অনুব্রত মণ্ডল

Anubrata Mondal: দু’বছর পর অনুব্রতর জেলমুক্তি, ক’টা নাগাদ বেরোবেন জেল থেকে? কবে নিচুপট্টির বাড়িতে ফিরবেন কেষ্ট-সুকন্যা? বড় খবর

*অনুব্রত মণ্ডলের জেলমুক্তি কখন? অনুব্রতর আইনজীবীদের দাবি, অনুব্রতর জামিনের লিখিত নির্দেশ এখনও পর্যন্ত হাতে আসেনি। বিচারকের মৌখিক নির্দেশের প্রেক্ষিতে ১০ লক্ষ টাকার 'বেল বন্ড'-সহ অন্যান্য আইনি কাগজ জমা করেছেন অনুব্রত আইনজীবীরা।
*অনুব্রত মণ্ডলের জেলমুক্তি কখন? অনুব্রতর আইনজীবীদের দাবি, অনুব্রতর জামিনের লিখিত নির্দেশ এখনও পর্যন্ত হাতে আসেনি। বিচারকের মৌখিক নির্দেশের প্রেক্ষিতে ১০ লক্ষ টাকার ‘বেল বন্ড’-সহ অন্যান্য আইনি কাগজ জমা করেছেন অনুব্রত আইনজীবীরা।
*'বেলবন্ড' ভেরিফিকেশন করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ শনিবার হওয়ায় এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম। ফলে অনুব্রত মণ্ডলের জেলমুক্তির সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেক্ষেত্রে সোমবার তিহাড় থেকে বেরোতে পারেন অনুব্রত।
*’বেলবন্ড’ ভেরিফিকেশন করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ শনিবার হওয়ায় এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম। ফলে অনুব্রত মণ্ডলের জেলমুক্তির সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেক্ষেত্রে সোমবার তিহাড় থেকে বেরোতে পারেন অনুব্রত।
*ক’টা নাগাদ বেরোতে পারেন আজ জেল থেকে অনুব্রত মণ্ডল? নিয়ম অনুযায়ী,‌ তিহাড় জেলের কয়েদিদের 'রোল কল' হয় প্রতিদিন বিকেল  পাঁচ'টায়। তারপর জামিন পাওয়া কয়েদিদের মুক্ত করা হয়।
*ক’টা নাগাদ বেরোতে পারেন আজ জেল থেকে অনুব্রত মণ্ডল? নিয়ম অনুযায়ী,‌ তিহাড় জেলের কয়েদিদের ‘রোল কল’ হয় প্রতিদিন বিকেল  পাঁচ’টায়। তারপর জামিন পাওয়া কয়েদিদের মুক্ত করা হয়।
*অনুব্রতর আইনজীবীরা জানিয়েছেন, তিহাড় থেকে বেরিয়ে সোজা কলকাতায় ফিরতে চান অনুব্রত। তাঁর সঙ্গে সদ্য জামিনে মুক্ত পাওয়া কন্যা সুকন্যা মণ্ডলও ফিরবেন।
*অনুব্রতর আইনজীবীরা জানিয়েছেন, তিহাড় থেকে বেরিয়ে সোজা কলকাতায় ফিরতে চান অনুব্রত। তাঁর সঙ্গে সদ্য জামিনে মুক্ত পাওয়া কন্যা সুকন্যা মণ্ডলও ফিরবেন।
*দু’বছর পর সকন্যা বাড়ি ফিরবেন বীরভূমের কেষ্ট, বোলপুরে নিচুপট্টির বাড়ি সাজছে পছন্দের রঙে। সপ্তাহখানেক আগেই সুকন্যার জামিন মঞ্জুর হয়। কারামুক্তি হয়েছে অনুব্রতর। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালত তৃণমূল নেতার জামিন মঞ্জুর হয়।  
*দু’বছর পর সকন্যা বাড়ি ফিরবেন বীরভূমের কেষ্ট, বোলপুরে নিচুপট্টির বাড়ি সাজছে পছন্দের রঙে। সপ্তাহখানেক আগেই সুকন্যার জামিন মঞ্জুর হয়। কারামুক্তি হয়েছে অনুব্রতর। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালত তৃণমূল নেতার জামিন মঞ্জুর হয়।
*দু’বছর আগে অগাস্ট মাসেই গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। বোলপুরের নিচুপট্টির বাসিন্দার পর ঠিকানা হয় আসানসোল জেল। সেখান থেকে ইডি তৃণমূল নেতাকে হেফাজতে নেয়। তারপর তিহাড় জেলে বন্দি ছিলেন বীরভূমের বেতাজ বাদশা।
*দু’বছর আগে অগাস্ট মাসেই গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। বোলপুরের নিচুপট্টির বাসিন্দার পর ঠিকানা হয় আসানসোল জেল। সেখান থেকে ইডি তৃণমূল নেতাকে হেফাজতে নেয়। তারপর তিহাড় জেলে বন্দি ছিলেন বীরভূমের বেতাজ বাদশা।