কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট

Arvind Kejriwal: জেলেই আপ সুপ্রিমো, হাইকোর্টেও মিলল না অরবিন্দ কেজরিওয়ালের জামিন

নয়াদিল্লি: জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমোকে দিল্লির রাউজ অ্যাভিনিউর দেওয়া জামিন হাই কোর্ট বহাল রাখবে? মঙ্গলবার সকাল থেকে নজর ছিল সেদিকেই। তবে শুনানির পর দেখা গেল, স্বস্তি নেই কেজরিয়ালের। আপাতত তাঁকে থাকতে হবে জেলেই।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার, ২০ জুন, নিম্ন আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন। তবে তিহার থেকে কেজরিওয়াল ঘরে ফেরার আগেই আপ সুপ্রিমোর মুক্তি আটকাতে শুক্রবার সকালে দিল্লি হাই কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবারই তাঁর জামিনে সাময়িক স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। জামিন মেলার পরেও কেন জেল থেকে মুক্তি নয়, এই দাবি জানিয়ে ২৩ জুন দিল্লি হাইকোর্টের বিরোধীতায় দেশের সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন তিনি।

সোমবার শীর্ষ আদালত কেজরিওয়ালকে নিম্ন আদালতের জামিন দেওয়ার পরেও হাই কোর্টের তাতে স্থগিতাদেশ দেওয়াকে অওাভাবিক বলে উল্লেখ করেছিল। তবে হাইকোর্টের রায়ের আগে সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করেনি। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।