SIP-তে বিনিয়োগ করছেন? ১৫x১৫x১৫ রুল জানলেই কেল্লা ফতে, কোটিপতি হবেন সহজেই

‘টাকাই টাকাকে আকর্ষণ করে’। মিউচুয়াল ফান্ড বিনিয়োগে এই বাক্য প্রবাদের মতো। প্রত্যেকেই মোটা টাকা রোজগার করতে চান। মিউচুয়াল ফান্ডে সেই সুযোগ রয়েছে। অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় স্কিমের তুলনায় খুব সহজে কোটিপতি হতে পারেন বিনিয়োগকারী।
‘টাকাই টাকাকে আকর্ষণ করে’। মিউচুয়াল ফান্ড বিনিয়োগে এই বাক্য প্রবাদের মতো। প্রত্যেকেই মোটা টাকা রোজগার করতে চান। মিউচুয়াল ফান্ডে সেই সুযোগ রয়েছে। অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় স্কিমের তুলনায় খুব সহজে কোটিপতি হতে পারেন বিনিয়োগকারী।
মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত। ফলে ঝুঁকি রয়েছে। দীর্ঘমেয়াদে বিনিয়োগের মাধ্যমে সেই ঝুঁকি কমানোও যায়। বিনিয়োগ বিশেষজ্ঞরা কম ঝুঁকিতে ১ কোটি টাকার কর্পাস তৈরির এই পদ্ধতির নাম দিয়েছেন ১৫x১৫x১৫ রুল।
মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত। ফলে ঝুঁকি রয়েছে। দীর্ঘমেয়াদে বিনিয়োগের মাধ্যমে সেই ঝুঁকি কমানোও যায়। বিনিয়োগ বিশেষজ্ঞরা কম ঝুঁকিতে ১ কোটি টাকার কর্পাস তৈরির এই পদ্ধতির নাম দিয়েছেন ১৫x১৫x১৫ রুল।
১৫x১৫x১৫ রুলে তিনটি বিষয় রয়েছে। বিনিয়োগের পরিমাণ, মেয়াদ এবং প্রত্যাশিত রিটার্ন। সোজা কথায়, ১৫ হাজার টাকা টানা ১৫ বছর বিনিয়োগ করতে হবে। এবং রিটার্নের হার হতে হবে ১৫ শতাংশ। তাহলেই ১ কোটি টাকার কর্পাস তৈরি হবে।
১৫x১৫x১৫ রুলে তিনটি বিষয় রয়েছে। বিনিয়োগের পরিমাণ, মেয়াদ এবং প্রত্যাশিত রিটার্ন। সোজা কথায়, ১৫ হাজার টাকা টানা ১৫ বছর বিনিয়োগ করতে হবে। এবং রিটার্নের হার হতে হবে ১৫ শতাংশ। তাহলেই ১ কোটি টাকার কর্পাস তৈরি হবে।
মিউচুয়াল ফান্ডে কমপাউন্ডিংয়ের সুবিধা মেলে। সুদ চক্রবৃদ্ধি হারে জমা হয়। ফলে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করলে অল্প পরিমাণ টাকাও কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বড় কর্পাস তৈরি করে। নিজেদের ওয়েবসাইটে এর বিস্তারিত ব্যাখ্যা করেছে নিপ্পন মিউচুয়াল ফান্ড। দেখা যাচ্ছে, প্রথম ১৫ বছরে যে পরিমাণ বিনিয়োগে ১ কোটি টাকা হয়, চক্রবৃদ্ধি হারে পরের ১৫ বছরে সেটাই ১০ কোটি টাকা হয়ে যাচ্ছে।
মিউচুয়াল ফান্ডে কমপাউন্ডিংয়ের সুবিধা মেলে। সুদ চক্রবৃদ্ধি হারে জমা হয়। ফলে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করলে অল্প পরিমাণ টাকাও কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বড় কর্পাস তৈরি করে। নিজেদের ওয়েবসাইটে এর বিস্তারিত ব্যাখ্যা করেছে নিপ্পন মিউচুয়াল ফান্ড। দেখা যাচ্ছে, প্রথম ১৫ বছরে যে পরিমাণ বিনিয়োগে ১ কোটি টাকা হয়, চক্রবৃদ্ধি হারে পরের ১৫ বছরে সেটাই ১০ কোটি টাকা হয়ে যাচ্ছে।
১৫x১৫x১৫ রুলে কীভাবে ১ কোটি টাকা হবে: ধরা যাক কেউ প্রতি মাসে ১৫ হাজার টাকার এসআইপি করলেন। তাহলে তাঁর মোট বিনিয়োগ দাঁড়াল ২৭ লাখ টাকা। এখন ১৫ শতাংশ সুদের হার ধরলে আনুমানিক মুনাফা হচ্ছে ৭৪ লাখ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে মোট ১.০১ কোটি টাকার রিটার্ন হাতে পাবেন তিনি।
১৫x১৫x১৫ রুলে কীভাবে ১ কোটি টাকা হবে: ধরা যাক কেউ প্রতি মাসে ১৫ হাজার টাকার এসআইপি করলেন। তাহলে তাঁর মোট বিনিয়োগ দাঁড়াল ২৭ লাখ টাকা। এখন ১৫ শতাংশ সুদের হার ধরলে আনুমানিক মুনাফা হচ্ছে ৭৪ লাখ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে মোট ১.০১ কোটি টাকার রিটার্ন হাতে পাবেন তিনি।
OmniScience Capital-এর সিইও এবং চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ড. বিকাশ গুপ্ত বলছেন, “বর্তমানে প্রতি মাসে যে টাকা খরচ হয়, অবসর গ্রহণে তার ৫০০ থেকে ৬০০ গুণ টাকা দরকার। তবেই কোনও রকম ঝুঁকি ছাড়াই বৃদ্ধ বয়স কাটাতে পারবেন বিনিয়োগকারী। টাকাপয়সা নিয়ে চিন্তা করতে হবে না”।
OmniScience Capital-এর সিইও এবং চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ড. বিকাশ গুপ্ত বলছেন, “বর্তমানে প্রতি মাসে যে টাকা খরচ হয়, অবসর গ্রহণে তার ৫০০ থেকে ৬০০ গুণ টাকা দরকার। তবেই কোনও রকম ঝুঁকি ছাড়াই বৃদ্ধ বয়স কাটাতে পারবেন বিনিয়োগকারী। টাকাপয়সা নিয়ে চিন্তা করতে হবে না”।
এর কারণ হল মুদ্রাস্ফীতি। আজ ১০০ টাকায় যে জিনিস পাওয়া যাচ্ছে, ২০ বছর পর সেটা কিনতে গেলে ১৫০ টাকা খরচ করতে হবে। মিউচুয়াল ফান্ডই মুদ্রাস্ফীতিকে হারানোর মতো রিটার্ন দিতে পারে বলে মনে করেন ড. বিকাশ গুপ্ত।
এর কারণ হল মুদ্রাস্ফীতি। আজ ১০০ টাকায় যে জিনিস পাওয়া যাচ্ছে, ২০ বছর পর সেটা কিনতে গেলে ১৫০ টাকা খরচ করতে হবে। মিউচুয়াল ফান্ডই মুদ্রাস্ফীতিকে হারানোর মতো রিটার্ন দিতে পারে বলে মনে করেন ড. বিকাশ গুপ্ত।