কী বললেন কেজরিওয়াল?

Arvind Kejriwal bail: সুপ্রিম কোর্টে জামিন পেলেন কেজরিওয়াল! ইডি মামলার পর এবার সিবিআই মামলাতেও জামিন দিল্লির মুখ্যমন্ত্রীর

কলকাতা: সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। এর আগে ইডি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার সিবিআই মামলায় জামিন পেলেন কেজরিওয়াল। বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ জামিন দিল কেজরিওয়ালকে। জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জে ভুইয়াঁর বেঞ্চে শুক্রবার রায় ঘোষণা হয়।

শুনানিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, গ্রেফতারিরর আইনি বৈধতার প্রশ্নে হস্তক্ষেপ নয়। তবে জামিন দেওয়া হল। অন্যদিকে বিচারপতি ভুঁইয়া তাঁর পর্যবেক্ষণে বলেন, “গ্রেফতারির প্রয়োজনীতা এবংসময় নিয়ে পৃথক মতামত রয়েছে। সিবিআইয়ের গ্রেফতারিরর সময় একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। ২২ মাস ধরে তাঁরা জিজ্ঞাসাবাদ করলেও গ্রেফতার করার প্রয়োজন বোধ করেননি।”

আরও পড়ুন: বঙ্গোপসাগর ছুঁয়েছে ঘূর্ণাবর্ত…! আসছে নতুন অশনি! ৭ রাজ্য কাঁপাবে অতিভারী বৃষ্টি! কী সতর্কতা বাংলায়? জানিয়ে দিল আইএমডি

বিচারপতি বলেন, “অভিযুক্ত ইডি কেসে জামিন পাচ্ছেন সেই পরিস্থিতি তৈরি হওয়ার পরই গ্রেফতারি নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। সিবিআইয়ের দেরিতে গ্রেফতারি জাস্টিফায়েড নয়। ট্রায়াল প্রক্রিয়া কখনই শাস্তি হয়ে দাঁড়াতে পারে না।”