সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ঘূর্ণিঝড় ‘দানা’র গতিবিধির উপর আগামিকাল, বৃহস্পতিবার রাতভর নজরদারি চলবে নবান্ন থেকে। দানার পরিস্থিতি নিয়ে আজ, বুধবার মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের দীর্ঘক্ষণ বৈঠক হয়। ৯ জেলার উপর প্রতিনিয়ত নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন মুখ্য সচিবকে। জেলাগুলির সঙ্গে দফায় দফায় রিভিউ করার কথা বলা হয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী- মুখ্য সচিব বৈঠকে এমনটাই আলোচনা হয় বলে সূত্রের খবর। আগামিকাল, বৃহস্পতিবার রাতভর মুখ্য সচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা নজরদারি চালাবেন দানার গতিবিধি এবং তার জন্য যাবতীয় পদক্ষেপের উপর। এমনটাই নবান্ন সূত্রে খবর ৷
Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates
আরও পড়ুন– ঘূর্ণিঝড় ‘দানা’ কতটা বিপজ্জনক? কখন ল্যান্ডফল করবে? নামকরণ কীভাবে? জেনে নিন বিস্তারিত
তবে মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও কেন বেসরকারি স্কুল খোলা ? অবিলম্বে বেসরকারি স্কুলগুলি যাতে বন্ধ রাখে আগামিকাল, বৃহস্পতিবার ও তারপর দিন অর্থাৎ শুক্রবার, তা নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সচিবকে নির্দেশ মুখ্যসচিবের। অবিলম্বে বেসরকারি স্কুলগুলিকে অনুরোধ জানানোর নির্দেশ মুখ্য সচিবের। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও আজ, বুধবার কয়েকটি বেসরকারি স্কুল খোলা ছিল বলে রাজ্যের নজরে এসেছে। সরকারি ও সরকারি অনুমোদিত স্কুল ইতিমধ্যেই ছুটি দেওয়ার ঘোষণা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও এই সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ মুখ্য সচিবের স্কুল শিক্ষা সচিবকে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ্য সচিব মনোজ পন্থ – স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমারের আলোচনা হয়েছে।
আরও পড়ুন- প্রভাসকে ভালবেসে আর বিয়েই করলেন না, কোন দুই নায়িকার কথা উঠল নায়কের জন্মদিনে বুঝতে পারছেন?
এদিকে ‘দানা’-কে মাথায় রেখে আগামিকাল, বৃহস্পতিবার ফ্লাইওভারে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ও শহরতলির ফ্লাইওভার গুলিতে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্য সচিবের রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে।