Tag Archives: hockey world cup 2023

হকি বিশ্বকাপে রবিবার ভারতের সামনে নিউজিল্যান্ড! মনপ্রিতদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

#ভুবনেশ্বর: ঘরের মাঠে হকি বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করতে পারেনি ভারত। রবিবার অগ্নিপরীক্ষা। রক্ষণে দুর্বলতা রয়েছে। বৃহস্পতিবার হকি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসকে হারালেও দলের ডিফেন্স নিয়ে চিন্তিত ভারতের কোচ গ্রাহাম রিড। তিনি বলেন, রবিবার ক্রসওভার স্টেজে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে যারা আমাদের থেকে ছ’ধাপ (১২) পিছিয়ে রয়েছে। তবুও নক-আউট ম্যাচ জেতার লক্ষ্যে ওরা ঝাঁপাবে।

তাই আমাদের ডিফেন্ডারদের আরও দায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে প্রথমে দু’গোলে এগিয়ে যায় ভারত। তারপর সমতা ফেরায় ওয়েলস। ভারতীয় প্লেয়ারদের এখন পাখির চোখ কিউয়িদের হারিয়ে শেষ আটে জায়গা করে নেওয়া। দেশের জার্সিতে দুশোটির উপর ম্যাচ খেলা ভারতীয় তারকা আকাশদীপ সিং বলছেন, ওয়েলসের বিরুদ্ধে জোড়া গোল করে আমি খুশি।

আরও পড়ুন – রায়পুরে আজ সিরিজ জয়ের লক্ষ্যে কোহলি, গিলরা ! মরন কামড় দেবে নিউজিল্যান্ড

তবে নক-আউটে পৌঁছনোর জন্য প্রথম দু’টি কোয়ার্টারেই জয় নিশ্চিত করে ফেলতে হবে। ওয়েলসের বিরুদ্ধে হার্দিককে মিস করেছি। আশা করি, রবিবার ওকে পাব। নিউজিল্যান্ডকে হারাতে আমরা শারীরিক ও মানসিকভাবে তৈরি। ওয়েলসের বিরুদ্ধে অধিনায়ক হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল পেয়েছেন। ফলে কিছুটা স্বস্তিতে ভারতের এই ড্র্যাগ ফ্লিকার।

বলছেন, কোচের টোটকায় কাজ হয়েছে। তবে আপফ্রন্টে আমাদের আরও পাস খেলতে হবে। একইসঙ্গে প্রয়োজন সুযোগের সদ্ব্যবহার। কোচ গ্রাহাম রিড প্লেয়ারদের মনে করিয়ে দিয়েছেন, ২০১৮ বিশ্বকাপে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার-ফাইনাল খেলেছিল ভারত। এবার লড়াইটা খুবই কঠিন। গোলরক্ষক শ্রীজেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার ক্যাবিনেটে নেই বিশ্বকাপ। ঘরের মাঠে এই ট্রফি জিততেই হবে।’

বিশ্বকাপে ওয়েলসকে হারাতেও বেগ পেতে হল ভারতীয় হকি দলকে, এবার সামনে নিউজিল্যান্ড

ভারত – ৪
ওয়েলস – ২

#ভুবনেশ্বর: প্রথম ম্যাচে স্পেনকে দুই গোলের ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছিল ভারত। ঘরের মাঠে হকি বিশ্বকাপে আজ তিন নম্বর ম্যাচ ছিল ভারতীয় দলের। গ্রুপ শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ শুধু জিতলেই হত না, জিততে হত ৮ গোলের ব্যবধানে। কারণ দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে ৪-০ জয় পেয়েছিল। কিন্তু ভারতের শুরুটা এদিন খুব একটা ভাল হয়নি।

অধিকাংশ সময় বলের দখল রাখলেও প্রথম ১৫ মিনিটে ভারত গোল করতে পারেনি। অবশ্য দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকেই গোল পেয়ে গেল ভারত। পেনাল্টি কর্নার থেকে লেগে বল বেরিয়ে এলে, শামসের জোরালো শট নেন। বল রকেটের গতিতে আশ্রয় নেয় জালে। এরপর দ্বিতীয় কোয়ার্টারের বাকি সময়টায় আক্রমণ বেশি থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি ভারত।

এদিন হার্দিক সিং খেলেননি। তবে তার জায়গায় বাকিরা নিজেদের সেরাটা দিয়েছেন। কিন্তু ভারতের সেই ছন্দ দেখা যাচ্ছিল না। তৃতীয় কোয়ার্টারের ২ মিনিটের মধ্যেই অবশ্য দ্বিতীয় গোল পেয়ে গেল ভারত। মনদিপের পাস থেকে আকাশদীপ গোল করেন। তবে তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার একটু আগে গ্যারেথ ফারলং পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে দেন।

ভারত একাধিক পেনাল্টি কর্নার আদায় করলেও গোল করতে পারেনি। যে হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে গোল করার ব্যাপারে বিশ্বের অন্যতম সেরা, তিনি এবার একটু টুর্নামেন্টে অদ্ভুতভাবে মিস করে চলেছেন। এরপর ভারতের চিন্তা আরও বাড়িয়ে দেন জ্যাকব ড্রেক। তিনি আরো একটি গোল করে ২-২ করে দেন।

চতুর্থ অর্থাৎ শেষ কোয়াটারের শুরুতেই আবার একটি গোল করে ভারতকে এগিয়ে দেন আকাশদীপ। ব্যাক হ্যান্ড মেরে গোল করেন তিনি। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে চতুর্থ গোল তুলে নিল ভারত। গোলরক্ষককে তুলে নিয়েছিল ওয়েলস। পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমন। শেষ পর্যন্ত ম্যাচটা জিতল ভারত। আজকেই প্রথম গোল হজম করল ভারতীয় দল। দ্বিতীয় পজিশন থেকে ক্রস ওভারে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ। আগামী রবিবার।

হকি বিশ্বকাপে আজ ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল লক্ষ্য ভারতের

#ভুবনেশ্বর: ওড়িশায় আয়োজিত ২০২৩ হকি বিশ্বকাপ বেশ ভাল স্থানেই আছে ভারত। প্রথম ম্যাচে স্পেনকে হারিয়ে এবং পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে ড্র করে পুল ডি এর দ্বিতীয় স্থানে আছে। এখন ওয়েলসের বিরুদ্ধে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলাই লক্ষ্য হরমনপ্রীত সিংদের। পুল ডিতে স্পেনের মুখোমুখি হয়েছিল ভারত প্রথম ম্যাচে।

সেখানে অনায়াসে জয়লাভ করে পয়েন্ট জোগাড় করে। হার্দিক সিং বা দিক থেকে উঠে একটি অসাধারণ একক গোল করেছিলেন। পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে কষ্টার্জিত ড্র করে ভারত। স্পেনের বিরুদ্ধে ভারত খেলেছিল কলিঙ্গ স্টেডিয়ামে এবং ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বিরসা মুন্ডা স্টেডিয়ামে।

আরও পড়ুন – বিদেশি কোচ কেন আসতে চায় না পাকিস্তানে? এবার বোমা ফাটালেন ওয়াসিম আক্রম

গ্রুপ ডি থেকে একটি মাত্র দল সরাসরি কোয়ালিফাই করতে পারে কোয়ার্টার ফাইনালের জন্য। গ্রুপ ডিকে বলা হচ্ছে এইবারের বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ, যেখানে আছে স্পেন, ইংল্যান্ড, ভারত এবং ওয়েলস। ভারত এবং ইংল্যান্ড উভয়েরই এখন ঝুলিতে ৪ পয়েন্ট, কিন্তু গোল ব্যবধানের জন্য শীর্ষে আছে ইংল্যান্ড।

ভারত যে ম্যাচে স্পেনকে ২-০ ব্যবধানে হারায়, সেখানে ইংল্যান্ড ওয়েলসকে ৫-০ এর ব্যবধানে হারিয়েছে। ভারতকে কোয়ার্টার ফাইনালের জন্য সরাসরি ছাড়পত্র পেতে হলে বেশ কয়েকটি শর্ত আছে। ভারতকে ওয়েলসকে বড় গোলের ব্যবধানে হারাতেই হবে। অন্যদিকে স্পেন যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, এবং ওয়েলসকেও বড় ব্যবধানে হারায় তাহলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ হয়ে যাবে।

যদি ইংল্যান্ড স্পেনের কাছে হেরে যায় বা ড্র করে, তাহলে ভারতের ওয়েলসকে হারালেই হবে, গোল ব্যবধান মূল্যহীন। কিন্তু ইংল্যান্ড স্পেনকে হারালে, ভারতেরও ওয়েলসকে হারাতে হবে, এতটাই বড় ব্যবধানে যাতে ইংল্যান্ডের গোল ব্যবধানকে টপকে যায়।

ভারত বনাম ওয়েলস
( সন্ধ্যা সাতটা, স্টার স্পোর্টস ফার্স্ট)

হকি বিশ্বকাপে আজ ব্রিটিশ বধের লক্ষ্যে ভারত, কঠিন ম্যাচ হরমন, হার্দিকদের

#ভুবনেশ্বর: ওড়িশার মাঠে বিশাল আয়োজন করেছে ভারতীয় হকি। রাউলকেল্লা পৃথিবীর সবচেয়ে বড় হকি স্টেডিয়াম তৈরি হয়েছে। তবে দীর্ঘ চার দশক পর ভারত বিশ্বকাপ জয় করতে পারবে কিনা বলবে সময়। হকিতে গত বছর ভারত ও ইংল্যান্ড মোট তিনবার মুখোমুখি হয়েছে। কমনওয়েলথ গেমসের গ্রুপ লিগের ম্যাচ ৪-৪ গোলে শেষ হয়। তারপর প্রো লিগের প্রথম লেগের ফল ৩-৩।

দ্বিতীয় লেগে ভারত জেতে ৪-৩ ব্যবধানে। বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী গ্রাহাম রিড। তাঁর কথায়, স্পেনের বিরুদ্ধে ছেলেরা ভাল খেলেছে। বিশেষ করে ডিফেন্ডাররা নির্ভরতা দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও একই পারফরম্যান্স আশা করছি। ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংও মনে করছেন, ইংল্যান্ড খুবই শক্তিশালী প্রতিপক্ষ।

ভারতের সেরা ড্র্যাগ ফ্লিকার বলেন, ওদের হারাতে গেলে সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে। সতীর্থদের সেটাই বলেছি। আমরা প্রতিটি ম্যাচ ধরে পরিকল্পনা করছি। ইংল্যান্ডের জন্যও আমাদের বিশেষ স্ট্র্যাটেজি রয়েছে। বিশেষ করে পেনাল্টি কর্নার কাজে লাগাতেই হবে। নিঃসন্দেহে এই স্কিলে ওদের থেকে এগিয়ে রয়েছি।

স্পেনের বিরুদ্ধে ছন্দে ছিলেন না হরমনপ্রীত। পাঁচটি পেনাল্টি কর্নারের মধ্যে একটিও কাজে লাগাতে পারেননি। সঙ্গে একটি পেনাল্টি স্ট্রোকও মিস করেছেন। হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে আত্মতুষ্ট নয় ভারত। বরং সতর্ক কোচ গ্রাহাম রিড।

তিনি বলেন, ‘রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। ওরা স্পেনের থেকেও শক্তিশালী দল। র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড (৫) আমাদের থেকে এক ধাপ এগিয়ে। কমনওয়েলথ গেমসেই বুঝতে পেরেছি, ইংল্যান্ড কতটা কঠিন প্রতিপক্ষ। তবে রবিবার জিতলে কোয়ার্টার-ফাইনাল খেলার দিকে আরও একধাপ এগিয়ে যাব। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মিডফিল্ডকে বাড়তি দায়িত্ব নিতে হবে সেটা পরিষ্কার। এই ব্যাপারে রিমোট থাকবে মনপ্রীত এবং হার্দিক হাতে।

স্পেনকে হারিয়ে ঘরের মাঠে হকি বিশ্বকাপে দুর্দান্ত শুরু ভারতের, নায়ক অমিত এবং হার্দিক

ভারত – ২
স্পেন – ০

#রাউরকেলা: টোকিও অলিম্পিকের পর ভারতীয় হকি দলকে নিয়ে মানুষের মধ্যে আশা প্রত্যাশা বেড়ে গিয়েছিল। সেটা অবশ্যই স্বাভাবিক প্রতিক্রিয়া। ৪১ বছর পর অলিম্পিকে পদক পেলে সেটাই স্বাভাবিক। আজ স্পেনের বিরুদ্ধে ভারতের প্রথম হকি বিশ্বকাপের ম্যাচ, লড়াইটা কঠিন হতে চলেছে জানা ছিল। প্রথম কোয়ার্টারে ভারতকে গোল করে এগিয়ে দেন অমিত রহিদাস।

দ্বিতীয় কোয়াটারে একটি দুর্দান্ত দৌড়ে প্রায় তিনজন খেলোয়াড়কে পরাস্ত করে গোল করেন হার্দিক সিং। স্পেনের এক ডিফেন্ডারের স্টিকে লেগে বল জালে জড়িয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে স্পেনের দাপট একটু বেশি ছিল। কিন্তু ভারতীয় ডিফেন্স কঠিন লড়াই করে যায়। কিন্তু চতুর্থ অর্থাৎ শেষ কোয়াটারের শুরুতেই ভারতের হয়ে জঘন্য ফাউল করেন অভিষেক।

তাকে ১০ মিনিট বাইরে রাখার নির্দেশ দেন রেফারি। অর্থাৎ একটা নিজেদের দখলে থাকা ম্যাচকে অভিষেকের ভুলে স্পেনের অ্যাডভান্টেজ বানিয়ে দেয় ভারত। তার চেয়ে বড় দুঃখের ব্যাপার ভারত বেশ কয়েকটা পেনাল্টি কর্নার আলাদা করে থাকলেও কোনটাই কাজে লাগাতে পারছিল না। বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার হরমনের এদিন নিজের স্বাভাবিক গোল স্কোরিং ক্ষমতার দেখা পাওয়া গেল না।

তবে ভারতের শামসের, বরুণ কুমার, হার্দিক, সুরেন্দ্র কুমার বুদ্ধি করে খেলেন। স্পেন দাপট দেখালেও দীর্ঘ সময় একজন কম নিয়ে খেলেও তাদের গোল করতে দেয়নি ভারত। ভারতের কোচ গ্রাহাম রিড ম্যাচ শেষে জানালেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় অন্যরকম চ্যালেঞ্জ। কিন্তু আজ যেভাবে গোল করে এগিয়ে যাওয়ার পরেও ছেলেরা শেষ পর্যন্ত গোল ধরে রাখতে সক্ষম হয়েছে সেটা অনেক কিছু বার্তা দেয়।

তাছাড়া ওড়িশার মাঠে এই জনসমর্থন দুর্ধর্ষ ব্যাপার। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে এই ভারতীয় দল আরও ভাল পারফরম্যান্স করবে আশাবাদী অস্ট্রেলিয়ান কোচ। তবে পেনাল্টি কর্নার কাজে লাগাতে না পারা অনুশীলনের মাধ্যমে কেটে যাবে আশাবাদী রিড। ভারতের গোলরক্ষক কৃষাণ পাঠক এদিন বেশ কয়েকটি দেখার মত সেভ করেন।

ভারতের মাটিতে বিশ্বকাপে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার, লড়াই করে হার দক্ষিণ আফ্রিকার

আর্জেন্টিনা – ১
দক্ষিণ আফ্রিকা – ০

#ভুবনেশ্বর: হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকা। ২০১৬ রিও অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনার হকি দল। দক্ষিণ আমেরিকার হকি দল গুলোর মধ্যে সবচেয়ে সফল লিওনেল মেসির দেশ। এফআইএইচ তালিকাতেও তারা অনেকটা এগিয়েছিল দক্ষিণ আফ্রিকার তুলনায়। তবুও অদম্য লড়াই করে দক্ষিণ আফ্রিকা, প্রথম দুটো কোয়াটারে তারা গোল করতে দেয়নি আর্জেন্টিনাকে।

একাধিক পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। সার্কেল পেনিট্রেশন করার ক্ষেত্রে আর্জেন্টিনার একাধিপত্য থাকলেও আসল কাজের কাজ গোলটাই হচ্ছিল না। আর্জেন্টিনার মাতিয়াস রে, নিকোলাস, কাটানরা প্রচুর পাস খেললেও শক্তিশালী ডিফেন্স ভাঙা যাচ্ছিল না দক্ষিণ আফ্রিকার। শেষ পর্যন্ত তৃতীয় কোয়ার্টারে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনা।

টসকানির শট থেকে মাইকো ক্যাসেলা টাচ দিয়ে পরাস্ত করেন দক্ষিণ আফ্রিকার কিপারকে। এরপর অবশ্য দক্ষিণ আফ্রিকা দুবার পেনাল্টি কর্নার আদায় করলেও গোল করতে পারেনি। গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জুলিয়াস। সেভ করেন আর্জেন্টিনার গোলরক্ষক স্যান্টিতাগো।

দক্ষিণ আফ্রিকা হকিতে শেষ কয়েক বছর অনেকটা উন্নত হয়েছে এটা পরিষ্কার। তবে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা হকি বিশ্বকাপে প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করল। ভারতীয় দর্শকরা বেশিরভাগ তাদেরকেই সমর্থন দিয়েছিলেন।