অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন

Arvind Kejriwal Gets Bail: আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালত জামিন মঞ্জুর করল দিল্লির মুখ্যমন্ত্রীর। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে তাঁর জামিন মঞ্জুর করা হয়। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে রাউস অ্যাভিনিউ কোর্ট।

প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে ২১ দিনের অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হয় কেজরিওয়ালের। অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হলে ২ জুন দিল্লির তিহাড় জেলে গিয়ে আত্মসমর্পণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। যা নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়।

অবশেষে আজ বৃহস্পতিবার ২০ জুন, ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে দিল্লির মুখ্যমন্ত্রীকে আপাতত স্বস্তি দিল আদালত। কেজরিওয়ালের আইনজীবী এদিন বলেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে তাঁর ক্লায়েন্টের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। আম আদমি পার্টি (এএপি) প্রধান তাই সম্ভবত শুক্রবারেই জেল থেকে বেরিয়ে আসতে পারেন, কারণ জামিনের আদেশ আগে জেলে পৌঁছাতে হবে। তাঁর পরেই বাইরে আসতে পারবেন কেজরি।”