Tag Archives: Delhi

IPL 2024 Playoffs Scenario: প্লেঅফে ওঠার ৬ দলের জোর লড়াই, জায়গা বাকি ৩, কোন দলের কী অঙ্ক

একেবারে শেষ লগ্নে চলে এসেছে আইপিএল ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কেকেআর। প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলেছে নাইটরা।
একেবারে শেষ লগ্নে চলে এসেছে আইপিএল ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কেকেআর। প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলেছে নাইটরা।
লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সঞ্জু স্যামসনের দলের। প্লেঅফের টিকিট সরকারিভাবে পাকা না হলেও কার্যত পাকা রয়্যালসের। শেষ দুটি ম্যাচে মধ্যে একটি জিতলেই হবে রাজস্থানকে। আর প্রথম দুইয়ে থাকতে হলে জিততে হবে শেষ দুটি ম্যাচ।
লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সঞ্জু স্যামসনের দলের। প্লেঅফের টিকিট সরকারিভাবে পাকা না হলেও কার্যত পাকা রয়্যালসের। শেষ দুটি ম্যাচে মধ্যে একটি জিতলেই হবে রাজস্থানকে। আর প্রথম দুইয়ে থাকতে হলে জিততে হবে শেষ দুটি ম্যাচ।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিএসকের। অপরদিকে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের রানরেট +০.৫২৮, হায়দরাবাদের +০.৪০৬। সিএসকে তাদের শেষ ম্যাচ আরসিবির বিরুদ্ধে জিততে হবে। সুযোগ বেশি হায়দরাবাদের। শেষ দুটি ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সম্ভাবনাও রয়েছে এসআরএইচের।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিএসকের। অপরদিকে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের রানরেট +০.৫২৮, হায়দরাবাদের +০.৪০৬। সিএসকে তাদের শেষ ম্যাচ আরসিবির বিরুদ্ধে জিততে হবে। সুযোগ বেশি হায়দরাবাদের। শেষ দুটি ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সম্ভাবনাও রয়েছে এসআরএইচের।
এরপর আরসিবি ও দিল্লি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। রানরেটে এগিয়ে আরসিবি। আরসিবি শেষ ম্যাচে সিএসকে-কে ১৮ রানে হারাতে হবে। আর রান তাড়া করলে ১৮.১ ওভারে ম্যাচ শেষ করতে হবে। দিল্লিকে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।
এরপর আরসিবি ও দিল্লি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। রানরেটে এগিয়ে আরসিবি। আরসিবি শেষ ম্যাচে সিএসকে-কে ১৮ রানে হারাতে হবে। আর রান তাড়া করলে ১৮.১ ওভারে ম্যাচ শেষ করতে হবে। দিল্লিকে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।
প্লেঅফের ওঠার সুযোগ কিছুটা বেশি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। রানরেটে পিছিয়ে থাকায় ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েথে এলএসজির কাছে।
প্লেঅফের ওঠার সুযোগ কিছুটা বেশি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। রানরেটে পিছিয়ে থাকায় ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েথে এলএসজির কাছে।
ফলে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা শেষ ল্যাপে এসেও টানটান উত্তেজনা রয়েছে। কেকেআর বাদে ৬টি দলের কাছে এখনও সুযোগ রয়েছে প্লেঅফে যোগ্যতা অর্জন করার। গুজরাত, মুম্বই ও পঞ্জাব আইপিএল থেকে ছিটকে গিয়েছে।
ফলে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা শেষ ল্যাপে এসেও টানটান উত্তেজনা রয়েছে। কেকেআর বাদে ৬টি দলের কাছে এখনও সুযোগ রয়েছে প্লেঅফে যোগ্যতা অর্জন করার। গুজরাত, মুম্বই ও পঞ্জাব আইপিএল থেকে ছিটকে গিয়েছে।

Delhi viral roll seller: বয়স মাত্র দশ, বিরাট চাটুতে রোল ভাজছে ছোট্ট ছেলে! গল্প শুনলে কুর্নিশ জানাবেন

দিল্লি: বয়স তার মাত্র দশ বছর৷ সামনের বিশাল লোহার চাটুটার সামনে তাকে যেন আরও ছোট লাগে৷ কিন্তু একরত্তি ওই ছেলেটার বুকের ছাতিটা অনেক চওড়া৷ তাই বাবার মৃত্যুর পর তাঁর রোলের দোকান চালাতে শুরু করেছে দশ বছরের ওই বালক৷

নেট মাধ্যমের সৌজন্যে জসপ্রীত নামে দশ বছরের ওই বালকের গল্প বহু মানুষের নজর কাড়ে৷ তাঁদের মধ্যে অন্যতম শিল্পপতি আনন্দ মহিন্দ্রা৷ জসপ্রীতের সাহস এবং মনের জোর দেখে তিনিও মুগ্ধ৷ আনন্দ মহিন্দ্রার আশ্বাস, জসপ্রীতের পাশে থাকবে মহিন্দ্রা গোষ্ঠী, যাতে বাবার দোকান চালাতে গিয়ে জসপ্রীতের পড়াশোনা না থমকে যায়৷

আরও পড়ুন: প্রকাশিত হল ISC-র ফলাফল, দ্বাদশের ফলে পাশের হারে এগিয়ে মেয়েরা, রাজ্যের ফল কেমন হল?

জসপ্রীতের গল্প প্রথম সামনে আনেন সর্বজিৎ সিং নামে একজন ফুড ব্লগার৷ ইনস্টাগ্রামে তাঁর পোস্ট থেকেই জানা যায়, দিল্লির তিলক নগর এলাকায় রাস্তার ধারে বাবার খাবারের দোকান চালাচ্ছে দশ বছরের জসপ্রীত৷ মস্তিষ্কে টিবি-তে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর অথৈ জলে পড়ে জসপ্রীত এবং তার দিদি৷

ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই ফুড ব্লগারের প্রশ্নের উত্তর দিতে দিতেই তাকে চিকেন এগ রোল বানিয়ে দিচ্ছে জসপ্রীত৷ রীতিমতো দক্ষ হাতে কয়েক মিনিটের মধ্যেই রোল তৈরি করে ফেলে ছোট্ট বালক৷ কথায় কথায় সে জানায়, কিছুদিন আগেই ব্রেন টিবি-তে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার বাবার৷ বাবার কাছ থেকেই রোল বানানো শিখেছে সে৷ বাড়িতে জসপ্রীত ছাড়াও তার ১৪ বছরের দিদি রয়েছে৷ তবে জসপ্রীত এবং তার দিদি দিল্লিতে থাকলেও তাদের মা পঞ্জাবেই থাকেন৷ মা কেন তাদের কাছে থাকে না, তা জিজ্ঞেস করলে জসপ্রীত জানায়, ‘মায়ের এখানে থাকতে ভাল লাগে না৷’ দিল্লিতে তাদের কাকা জসপ্রীত এবং তার দিদির খেয়াল রাখেন৷ তবে জসপ্রীত জানিয়েছে, এত কিছুর মধ্যেও নিজের পড়াশোনা চালু রেখেছে সে৷

 

 

View this post on Instagram

 

A post shared by Sarabjeet Singh (@mrsinghfoodhunter)

জসপ্রীতকে নিয়ে এই ভাইরাল ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় আনন্দ মহিন্দ্রা লেখেন, ‘সাহসের আর এক নাম জসপ্রীত৷ কিন্তু ওর পড়াশোনায় অসুবিধা যেন না হয়৷ যতদূর জানতে পেরেছি, জসপ্রীত দিল্লির তিলক নগরে থাকে৷ যদি কারও কাছে ওর সঙ্গে যোগাযোগের নম্বর থাকে, দয়া করে জানান৷ মহিন্দ্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করা হবে যাতে ওর পড়াশোনা থমকে না যায়, তা নিশ্চিত করার৷’

জসপ্রীতের ওই ভিডিও যিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, সর্বজিৎ সিং নামে ওই ফুড ব্লগারও ভিডিও শ্যুট করতে করতেই বলেন, ‘মাঝেমধ্যে এমন ভিডিও করতে হয়, শব্দ হারিয়ে যায়৷ যসপ্রীত, তুমি চিন্তা করো না, এই ভিডিও দেখে মানুষ তোমাকে প্রচুর ভালবাসা দেবে৷’

Arvind Kejriwal: ‘কেজরিওয়াল পাবেন বড় স্বস্তি…?’ সোমবার সুপ্রিম শুনানি! আশায় বুক বাঁধছেন AAP সমর্থকেরা

নয়াদিল্লি: আবগারি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তাঁর আবেদনের শুনানি সোমবার৷ আজ এই মামলায় সুখবর পেতে অত্যন্ত আশাবাদী আম আদমি পার্টি (এএপি)। দিল্লির ক্যাবিনেট মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, “AAP আত্মবিশ্বাসী যে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনে প্রচারের অনুমতি দেবে।”

সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবেদনের শুনানি করতে পারে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে সৌরভ ভরদ্বাজ বলেন, ‘আমরা নিশ্চিত যে এই দেশে গণতন্ত্র বাঁচাতে এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে রক্ষা করতে সুপ্রিম কোর্ট অবশ্যই অরবিন্দ কেজরিওয়ালকে প্রচারের অনুমতি দেবে।’

উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল এর আগে শীর্ষ আদালতকে বলেন, তাঁর ‘বেআইনি গ্রেফতার’ ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ এবং ‘ফেডারেলিজমের’ উপর ভিত্তি করে তৈরি গণতন্ত্রের নীতির উপর একটি নজিরবিহীন আক্রমণ। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও বলেন, লোকসভা নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারের পদ্ধতি এবং সময় এজেন্সির ‘স্বেচ্ছাচারিতা’রই নিদর্শন। অরবিন্দ কেজরিওয়ালের কথায়, নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়।”

T20 World Cup 2024 Team India Squad: রোহিত-আগরকর বৈঠক! টি-২০ বিশ্বকাপের দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত? বড় আপডেট

২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।
২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।
টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার দিন যতই এগিয়ে আসছে ততই জল্পনা বাড়ছে কেমন হবে ভারতীয় দল। চূড়ান্ত দল গঠনের আগে আইপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর রেখেছেন নির্বাচকরা।
টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার দিন যতই এগিয়ে আসছে ততই জল্পনা বাড়ছে কেমন হবে ভারতীয় দল। চূড়ান্ত দল গঠনের আগে আইপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর রেখেছেন নির্বাচকরা।
বিসিসিআই সূত্রের খবর, আইসিসির একেবারে শেষ দিন অর্থাৎ পয়লা মে-তেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে। সেরা দল বেছে নিতে এপ্রিলের শেষ সপ্তাহেই বসতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন কমিটি।
বিসিসিআই সূত্রের খবর, আইসিসির একেবারে শেষ দিন অর্থাৎ পয়লা মে-তেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে। সেরা দল বেছে নিতে এপ্রিলের শেষ সপ্তাহেই বসতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন কমিটি।
শনিবার দিল্লিতে ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। আর দিল্লিতে পৌছে গিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। পিটিআইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতেই দল নির্বাচন নিয়ে বৈঠক করতে পারেন আগরকর ও রোহিত।
শনিবার দিল্লিতে ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। আর দিল্লিতে পৌছে গিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। পিটিআইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতেই দল নির্বাচন নিয়ে বৈঠক করতে পারেন আগরকর ও রোহিত।
আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে-র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জলের দল জমা দিতে হবে। আর যদি কারও চোট-আঘাত জনিত সমস্যা থাকে বা দল পরিবর্তন করতে হয় তাহলে তা করতে হবে ২৫ মে-র মধ্যে।
আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে-র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জলের দল জমা দিতে হবে। আর যদি কারও চোট-আঘাত জনিত সমস্যা থাকে বা দল পরিবর্তন করতে হয় তাহলে তা করতে হবে ২৫ মে-র মধ্যে।
৩মে-র মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ। ফলে হাতে কয়েক দিন সময় রয়েছে রোহিত শর্মারও টি-২০ বিশ্বকাপের দল নিয়ে আলোচনার জন্য। সেই কারণেই দিল্লিতেই চূড়ান্ত বৈঠক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
৩মে-র মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ। ফলে হাতে কয়েক দিন সময় রয়েছে রোহিত শর্মারও টি-২০ বিশ্বকাপের দল নিয়ে আলোচনার জন্য। সেই কারণেই দিল্লিতেই চূড়ান্ত বৈঠক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, দিল্লিতে দল গঠন নিয়ে চূড়ান্ত বৈঠক হয়ে গেলেও তা এপ্রিলের শেষে ঘোষণা করবে বিসিসিআই। আইসিসির যে কাটঅফ ডেট রয়েছে অর্থাৎ পয়লা মে, সেদিনই মুম্বই থেকে দল ঘোষণা করা হবে।
সূত্রের খবর, দিল্লিতে দল গঠন নিয়ে চূড়ান্ত বৈঠক হয়ে গেলেও তা এপ্রিলের শেষে ঘোষণা করবে বিসিসিআই। আইসিসির যে কাটঅফ ডেট রয়েছে অর্থাৎ পয়লা মে, সেদিনই মুম্বই থেকে দল ঘোষণা করা হবে।

প্লে স্কুলের খরচ ৪ লক্ষ ৩০ হাজার টাকা! নেট দুনিয়ায় ঝড় তুলল দিল্লির বাসিন্দার পোস্ট

তৃতীয় শ্রেণির ছাত্রের স্কুল মাসে টিউশন ফি ৩০ হাজার টাকা। এই তথ্য তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন গুরুগ্রামের উদিত ভাণ্ডারি। এর রেশ কাটতে না কাটতেই দিল্লির এক ব্যক্তি নাম আকাশ কুমার তাঁর ছেলের প্লে স্কুলের সারা বছরের বিল শেয়ার করেছেন। যা দেখে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। কারণ বছরে ওই ব্যক্তির খরচ হচ্ছে ৪.৩ লক্ষ টাকা।

ওই ব্যক্তি পোস্ট করে লিখেছেন,”আমার ছেলের প্লে-স্কুলের ফি আমার সম্পূর্ণ শিক্ষা ব্যয়ের চেয়ে বেশি।” সঙ্গে স্ক্রিন শট শেয়ার করেছেন ওই ব্যক্তি। সেখানে রেজিস্ট্রেশন, বছরের চারচি ভাগের চার্জ সহ মোট যোগ করে দাঁড়াচ্ছে ৪ লক্ষ ৩০ হাজার টাকা। একবার ভাবুন, একজন শিশু যে সবেমাত্র হাঁটতে শিখছে তাকে আজ কিছু ফ্রেশার যা আয় করে তার চেয়ে বেশি টাকা খরচ করে পড়তে হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনরা কেউ কটাক্ষ করেছে কেউ এবার এমন ব্যায়বহুল শিক্ষাব্যবস্থাকে কাঠগড়ায় তুলে নানারকম কমেন্ট করেছেন। কটাক্ষ করে একজন লিখেছেন,”আমি আশা করি সে বিরাট কোহলি হয়ে উঠবে”। কেউ বলেছেন,”এত টাকা দিয়ে আমি আমার স্কুল, ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছি”।

একজন আবার উপদেশ দিয়ে লিখেছেন,”অভিভাবকদের জন্য নোট: আপনি যদি পারেন তবে এই প্রতিষ্ঠানের শিক্ষকদের জিজ্ঞাসা করুন, তারা প্রতি মাসে কত বেতন পাচ্ছেন। কয়েকজনের সঙ্গে কথা বলে, এমনকি দিল্লির ডিপিএস শিক্ষকরা প্রতি মাসে ৩০-৩৫ হাজার টাকা পান এবং তাদের বেশিরভাগই চুক্তিতে রয়েছেন।”

আরও পড়ুনঃ MS Dhoni: ধোনিকে দেখতে মেয়েদের স্কুল ফি-র টাকা দিয়ে কেটেছেন টিকিট! ভাইরাল সিএসকে ফ্যানের কাণ্ড

অপর একজন বলেছেন,“এটি স্কুলকে দোষারোপ করা নয়, তবে অভিভাবকদের যারা চান যে তাদের সন্তানরা যে কোনও খরচেই হোক না কেন সমস্ত ক্ষেত্রে অতিমানবীয় হিসাবে কাজ করুক। অবশেষে, এটি এমন একটি জায়গা যেখানে একটি শিশু সর্বাধিক সময় ব্যয় করে এবং মৌলিক নৈতিকতা, নৈতিক শিক্ষা শেখে যা কোনও প্রতিষ্ঠানে শেখানো হয় না”।

Delhi Crime: মেয়ের ফ্ল্যাটে ঢুকল বাবা, আলমারিতে মিলল সেই মেয়ের দেহ! লিভ-ইন পার্টনারের বীভৎস কাণ্ড!

নয়াদিল্লি: দিন কয়েক ধরে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বাবা। এমনকী সন্তানের খারাপ পরিণতির কথাটাও বারবার মনে উঁকি দিয়ে যাচ্ছিল। অবশেষে বাবার সেই আশঙ্কাই সত্যি হল! একটি বাড়ির আলমারি থেকে উদ্ধার হয়েছে তাঁর মেয়ের দেহ। খোদ রাজধানীর বুকে এহেন ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, দিল্লির দ্বারকা এলাকার ঘটনা। সেখানকার একটি বাড়ির আলমারি থেকে মিলেছে ২৬ বছর বয়সী যুবতীর দেহ। এই ঘটনায় তরুণীর লিভ-ইন পার্টনারের দিকেই আঙুল তুলছেন তাঁর বাবা। দিন কয়েক ধরে মেয়ের খোঁজ না পেয়ে গত বুধবার পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ একটি পিসিআর কল আসে। যিনি কল করেছিলেন, তিনি জানান যে, তাঁর মেয়ে হয়তো খুন হয়ে গিয়েছেন। এই খবর পাওয়া মাত্রই দ্বারকার রাজাপুরী এলাকার সংশ্লিষ্ট বাড়িতে পৌঁছে যায় ডাবরি থানার একটি দল।

আরও পড়ুন: ভিতরে ভর্তি কঙ্কাল, ৩৫ বছর আগে হারিয়ে যাওয়া বিমান ফিরল এয়ারপোর্টে! বিশ্বের বড় রহস্য এই ঘটনা

উচ্চপদস্থ এক পুলিশ অফিসার সংবাদমাধ্যমের কাছে বলেন, ফ্ল্যাটে ঢোকা হয়। তারপর একটি ঘরের আলমারির মধ্যে থেকে ওই যুবতীর দেহটি উদ্ধার হয়। ক্রাইম টিম এবং এফএসএল গোটা ঘটনাস্থল খতিয়ে দেখছে। পুলিশ এ-ও জানায় যে, ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই যুবতীর বাবাও। তিনি অভিযোগ করেন, লিভ-ইন পার্টনার ভিপল টেলরের হাতেই খুন হয়েছেন তাঁর মেয়ে। অটোপ্সির জন্য আপাতত ওই যুবতীর মৃতদেহ ডিডিইউ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পরিবারের ১১ জনেরই একসঙ্গে মৃত্যু! গণ আত্মহত্যা নাকি খুন? ভারতের সবথেকে রহস্যময় মৃত্যু-ঘটনা

মেয়ের সঙ্গে শেষ বার কথা হওয়ার প্রসঙ্গ উত্থাপন করে তিনি অভিযোগ করেন যে, মেয়ে মাঝেমাঝেই বলত যে, লিভ-ইন পার্টনার ভিপল তাঁকে মারধর করতেন। এমনকী ভিপলের হাতে খুন হতে পারেন বলে আশঙ্কাও প্রকাশ করেছিলেন ওই যুবতী।

ওই যুবতীর বাবা জানান, গত দেড় মাস ধরে লিভ-ইন পার্টনার ভিপলের সঙ্গে ওই ফ্ল্যাটটি ভাড়া করে থাকছিলেন ওই যুবতী। আপাতত সুরাতের বাসিন্দা ওই অভিযুক্তকে পাকড়াও করার জন্য তল্লাশি অভিযান চলছে জোরকদমে। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে ভিপলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন)-র অধীনে মামলা দায়ের করা হয়েছে। এমনকী ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরাগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই ঘটনা প্রথম নয়। এর আগে রাজধানী দিল্লির বুকেই লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালার হাতে নৃশংস ভাবে খুন হয়েছিলেন ২৭ বছর বয়সী শ্রদ্ধা ওয়ালকর। প্রেমিকার দেহের ৩৫ টুকরো করেছিল অভিযুক্ত। ২০২২ সালের মে মাসের ঘটনা। আর শ্রদ্ধা খুনের নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা দেশের মানুষ।

Viral Video: কয়েক হাত দূর থেকে চাটুতে এসে পড়ছে পরোটা! ঠিক যেন উড়ন্ত, ভাইরাল ভিডিও দেখলেও বিশ্বাস হতে চায় না

নয়াদিল্লি: রুমালি রুটি বানানোর সময়ে হাওয়ায় লেচি টস করা আমরা অনেকেই দেখেছি চোখের সামনে। তবে এখন এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে দেখা যাচ্ছে রাস্তার পাশের একজন বিক্রেতা পরোটার লেচি এমনভাবে ছুঁড়ে ফেলছেন যে, এটি সরাসরি কয়েক ফুট দূরে একটি গরম চাটুতে এসে পড়ছে। তিনি এই কাজটি একাধিকবার করে চলেছেন এবং কখনওই ব্যর্থ হচ্ছেন না। ভাইরাল সেই ভিডিওটিতে দু’জন বাবুর্চির মধ্যে নিখুঁত বোঝাপড়াও ফুটে উঠেছে- একজন যিনি লেচি ছুঁড়ে দেন এবং অন্যজন যিনি গরম চাটুতে পরোটা ভেজে তোলেন।

আরও পড়ুন? সাপের কি সত্যিই ‘নাগমণি’ থাকে? বিজ্ঞান কী বলছে?

ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পোস্টার অনুসারে, এই ভিডিওটি ‘ফ্লাইং পরাঠা’ নামের একটি দোকানে তোলা হয়েছে। পোস্টারে উল্লিখিত ঠিকানায় উল্লেখ করা হয়েছে যে এটি ছয় নম্বর গেটের কাছে দিল্লির সফদরজং হাসপাতাল এলাকায় অবস্থিত। এই ভিডিওটি X হ্যান্ডলে চার লাখের বেশি ভিউ এবং ২০০০ লাইক সংগ্রহ করেছে। এটি রাস্তার শেফদের অপার প্রতিভা দেখায়, যাঁরা খুব কমই তাঁদের চিত্তাকর্ষক দক্ষতার জন্য স্বীকৃতি পাযন। এই ভিডিওটিতে মন্তব্য করে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “বাহ! উড়ন্ত পরাঠা।” বাবুর্চির দক্ষতার প্রশংসা করে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ?তিনি সব কিছু পেয়েছেন, স্পিন, ড্রিফ্ট, ডিপ।? কেউ মজা করে লিখেছেন, ?আমি আসলেই এমনটা পেয়েছি। আমার স্ত্রী আমার দিকে একবার পরোটা ছুড়ে মারেন।?

এই প্রথমবার নয় যে রাস্তার বিক্রেতা তাঁর লেচি টসিং দক্ষতার জন্য এত প্রশংসা অর্জন করেছেন। গত বছরের জুনে, তানসু ইয়েগেন নামে একজন এক্স ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে একজন বিক্রেতাকে ময়দার সঙ্গে প্রায় অ্যাক্রোবেটিক করতে দেখা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিক্রেতা একটি পাতলা বেলা ময়দা নেন এবং বাতাসে ছুড়ে দেন। মাটিতে পড়ার পরিবর্তে, ময়দা তাঁর কাছে ফিরে আসে। এই অ্যারোডাইনামিকের পরে, লোকটি লেচির আকৃতি নষ্ট না করে ময়দার সঙ্গে খেলতে থাকেন। তিনি তাঁর আঙুলে লেচিটি পুরোপুরি ঘোরান এবং এটিকে নিজের শরীরের চারপাশেও এমনভাবে ঘোরান যেন একটি বাস্কেটবল নিয়ে জাগলিং করছেন।

আরও পড়ুন? ১ লাখ কোটি টাকার বেশি সম্পত্তি, গ্রামের দরিদ্র মহিলাদের ব্যবসায় সাহায্য করেন, অনন্যা বিড়লাকে চেনেন?

ভাইরাল সেই ভিডিও কখন বা কোথায় নেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়। ভিডিওটির ক্যাপশন ছিল, ?আপনার কাজের জন্য গর্বিত হন।? এই ১৮-সেকেন্ডের ভিডিওটি ১৩,০০০ লাইক সংগ্রহ করেছিল। এটি সম্পর্কে মন্তব্য করে, একজন X ব্যবহারকারী লিখেছেন, “আপনি কীভাবে করেন তা আপনি কী করেন, তার চেয়ে কম গুরুত্বপূর্ণ। শ্রেষ্ঠত্ব সবসময় প্রশংসিত হয়।?

JNU Election: রাতে ঘুরল খেলা! পরাস্ত এবিভিপি, JNU বামেদেরই! সব আসনের রংই লাল

নয়াদিল্লি: নিজেদের অস্বিস্তের জানান ভাল ভাবেই দিল বামেরা। গোটা দেশের রাজনীতিতে বামেদের যখন ক্রমশ ফিকে বলে ধরে নিচ্ছেন অনেকেই, সেখানে জেএনইউ-এর বাম দুর্গ অক্ষত রাখল তাঁরা। ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বিপুল জয় পেল বাম ছাত্র সংগঠনগুলি। ছাত্র সংসদের চারটি প্যানেলেই জয়ী হয়েছে বাম ছাত্রজোটের প্রার্থীরা। একটা সময় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত একটি আসনেও জিততে পারল না আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি।

রবিবার দুপুর থেকে জেএনইউ-তে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। বাম জমানার অবসান ঘটিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়ের পূর্বাভাস মিলছিল। ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট বাক্স খুলতেই সেই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু রাতেই বদলে গেল সব হিসেব। গণনা এগোতেই দেখা গেল, ABVP-র প্রার্থীদের পিছনে ফেলে একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে বাম প্রার্থীরা। রাত ১১টার পর ঘোষণা করা হল আনুষ্ঠানিক ফল। সেন্ট্রাল প্যানেলের চার আসনেই জিতল বাম জোটের প্রার্থীরা।

আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, তমলুকে বিজেপির হয়ে লড়বেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে জিতলেন বামেদের ধনঞ্জয়। জেএনইউ ছাত্র সংসদের সহ সভাপতি পদে জিতলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। তিনি ৯২৭ ভোটে হারালেন এবিভিপি প্রার্থীকে। সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদেও জয়ী হয়েছেন বাম প্রার্থীরা।

আরও পড়ুন: দিলীপ ঘোষের লড়াই এবার আরও কঠিন! বদলে গেল কেন্দ্র, তাঁর বদলে মেদিনীপুরে কে?

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সেন্ট্রাল প্যানেলের মূল চারটি পদ- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক- সবকটিতেই জয়ী হয়েছে বাম ছাত্রজোট। রবিবার রাতে ৫৬৫৬টি ব্যালট গোনার পরে সেন্ট্রাল প্যানেলের ফলাফল প্রকাশ করা হয়। সেই ফলাফল অনুযায়ী, আইসা-র(aisa) ধনঞ্জয় সভাপতি পদে জিতেছেন ৯২২ ভোটে। তিনি পেয়েছেন ২৫৯৮ ভোটে। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে এবিভিপি-র উমেশ চন্দ্র আজমীরা পেয়েছেন ১৬৭৬টি ভোট। এসএফআই (sfi)-এর অভিজিৎ ঘোষ সহ সভাপতি পদে জয়ী হয়েছেন ৯২৭টি ভোটে। তিনি পেয়েছেন ২৪০৯ ভোট। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে এবিভিপি-র দীপিকা শর্মা পেয়েছেন ১৪৮২ ভোট। বাপসা (BAPSA)-এর প্রিয়াংশি আর্যা সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ৯২৬ ভোটে। তিনি পেয়েছেন ২৮৮৭ ভোট, তাঁর বিরুদ্ধে এবিভিপির অর্জুন আনন্দ পেয়েছেন ১৯৬১ ভোট। বামেদের মহম্মদ সাজিদ যুগ্ম সম্পাদক পদে জিতেছেন ৫০৮ ভোটে। তিনি পেয়েছেন ২৫৭৪ ভোট। তাঁর বিরুদ্ধে এবিভিপির গোবিন্দ ডাঙ্গি পেয়েছেন ২০৬৬ ভোট।

Arvind Kejriwal Arrest: কেজরিওয়ালের কুর্সিতে স্ত্রী সুনীতা? বড় চমক দিতে পারে আপ, জোর জল্পনা

নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতেই আবগারি মামলায় গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক সম্মেলন করে জেল থেকে দিল্লির মুখ‍্যমন্ত্রীর পাঠানো বার্তা জানালেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল।

ঠিক যেরকমভাবে বসে এতদিন সাংবাদিক সম্মেলন করেছেন দিল্লির মুখ‍্যমন্ত্রী, সেই একইরকম ভাবে, চেয়ারে বসেই জেল থেকে পাঠানো দিল্লির মুখ‍্যমন্ত্রীর বার্তা পড়ে শোনালেন তাঁর স্ত্রী। আপ শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে জেলে। ফলে বর্তমানে দিল্লির মুখ‍্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন কে?

সূত্রের খবর অনুযায়ী, দিল্লির মুখ‍্যমন্ত্রী পদে উঠে আসছে তিনটি নাম। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা, এবং আম আদমি পার্টির দুই মন্ত্রী অতিশী মারলেনী এবং সৌরভ ভরদ্বাজের নাম উঠে আসছে। তবে কেজরিওয়ালের সাংবাদিক সম্মেলনের একইরকম ‘কুর্সি’তে বসেই এদিন বার্তা শোনালেন সুনীতা। পেছনে দেখা গিয়েছে চেনা ভগত সিং এবং ড: বি আর আম্বেদকরের ছবি।

আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ

মেসেজ পড়ার আগে সুনীতা বলেন, ‘‘জেল থেকে বার্তা পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।’’  অরবিন্দের বার্তা, ‘‘গতকাল আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি ভেতরে থাকি বা বাইরে, প্রতি মুহূর্তে দেশের সেবা করে যাব।’’

 

জেল থেকেই আপ নেতার বার্তা,‘‘আমার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের জন্য উত্সর্গীকৃত। আমার শরীরের প্রতিটি কোষ দেশের জন্য। এই পৃথিবীতে আমার জন্ম শুধু সংগ্রামের জন্য। আজ পর্যন্ত অনেক সংগ্রাম করেছি, ভবিষ্যতেও করব। আমার জীবনে অনেক সংগ্রাম লেখা আছে। তাই এই গ্রেফতার আমাকে আর অবাক করে না। আমাদের ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ করতে হবে। ভারতের ভেতরে ও বাইরে অনেক শক্তি রয়েছে যা ভারতকে দুর্বল করে দিচ্ছে। এই শক্তিগুলোকে পরাজিত করতে হবে। আমি শীঘ্রই বেরিয়ে আসব এবং আমার প্রতিশ্রুতি পূরণ করব।’’

সুনীতা কেজরিওয়াল জানালেন, অরবিন্দ বলেছেন, ‘‘আপনাদের সকলের থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। আগের জন্মে নিশ্চই অনেক পূণ‍্য করেছি, তাই ভারতে জন্মেছি। আমরা সকলে মিলে আবার ভারতে মহান বানাব। দিল্লিতে আমার মা বোনেরা হয়তো ভাবছেন, কেজরিওয়াল তো জেলে, এবার কী হবে। জানি না হাজার টাকা আবার পাব কি না। সমস্ত মা বোনেদের কাছে আমার বার্তা, আপনাদের ভাই এবং ছেলের উপর ভরসা রাখুন।’’

স্ত্রী সুনীতার উদ্দ‍্যেশ‍্যে বলেন, ‘‘আমি শীঘ্রই বেরিয়ে আসব এবং আমার প্রতিশ্রুতি পূরণ করব।’’কেজরিওয়াল তার বার্তায় দিল্লির মা-বোনদের মন্দিরে গিয়ে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি আম আদমি পার্টির কর্মীদের কাছেও আবেদন, সমাজসেবার কাজ যেন বন্ধ না হয়। তাঁর বার্তা,‘‘বিজেপির লোকদেরও ঘৃণা করবেন না। তারা সবাই আমাদের ভাই-বোন।’’

মিডিয়া রিপোর্ট অনুসারে, আপাতত অতীশি, ভরদ্বাজ এবং মন্ত্রী কৈলাশ গাহলট দিল্লিতে সরকার পরিচালনা চালিয়ে যাবেন। এদিকে, পাঠক, রাই এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দলের নির্বাচনী প্রস্তুতির দিকে মনোনিবেশ করেছেন। যদিও আইনত জেলে থেকেও মুখ‍্যমন্ত্রীর কাজ করা যায়। এ বিষয়ে পার্টির পক্ষ থেকে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি।

Arvind Kejriwal Arrested: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ

নয়াদিল্লি: গ্রেফতার করা হল দিল্লির মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় আপ নেতাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার সন্ধ‍্যায় দিল্লির মুখ‍্যমন্ত্রীর বাসভবনে পৌছান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যে আবগারি মামলায় উপ মুখ‍্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জেলে রয়েছেন সেই মামলাতেই জিজ্ঞাসাবাদ করার জন‍্যই পৌঁছন ইডি আধিকারিকরা গিয়েছিলেন বলেই খবর।

এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ৯ বার সমন জারি করে দিল্লির মুখ‍্যমন্ত্রীকে তলব করা হলেও তিনি জিজ্ঞাসাবাদের সামনে হাজির হন নি। শেষবার তাঁর গরহাজিরার পরেই তল্লাশির ওয়ারেন্ট-সহ হাজির ইডির উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ‍্যের পর থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় কেজরিওয়ালের বাসভবনের বাইরে।

ইডি হানার খবর পেয়ে আপ শীর্ষ নেতৃত্ব এবং সমর্থকেরা সেখানে পৌঁছে যান। এবং প্রতিবাদ করতে শুরু করেন। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় কেজরিওয়ালের ফোন, ট‍্যাব এবং ল‍্যাপটপ বাজেয়াপ্ত করে ইডি। যদিও এবিষয়ে স্পস্ট কোনও তথ‍্য প্রদান করা হয় নি।

আরও পড়ুন: হার মানবে ইলিশ, ভেটকি! কলাপাতা নয়, এই পাতায় মুড়ে বানান মৌরলা মাছের পাতুরি, নিমেষে চেটেপুটে সাফ ভাতের থালা

আবগারি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ না করা হয়, সেজন্য হাইকোর্টে আগেই আবেদন জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই আবেদন নাকচ করে দেয় আদালত। শেষ পর্যন্ত গ্রেফতার হন আপ নেতা।

প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আবগারি মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। দিল্লির শিক্ষামন্ত্রী এবং আপ নেত্রী অতিশী মারলেনা X করে জানালেন সেকথা।

আবগারি দুর্নীতিতে দিল্লিতে এর আগে মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি। এরপরই মুখ‍্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।