Arjun Tendulkar: মুম্বইয়ের জার্সিতে আইপিএল অভিষেক হবে অর্জুনের? সম্ভাবনা কিন্তু প্রবল

মুম্বই: গত দুই বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ হিসেবে রয়েছেন তিনি। বড় বড় ক্রিকেটারদের সঙ্গে ওঠাবসা এবং ড্রেসিংরুম ভাগাভাগি করে নেওয়া- অর্জুন তেন্ডুলকর এখন একদম নতুন বলা যাবে না। এবারের আইপিএলে সচিন পুত্র অর্জুনের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। জসপ্রীত বুমরাহ নেই, ঝাই
রিচার্ডসন নেই। ক্যামেরন গ্রিন, দুয়ান ইয়নসেন, আর্চের বিদেশি পেসার।

ভারতীয় মিডিয়াম পেসার বলতে রয়েছেন আকাশ মধ্বল। তাই অর্জুনের কিন্তু আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ব্যাটসম্যান হিসেবেও তিনি উন্নতি করেছেন। রঞ্জি অভিষেকে গোয়ার হয়ে রাজস্থানের বিরুদ্ধে সেঞ্চুরি করে বাবার কৃতিত্ব স্পর্শ করেছেন সচিনপুত্র অর্জুন। রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সচিন।

আরও পড়ুন – KKR: প্রায় শেষ দুটি মেগা ম্যাচের টিকিট! নাইটদের ঘিরে সেই চেনা উন্মাদনা ফিরছে ইডেনে

বাবার মতোই রঞ্জি অভিষেকে সেঞ্চুরি করেছেন অর্জুন। ছেলের কৃতিত্বে গর্বিত পিতা। অভিষেক টেস্টে অর্জুনের সেঞ্চুরি নিয়ে প্রতিক্রিয়াও দেন সচিন। তিনি চেয়েছিলেন, অর্জুন ক্রিকেটকে ভালোবাসুক। ক্রিকেট খেলার জন্য ছেলেকে কখনও চাপ দেননি বলেও জানিয়েছেন সচিন। সচিন আরও বলেন, আমি যেদিন ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম, মুম্বইয়ের সাংবাদিকদের কাছে অনুরোধ করেছিলাম, অর্জুনকে ক্রিকেট খেলাটাকে ভালোবাসতে দিন।

ওকে সেই সুযোগটা দিন। ওর ওপর কোনও রকম চাপ তৈরি করবেন না। আমাকে আমার বাবা কখনও চাপ দেননি। অর্জুনের বাঁহাতি বোলিং ওয়াংখেরের উইকেটে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে। বিগত কয়েক মাস ধরে বলের গতি বাড়ানোর চেষ্টায় পরিশ্রম করে গিয়েছেন সচিন পুত্র। এখন দেখার তিনি সুযোগ পান কিনা। পেলে নিজেকে প্রমাণ করতে পারেন কিনা।