিয়ে তৈরি ছবি বিদেশের মাটিতে সম্মানিত। তিনি পার্বতী বাউল। হিন্দি ভাষায় তৈরি হল জীবনীচিত্র। ছবির নাম, ‘জয়গুরু’।

ছবির পরিচালনায় অভিনেতা ও পরিচালক সৌম্যজিৎ মজুমদার। সম্প্রতি, নিউ ইয়র্কের টাইম্স স্কোয়্যারে তাঁর সঙ্গীত পরিবেশনের পর পার্বতী নিজের মুখে এই ছবির কথা ঘোষণা করেছেন। সৌম্যজিৎ এর আগে ‘হোমকামিং’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন। জয়গুরু ২০২৪ সালের ঐতিহ্যময় কান ফিল্ম মার্কেটে স্থান পেয়েছে।

সৌম্যজিতের কথায়, “কান ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে আমার সংযোগ ২০১৭ সালে ফরাসি চলচ্চিত্র ‘ক্র্যাশ টেস্ট অ্যাগলে’-র প্রিমিয়ারের মাধ্যমে হয়েছিল। আমি সেই বিদেশি ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলাম। এখন এটি একটি পূর্ণ বৃত্তের মতো মনে হচ্ছে ৷ ২০২৪ সালে আমার চলচ্চিত্র ‘জয়গুরু’ কান ফিল্ম মার্কেটে জায়গা পেল। ‘জয়গুরু’ শুধু একটা ছবি নয়, প্রায় দু’বছর ধরে আমি পার্বতী বাউলকে নিয়ে গবেষণা করছি। তাঁর জীবন এই সত্যের সাক্ষ্য দেয় যে বাউলের আধ্যাত্মিক শক্তি জীবনকে রূপান্তরিত করতে পারে। এটি কোনও বায়োপিক নয়।”

আরও পড়ুন: নিজের স্বামীর বিয়ে দিতে চেয়েছিলেন অন্য নারীর সঙ্গে… বুকফাটা যন্ত্রণা সুপারহিট নায়িকার, চেনা যাচ্ছে কি!

পরিচালকের কথা থেকে স্পষ্ট এই ছবিতে বাউল লোকশিল্পই মূল উপজীব্য। সৌম্যজিৎ বলেন, “গল্পে এক জন বাউল শিল্পীর (রাধিকা) সঙ্গে মুম্বইয়ের এক জন সঙ্গীত পরিচালকের (ঋত্বিক) কাজের সূত্র ধরে এগিয়ে যাবে গল্প। রেকর্ডিং স্টুডিয়োতেই বাউল শিল্পীর মুখে তাঁর অতীত জীবনের কাহিনি উঠে আসবে। এক সময় হঠাৎই শিল্পী নিরুদ্দেশ হন। কেন? তার উত্তর রয়েছে ছবিতে।’’

পার্বতী মানে শুধু তো বাংলা নয়, গোটা পৃথিবী। আজ তিনি বোলপুরের কামারডাঙা গ্রামে এক মস্ত আশ্রম খুলে বসেছেন বটে, কিন্তু তার পাশাপাশি তাঁর দিনলিপি শুনলে চোখ কপালে ওঠে। এই লাটভিয়া, এই লক্ষদ্বীপ, পর দিন আবার লাস ভেগাস। পার্বতী শুধু তো বাউল-সাধক নন, তিনি আদ্যন্ত প্রকৃতিপ্রেমী, পশুপ্রেমী, মানবপ্রেমী। এই ব্যাপক বিস্তৃত জীবনকে পর্দায় ধরা বড় কঠিন কাজ। কিন্তু প্রাণপণে তাকেই কব্জা করতে চাইছেন পরিচালক।

এই ছবিতে সিনেমাটোগ্রাফার হিসাবে যোগ দিচ্ছেন রবি বর্মা। উল্লেখ্য, বলিউডে ‘বরফি’, ‘রামলীলা’, ‘তামাশা’র মতো ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছেন রবি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ঐশ্বর্যা রাই বচ্চন অভিনীত ‘পোন্নিয়িন সেলভান’ও রয়েছে তাঁর ঝুলিতে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় ভারত (লোক আর্টস কালেক্টিভ), ইংল্যান্ড (মোরিঙ্গা স্টোডিয়োজ়), আমেরিকা (অ্যাডিটেড মোশন পিকচার্স) ও ফ্রান্সের (চয়ন সরকার) যৌথ প্রযোজনায় ‘জয়গুরু’ই প্রথম ছবি হতে চলেছে। আগামী বছরের শুরুতে ছবির কাজ শুরু হবে। কলকাতা, শান্তিনিকেতন ছাড়াও লোকেশনের মধ্যে থাকছে বৃন্দাবন, কেরল, ইংল্যান্ড, আমেরিকা ও ফ্রান্স।

Aishwarya Rai Bachchan at Cannes 2024: হাত ভেঙেছে ঐশ্বর্যর, তাই নিয়েই কান-এর রেড কার্পেটে রাইসুন্দরী! তারপর? নায়িকাকে দেখামাত্র তোলপাড়

কান রেড কার্পেটের রানি তিনি। বরাবরই চিরাচরিত রাজকীয় ভঙ্গিতে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বিশেষ ভাবে নজর কাড়েন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।
কান রেড কার্পেটের রানি তিনি। বরাবরই চিরাচরিত রাজকীয় ভঙ্গিতে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বিশেষ ভাবে নজর কাড়েন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।
এবারেও তার ব্যতিক্রম হয়নি। স্বমহিমায় হাতে প্লাস্টার নিয়েই এবারের কান রেড কার্পেটে অবতীর্ণ হলেন রাইসুন্দরী। তাঁর লুক দেখে মাথা ঘুরে গেল ভক্তদেরও। Photo Courtesy: Cannes 2024
এবারেও তার ব্যতিক্রম হয়নি। স্বমহিমায় হাতে প্লাস্টার নিয়েই এবারের কান রেড কার্পেটে অবতীর্ণ হলেন রাইসুন্দরী। তাঁর লুক দেখে মাথা ঘুরে গেল ভক্তদেরও। Photo Courtesy: Cannes 2024
এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট লুকের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন একটি ড্রামাটিক কালো-সোনালি স্ট্র্যাপলেস গাউন। আর এই গাউনের সঙ্গে ঐশ্বর্য গলিয়ে নিয়েছিলেন সাদা রঙা পাফ স্লিভ। তবে এক হাতে চোটের কারণে ছিল প্লাস্টারও। Photo Courtesy: Cannes 2024
এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট লুকের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন একটি ড্রামাটিক কালো-সোনালি স্ট্র্যাপলেস গাউন। আর এই গাউনের সঙ্গে ঐশ্বর্য গলিয়ে নিয়েছিলেন সাদা রঙা পাফ স্লিভ। তবে এক হাতে চোটের কারণে ছিল প্লাস্টারও। Photo Courtesy: Cannes 2024
আর এই সাজে রেড কার্পেটে পা রাখামাত্রই হাততালিতে ফেটে পড়েছে চারপাশ। এর পাশাপাশি কানের রেড কার্পেটে ঐশ্বর্যর হাঁটার ছবি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও-য় আবার দেখা গিয়েছে, কন্যা আরাধ্যা বচ্চন সাহায্য করছে ঐশ্বর্যকে। Photo Courtesy: Cannes 2024
আর এই সাজে রেড কার্পেটে পা রাখামাত্রই হাততালিতে ফেটে পড়েছে চারপাশ। এর পাশাপাশি কানের রেড কার্পেটে ঐশ্বর্যর হাঁটার ছবি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও-য় আবার দেখা গিয়েছে, কন্যা আরাধ্যা বচ্চন সাহায্য করছে ঐশ্বর্যকে। Photo Courtesy: Cannes 2024
বলাই বাহুল্য যে, প্রিয় অভিনেত্রীকে এই সাজে দেখে মাথা ঘুরে গিয়েছে তাঁর ভক্তদের। এক নেটিজেন লিখেছেন, “কানের রানি দেখাচ্ছেন কীভাবে এটা করতে হবে!!!” আর এক নেটাগরিকের বক্তব্য, “কেউ কীভাবে এমনকী ভাঙা হাত নিয়েও এতটা পেশাদার হতে পারেন? মানে কীভাবে? ঐশ্বর্য রাইয়ের কানের খেলা তো আলাদাই লেভেলে চলে গিয়েছে!!!” Photo Courtesy: Cannes 2024
বলাই বাহুল্য যে, প্রিয় অভিনেত্রীকে এই সাজে দেখে মাথা ঘুরে গিয়েছে তাঁর ভক্তদের। এক নেটিজেন লিখেছেন, “কানের রানি দেখাচ্ছেন কীভাবে এটা করতে হবে!!!” আর এক নেটাগরিকের বক্তব্য, “কেউ কীভাবে এমনকী ভাঙা হাত নিয়েও এতটা পেশাদার হতে পারেন? মানে কীভাবে? ঐশ্বর্য রাইয়ের কানের খেলা তো আলাদাই লেভেলে চলে গিয়েছে!!!” Photo Courtesy: Cannes 2024
গত বুধবার গভীর রাতে কন্যা আরাধ্যাকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঐশ্বর্য রাই। সেই সময়ই দেখা গিয়েছিল তাঁর ডান হাতে আর্ম স্লিং। বলিউড পাপারাৎজির ভিরল ভায়ানির শেয়ার করা ভিডিও-য় দেখা গিয়েছিল, ঐশ্বর্য এবং আরাধ্যার পাপারাৎজিদের সঙ্গে সৌজন্য বিনিময় করে হেসে ইন্টারন্যাশনাল টার্মিনালে ঢুকে গেলেন। Photo Courtesy: Cannes 2024
গত বুধবার গভীর রাতে কন্যা আরাধ্যাকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঐশ্বর্য রাই। সেই সময়ই দেখা গিয়েছিল তাঁর ডান হাতে আর্ম স্লিং। বলিউড পাপারাৎজির ভিরল ভায়ানির শেয়ার করা ভিডিও-য় দেখা গিয়েছিল, ঐশ্বর্য এবং আরাধ্যার পাপারাৎজিদের সঙ্গে সৌজন্য বিনিময় করে হেসে ইন্টারন্যাশনাল টার্মিনালে ঢুকে গেলেন। Photo Courtesy: Cannes 2024
২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখা গিয়েছিল ঐশ্বর্য। সেই বার তিনি ডিজাইনার নীতা লুল্লার শাড়িতে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। গত বছর আবার কান রেড কার্পেটে একটি রুপোলি কেপ গাউনে নজর কেড়েছিলেন রাইসুন্দরী। প্রসঙ্গত শেষ বার তাঁকে পরিচালক মণিরত্নমের ‘পন্নিয়িন সেলভান: ২’ ছবিতে দেখা গিয়েছিল। Photo Courtesy: Cannes 2024
২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখা গিয়েছিল ঐশ্বর্য। সেই বার তিনি ডিজাইনার নীতা লুল্লার শাড়িতে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। গত বছর আবার কান রেড কার্পেটে একটি রুপোলি কেপ গাউনে নজর কেড়েছিলেন রাইসুন্দরী। প্রসঙ্গত শেষ বার তাঁকে পরিচালক মণিরত্নমের ‘পন্নিয়িন সেলভান: ২’ ছবিতে দেখা গিয়েছিল। Photo Courtesy: Cannes 2024

Cannes Film Festival 2024: ৩০ বছর পর বিরাট সাফল্য! ‘কান’-এর প্রতিযোগিতা বিভাগে ভারতীয় পরিচালক পায়েলের ছবি

কলকাতা: চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব হল কান চলচ্চিত্র উৎসব৷ শীঘ্রই শুরু হবে কান ফিল্ম ফেস্টিভ্যাল৷ যা ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে৷ সারা বিশ্বের মানুষ এই কান চলচ্চিত্র উৎসবের মনোনয়ন ঘোষণার জন্য মুখিয়ে থাকেন৷ বহু প্রতীক্ষিত এই কান চলচ্চিত্র উৎসবরের মনোনয়নের তালিকাঘোষণা হয়েছে আজ৷ স্পেশ্যাল স্ক্রিনিং দিয়ে শুরু হয় কান চলচ্চিত্র উৎসবের মনোনয়ন পাওয়া সিনেমাগুলির নামের তালিকা৷

এবার কান চলচ্চিত্র উৎসবের মনোনয়নে বিরাট চমক৷ দীর্ঘ ৩০ বছর পর ভারতীয় সিনেমায় বিরাট সাফল্য৷ ভারতীয় চলচ্চিত্র পরিচালক পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’ ছবিটি প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে৷ দীর্ঘ ৩০ বছরের বেশি সময়ের পর প্রতিযোগিতা বিভাগে প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ইতিহাস তৈরি করল এই ছবি৷ গত ৩০ বছরের মধ্যে প্রথমবার এই বিভাগে ভারতীয় চলচ্চিত্র বিশ্ব মঞ্চে বিরাট সাফল্য অর্জন করেছে৷

কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে৷ কাপাডিয়ার এই ছবিটি ১৯টি উচ্চ প্রত্যাশিত শিরোনামের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে৷ যার মধ্যে আন্দ্রেয়া আর্নল্ড, ফ্রান্সিস ফোর্ড কপোলা, ডেভিড ক্রোনবার্গের মতো প্রশংসিত পরিচালকরাও রয়েছেন৷ গত মাসেই উদ্বোধনী সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল। জানা গিয়েছিল ‘সেকেন্ড অ্যাক্ট দিয়ে ৭৭তম এই কান উৎসবের পর্দা উঠবে । এছাড়াও প্রতিযোগিতা বিভাগের একটি সিনেমার নামও আগেই ঘোষণা করা হয়েছিল। ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘মেগালোপলিস’ ছবি। আউট অব কমপিটিশন বিভাগে দেখানো হবে জর্জ মিলারের ফিউরোসিয়া। এরপরই বাকি এই মনোনয়নের জন্য অপেক্ষায় ছিল সিনেমা দুনিয়া। যা আজ প্রকাশ্যে এল৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

কান চলচ্চিত্র উৎসবে বরাবরই সবচেয়ে বেশি আলোচনায় থাকে মূল প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো। উৎসবের সেরা সিনেমা, সেরা পরিচালক৯সহ বড় পুরস্কার দেওয়া হয় এই শাখার সিনেমাগুলিকে। এই বিভাগের দিকে সারা বিশ্বের পরিচালকদের নজর থাকে। এবার সেই তালিকায় রয়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া৷

যদিও কান চলচ্চিত্র উৎসবে কাপাডিয়া নতুন কোনও নাম নয়৷ এর আগেও তাঁর কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি৷ পায়েলের ডকুমেন্টারি ‘এ নাইট অফ নোয়িং নাথিং’ ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে অয়েল ডি’অর (গোল্ডেন আই) পুরস্কার জিতেছে, যা পরিচালকরে ফোর্টনাইট বিভাগের অধীনে প্রিমিয়ার হয়েছে৷ এছাড়াও ২০১৭ সালে ‘আফটারনুন ক্লাউডস’ ছবিটি শর্ট ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়েছিল৷ তাঁর গল্প বলার প্রদর্শন এবং প্রতিভা বারেবারেই সকলের নজর কাড়ে৷