মেসির হুঙ্কার! হেরেছি, রক্তাক্ত হয়েছি কিন্তু ঘুরে দাঁড়াব, স্বপ্ন দেখা ছাড়ছেন না আর্জেন্টাইন অধিনায়ক

#দোহা: এই লিওনেল মেসি আগের থেকে যেন অনেক আলাদা। আসলে বয়সের সঙ্গে মানুষ অনেক কিছু শেখেন। এই মেসি অনেক ধীর স্থির এবং লক্ষ্যের প্রতি অবিচল। সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও যিনি মানতে রাজি নন আর্জেন্টিনার সব আশা শেষ। বরং মেক্সিকো এবং পোল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর শপথ নিচ্ছেন লিও মেসি।

আর্জেন্টিনার অধিনায়ক জানিয়ে দিয়েছেন সৌদি ম্যাচ অতীত। এবার আর্জেন্টিনার দেখিয়ে দেওয়ার পালা তাদের আসল ক্ষমতা। সমর্থকদের ভরসা রাখতে বলেছেন। কথা দিয়েছেন এখান থেকেই চাকা ঘুরিয়ে দেবেন। লুসাইল স্টেডিয়াম চুপ হয়ে যায় আর্জেন্টিনা হারার পর। ট্রফির দাবিদার থাকা এই দলকে অনেকেই প্রথম ম্যাচের পর হিসাবের বাইরে ফেলে দিচ্ছেন।

আরও পড়ুন – লজ্জায় মুখ ঢাকলেন মেসি, শুয়ে পড়লেন ডি মারিয়া ! অবাক হারের পর দেখুন আর্জেন্টিনা শিবিরের ছবি

সেই নিয়ে মেসি বলেছেন, জানি অনেক মানুষ আমাদের উপর ভরসা করেন। শুধু আমি বা দল নয়, এটা সব সমর্থকদের কাছে বিরাট একটা ধাক্কা। কখনও ভাবতে পারিনি হেরে যাব। তবে একটা কথা বলতে পারি, আমরা সমর্থকদের মিথ্যা বলে এখানে আসিনি। আগেও অনেক ম্যাচ খেলেছি। আজও খুব একটা খারাপ খেলিনি। আশা করি এই হার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ঐক্যবদ্ধ হওয়ার এটাই সেরা সময়।

মেসি বলেছেন, দ্বিতীয়ার্ধে মনে হয়েছে আমরা একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম। প্রথম দিকে যেটা ঠিকঠাক ভাবে করছিলাম সেটা ধরে রাখতে পারিনি। ওদের খেলার জায়গা দিয়ে দিয়েছি। ওদের ফাঁদে পা দিয়ে ফেলেছি। মেসির মতো আর্জেন্টিনার কোচ স্কালোনি মনে করছেন ম্যাচের অধিকাংশ সময় দাপট ছিল আর্জেন্টিনার। কিন্তু সৌদির মরিয়া ডিফেন্স ভাঙতে সক্ষম হয়নি তারা।

অফসাইড নিয়ে কিছু বলতে চান না। খালি মনে করিয়ে দিয়েছেন যে দল ৩৬ ম্যাচ অপরাজিত থাকতে পারে তাদের এত সহজে মুছে ফেলা যাবে না। অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট আর্জেন্টাইন শিবিরে। প্রত্যেকের চোয়াল শক্ত। বেঁচে থাকার একটাই উপায় মেক্সিকো এবং পোল্যান্ডকে হারানো।

এটাই এখন আর্জেন্টিনার ধ্যান জ্ঞান। মেসি এবং কোচ বিশ্বাস করছেন আর্জেন্টিনার বিশ্বকাপ এবার শুরু হবে। সমর্থকদের তারা হতাশ করবেন না। আজকের হার শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। আর্জেন্টিনার রক্তাক্ত হয়েছে কিন্তু মরে যায়নি।