বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ক্লাসে অর্ণব দাম৷

Arnab Dam: পাহারায় থাকল পুলিশ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র ক্লাস শুরু করলেন অর্ণব দাম!

বর্ধমান: যাবতীয় জট, জটিলতা কাটিয়ে মঙ্গলবার থেকে শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পিএইচডির ক্লাস। প্রথম দিনই ক্লাসে এলেন মাওবাদী বন্দি অর্ণব দাম।সামাজিক ইতিহাস নিয়ে গবেষণা করবেন অর্ণব।

দীর্ঘ টালবাহানার পর গত সপ্তাহের সোমবার অর্ণবের কাউন্সেলিং সম্পন্ন হয়। সেদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে কাউন্সেলিংয়ের জন্য নিয়ে আসা হয়েছিল অর্ণবকে। সেখানেই তাঁর কাউন্সেলিং হয়।গত শুক্রবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে প্রিজন ভ্যানে করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের ইতিহাস বিভাগে নিয়ে যাওয়া হয় অর্ণবকে। সেখানে তার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়।

এককথায় সব জল্পনার অবসান কাটিয়ে অর্ণব ক্লাস শুরু করায় খুশি বিভাগের আধিকারিক থেকে পড়ুয়া, প্রত্যেকেই।বিভাগীয় প্রধান সৈয়দ তানভীর নাসরিন বলেন, জটিলতা তৈরি হয়েছিল অর্ণব দামের পিএইচডিতে ভর্তি হওয়া নিয়ে। কিন্তু কুণাল ঘোষ হস্তক্ষেপ করায় তা মিটে যায়।পাশাপাশি উচ্চ শিক্ষা মন্ত্রী ও কারা মন্ত্রী উদ্যোগী হওয়ায় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় অর্ণব ক্লাস শুরু করতে পারল।এখন ৬ মাসের কোর্স ওয়ার্কের পর সিদ্ধান্ত নেওয়া হবে গাইডের বিষয়টি নিয়ে। ৬ মাস পর একটি পরীক্ষা হবে।মূলত  সামাজিক ইতিহাস নিয়ে গবেষণা করার কথা অর্ণবের।

আরও পড়ুন: নিট বাতিল নয়, রি-টেস্টের প্রয়োজন নেই! জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নির্ধারিত সময়েই প্রথম দিনের ক্লাসে বর্ধমান কেন্দ্রীয়  সংশোধনাগার থেকে প্রিজন ভ্যানে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় অর্ণবকে। ক্লাস চলাকালীন পুলিশি প্রহরাতেই ছিলেন অর্ণব৷

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় নজরকাড়া ফল করেন অর্ণব। ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম স্থানটি দখল করেন তিনি। এরপরেই শুরু হয় নানা বিভ্রাট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীদের জন্য ৯ জুলাই কাউন্সেলিংয়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু ৮ জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, অনিবার্য কারণে কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হল।

পরবর্তীতে তৃণমূল নেতা কুণাল ঘোষবিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্রের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তারপরই মাওবাদী নেতা অর্ণব দামের ভর্তি নিয়ে জট কাটে। হুগলি থেকে বর্ধমান সংশোধনাগারে নিয়ে আসা হয় অর্ণবকে। ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন হয়। সব জট কেটে ক্লাস শুরু হওয়ায় খুশি বিভাগীয় প্রধান সৈয়দ তানভীর নাসরিন। তিনি বলেন, যাঁরা সমাজের মূল স্রোত থেকে ছিটকে গিয়েছে, তাঁদের মূল স্রোতে ফিরিয়ে আনা তো ইতিবাচক দিক।