কেজিরওয়ালকে কেন্দ্র করে একজোট বিরোধীরা, মোদি ‘ম‍্যাচ ফিক্সার’, তোপ রাহুলের

INDIA Bloc Rally: ‘অরবিন্দকে আটকে রাখা যাবে না’, দিল্লিতে গর্জন কেজরিওয়ালের স্ত্রীর! মোদিকে ‘ম‍্যাচ ফিক্সার’ খোঁচা রাহুলের?

নয়াদিল্লি: কেজরিওয়ালের পরেই কি তাঁর কুর্সিতে বসবেন স্ত্রী সুনীতা? রাজনৈতিক মহলে বেশ কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছে জল্পনা। দিল্লির মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই রাজনীতির আঙিনায় সক্রিয় সুনীতা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে আপের ডাকা সভায় মূল বক্তা ছিলেন শীর্ষ নেতার স্ত্রী।

রবিবার দিল্লির রামলীলা ময়দানে আপের ডাকে যে বিরাট সভার ডাক দেওয়া হয়েছে, তাতে মূল বক্তা মূলত সুনীতাই। কেজরিওয়ালের পাঠানো বার্তা তিনি পাঠ করে শোনালেন। ওই সভায় ইন্ডিয়া জোটের নেতারাও উপস্থিত থাকবেন। ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও।

আরও পড়ুন: ‘চাকরি থেকে বরখাস্ত করবেন’! রেলওয়ে কর্মচারীকে হুমকি দিয়েছেন দিলীপ, কটাক্ষ কীর্তি আজাদের

দিল্লির রামলীলা ময়দানে একটি বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, উদ্ধব ঠাকরে, মেহবুবা মুফতি এবং মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা। লোকসভা ভোটের আগেই শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠলেন ইন্ডিয়া জোটের একাধিক নেতা। এই সমাবেশেই অরবিন্দ কেজরিওয়ালের জেল পাঠানো বার্তা পড়ে শোনালেন সহধর্মিনী সুনীতা।

দিল্লির মুখ‍্যমন্ত্রীর স্ত্রী এদিন বলেন, ‘‘ভারতের জনগণ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আছে। তাঁকে বেশিদিন জেলে রাখা যাবে না।’’ আম আদমি পার্টির শত শত সমর্থের সামনেই আজ জোর গলায় জানালেন সুনীতা।

জেল থেকে স্বামীর বার্তা উদ্ধৃত করে সুনীতা কেজরিওয়াল জানালেন, “আমি আপনাদের কাছে ভোট চাইছি না। আমি আপনাকে নির্বাচনে কাউকে পরাজিত করতে সাহায্য করতেও বলছি না। আমি শুধুমাত্র ১৪০ কোটি ভারতীয়কে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে বলছি।”

বিরোধীদের ইন্ডিয়া ব্লকের প্রতি সমর্থন প্রদর্শন করে সুনীতা কেজিওয়ালের ঘোষণা, ‘‘ইন্ডিয়া কেবলমাত্র নামে নয়, ইন্ডিয়া আমাদের হৃদয়ে’’। সুনীতার পাশাপাশি এদিন বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগলেন রাহুল গান্ধিও।

কংগ্রেস নেতা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ম‍্যাচ ফিক্সার’ বলেও কটাক্ষ করেন। রাহুল গান্ধি বলেন, ‘‘যদি আপনারা বিচক্ষণতার সঙ্গে ভোট না দেন, তাহলে ম‍্যাচ ফিক্সার জিতে যাবে।’’ তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী চান না বিরোধীরা নির্বাচলে লড়ুক। তাই নির্বাচনের ঠিক আগেই দুই জন মুখ‍্যমন্ত্রীকে জেলে পাঠিয়েদিলেন। কেন ইলেকশনের আগেই এটা করা হল। নির্বাচনের ৬ মাস আগেও তো করা যেত?’’