ভারতের মাটিতে বিশ্বকাপে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার, লড়াই করে হার দক্ষিণ আফ্রিকার

আর্জেন্টিনা – ১
দক্ষিণ আফ্রিকা – ০

#ভুবনেশ্বর: হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকা। ২০১৬ রিও অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনার হকি দল। দক্ষিণ আমেরিকার হকি দল গুলোর মধ্যে সবচেয়ে সফল লিওনেল মেসির দেশ। এফআইএইচ তালিকাতেও তারা অনেকটা এগিয়েছিল দক্ষিণ আফ্রিকার তুলনায়। তবুও অদম্য লড়াই করে দক্ষিণ আফ্রিকা, প্রথম দুটো কোয়াটারে তারা গোল করতে দেয়নি আর্জেন্টিনাকে।

একাধিক পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। সার্কেল পেনিট্রেশন করার ক্ষেত্রে আর্জেন্টিনার একাধিপত্য থাকলেও আসল কাজের কাজ গোলটাই হচ্ছিল না। আর্জেন্টিনার মাতিয়াস রে, নিকোলাস, কাটানরা প্রচুর পাস খেললেও শক্তিশালী ডিফেন্স ভাঙা যাচ্ছিল না দক্ষিণ আফ্রিকার। শেষ পর্যন্ত তৃতীয় কোয়ার্টারে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনা।

টসকানির শট থেকে মাইকো ক্যাসেলা টাচ দিয়ে পরাস্ত করেন দক্ষিণ আফ্রিকার কিপারকে। এরপর অবশ্য দক্ষিণ আফ্রিকা দুবার পেনাল্টি কর্নার আদায় করলেও গোল করতে পারেনি। গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জুলিয়াস। সেভ করেন আর্জেন্টিনার গোলরক্ষক স্যান্টিতাগো।

দক্ষিণ আফ্রিকা হকিতে শেষ কয়েক বছর অনেকটা উন্নত হয়েছে এটা পরিষ্কার। তবে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা হকি বিশ্বকাপে প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করল। ভারতীয় দর্শকরা বেশিরভাগ তাদেরকেই সমর্থন দিয়েছিলেন।