ভারতের কুস্তিতে আরও একটি বিতর্ক। প্রি-কোয়ার্টার ফাইনালে হারের পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে কুস্তিগির অন্তিম পাঙ্ঘালের বিরুদ্ধে। তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। Photo: AP

Antim Panghal: ভারতের কুস্তিতে আরও একটি বিতর্ক ! শৃঙ্খলাভঙ্গের দায়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে অন্তিমকে

ভারতের কুস্তিতে আরও একটি বিতর্ক। প্রি-কোয়ার্টার ফাইনালে হারের পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে কুস্তিগির অন্তিম পাঙ্ঘালের বিরুদ্ধে। তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। Photo: AP
ভারতের কুস্তিতে আরও একটি বিতর্ক। প্রি-কোয়ার্টার ফাইনালে হারের পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে কুস্তিগির অন্তিম পাঙ্ঘালের বিরুদ্ধে। তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। Photo: AP
হারের পরে গেমস ভিলেজ ছেড়ে অন্তিম পাঙ্ঘাল চলে গিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর পরিচয়পত্র ব্যবহার করে গেমস ভিলেজে ঢুকতে গিয়ে আটক হয়েছেন অন্তিমের বোন। Photo: AFP
হারের পরে গেমস ভিলেজ ছেড়ে অন্তিম পাঙ্ঘাল চলে গিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর পরিচয়পত্র ব্যবহার করে গেমস ভিলেজে ঢুকতে গিয়ে আটক হয়েছেন অন্তিমের বোন। Photo: AFP
মহিলাদের ৫৩ কেজি বিভাগে নেমেছিলেন অন্তিম। প্রি-কোয়ার্টার ফাইনালে ০-১০ পয়েন্টে হেরে বাদ যান তিনি। তার পরে নাকি আর গেমস ভিলেজে ফেরেননি অন্তিম। তাঁর কোচ ও বোন নিশা একটি হোটেলে রয়েছেন। সেখানেই যান অন্তিম।
মহিলাদের ৫৩ কেজি বিভাগে নেমেছিলেন অন্তিম। প্রি-কোয়ার্টার ফাইনালে ০-১০ পয়েন্টে হেরে বাদ যান তিনি। তার পরে নাকি আর গেমস ভিলেজে ফেরেননি অন্তিম। তাঁর কোচ ও বোন নিশা একটি হোটেলে রয়েছেন। সেখানেই যান অন্তিম।
সন্ধ্যায় অনুশীলনেও যাননি তিনি। পরে গেমস ভিলেজ থেকে তাঁর জিনিসপত্র ফেরত নিয়ে যেতে বোনকে পাঠান তিনি। বোনের হাতে নিজের পরিচয়পত্র দেন।
সন্ধ্যায় অনুশীলনেও যাননি তিনি। পরে গেমস ভিলেজ থেকে তাঁর জিনিসপত্র ফেরত নিয়ে যেতে বোনকে পাঠান তিনি। বোনের হাতে নিজের পরিচয়পত্র দেন।
গেমস ভিলেজে ঢোকার সময় প্যারিস পুলিশ নিশাকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরে বিষয়টি জানা যায়। তাঁর পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে।‌
গেমস ভিলেজে ঢোকার সময় প্যারিস পুলিশ নিশাকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরে বিষয়টি জানা যায়। তাঁর পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে।‌