Bollywood News: মধুচন্দ্রিমায় স্ত্রীর কথাই ভুলে গেলেন! সারারাত বীণা বাজিয়েই কাটিয়ে দেন এআর রহমান

হানিমুন নিয়ে কত স্বপ্ন, কত প্ল্যানিংই যে থাকে নবদম্পতিদের! বলে শেষ করা যাবে না। প্রথম কাছাকাছি আসা, সে এক রোমাঞ্চ। কিন্তু হানিমুনে গিয়ে নববধূকর কথা ভুলে কেউ রাতভর বীণা বাজাতে পারেন? হ্যাঁ, পারেন, যদি তিনি এআর রহমান হন।

বিখ্যাত গায়ক এবং সুরকার এ আর রহমানের জীবনের এমন অজানা ঘটনা দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা রহমান। তাঁর শ্যালিকাকে বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী। সেই সূত্রেই অভিনেতা রহমানের সঙ্গে গায়ক এআর রহমানের ঘনিষ্ঠতা। তিনিই জানিয়েছেন, গায়কের হানিমুনের এই মজার গল্প। বলেছেন, “হানিমুনে গিয়ে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর বদলে গভীর রাতে বীণা বাজিয়েছিলেন এআর রহমান।”

সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা রহমান বলেন, “আমাদের চরিত্রে কোনও মিল নেই। তিনি উত্তর মেরুর বাসিন্দা হলে আমি দক্ষিণ মেরুর। তবে হ্যাঁ, এআর রহমান আধ্যাত্মিক জগতের মানুষ। খুব চাপা স্বভাবের। একদম শান্ত। নিজের কাজের প্রতি নিবেদিতপ্রাণ। আমি খোলামেলা মানুষ। আমার মনে আছে, বিয়ের পর শ্যালিকাকে নিয়ে হিল স্টেশনে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এআর রহমান। রাতে আমি ফোন করেছিলাম। তখন সবে ১২টা বা ১টা বাজে। শ্যালিকা ফোন ধরে বলেন, ‘আমি ঘুমিয়ে পড়েছিলাম।‘ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, রহমান কোথায়? শ্যালিকা বললেন, ‘বলতে পারব না।‘ পরে জানতে পারি, রহমান অন্য একটা ঘরে বীণা বাজাচ্ছিল। কোনও মিউজিক কম্পোজ করছিল বোধহয়। এরকম মানুষ।”

অভিনেতা জানিয়েছেন, এআর রহমান একা থাকতে ভালবাসেন। নিজের সঙ্গ উপভোগ করেন তিনি। খুব বেশি কথাবার্তা বলেন না। গসিপ একেবারেই নয়। অভিনেতার কথায়, “আমি একেবারে উল্টো। গসিপ করি না বটে, তবে গসিপ শুনতে পছন্দ করি খুব। রহমান আধ্যাত্মিকতা, তাঁর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে কথা বলেন।” এরপর কিছুটা দার্শিনিকের সুরে অভিনেতা বলেন, “আমাদের সবার জীবনেই একটা অন্ধকার দিক রয়েছে। এই পৃথিবীতে আমরা কয়েকদিনের জন্য ঘুরতে এসেছি। আমরা জন্মগ্রহণ করেছি। যাত্রা শুরু হয়েছে। কিন্তু এই পৃথিবী আমাদের স্থায়ী জায়গা নয়। কোথায় যাচ্ছি, সেটা আমরা জানি না। গোটাটাই নির্ভর করে ব্যক্তির নিজস্ব কল্পনা এবং বিশ্বাসের উপর।”

২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নেয়র’ ছবিতে ‘জয় হো’ গানের জন্য সেরা অরিজিনাল গান এবং সেরা অরিজিনাল স্কোর বিভাগে অস্কার জেতেন এআর রহমান। এই ছবির সঙ্গীত পরিচালক হিসাবে দুটি গ্র্যামি-ও জিতেছেন তিনি।