অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারে বসবেন কে?

Delhi new CM: অক্সফোর্ড ফেরত অতসী না পরিণীতির স্বামী রাঘব চাড্ডা! দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর দৌড়ে কারা?

নয়াদিল্লি: দুনীর্তির দায় মুক্ত হয়েই তিনি ফের মুখ্যমন্ত্রীর পদে ফিরবেন৷ আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর ইতিমধ্যেই এই ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়েই রাজনৈতিক মহলে তুমুল কৌতূহল তৈরি হয়েছে৷

কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে আজই তাঁর বাড়িতে যান আপ-এর অন্যতম সিনিয়র নেতা মণীশ সিসোদিয়া৷ যদিও কেজরিওয়ালের সঙ্গে বৈঠক সেরে বেরনোর সময় কোনও প্রতিক্রিয়া দেননি তিনি৷ তবে মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে কাকে বসানো হবে, তা নিয়েই কেজরিওয়ালের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন সিসোদিয়া৷

আরও পড়ুন: কালীঘাটের বাড়িতেই কেন বৈঠক? এই মিটিংয়েই সমাধান? নিউজ ১৮ বাংলা-কে জানালেন মমতা

আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷ যদিও কেজরিওয়াল দাবি তুলেছেন, আগামী নভেম্বর মাসে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সঙ্গেই দিল্লির নির্বাচনও করিয়ে নিক নির্বাচন কমিশন৷ তবে মণীশ সিসোদিয়া জানিয়ে দিয়েছেন, তিনিও নির্বাচনে জয়ী না হয়ে সরকারের কোনও পদে ফিরবেন না৷ ফলে আপ-এর শীর্ষ নেতাদের মধ্যে কেউ যে মুখ্যমন্ত্রীর চেয়ারে আপাতত বসছেন না, তা পরিষ্কার৷

এই পরিস্থিতিতে আপ-এর পাঁচ জন নেতানেত্রীর নামই মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে ঘোরাফেরা করছে৷ এদের মধ্যে সবার আগে রয়েছে আপ নেত্রী এবং দিল্লি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অতসীর নাম৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ৪৩ বছর বয়সি অতসী দিল্লির শিক্ষামন্ত্রী এবং পূর্ত মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন৷

সৌরভ ভরদ্বাজ দিল্লির তিন বারের বিধায়ক৷ আপ সরকারে স্বাস্থ্য দফতরের মন্ত্রীও থিনি৷ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপ-এর জাতীয় মুখপাত্রের দায়িত্বও সামলেছেন৷ কেজরিওয়ালের চেয়ারে বসার আর এক দাবিদার হিসেবে উঠে আসছে রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নামও৷ দেশের তরুণ সাংসদদের মধ্যে অন্যতম পরিচিত মুখও ৩৫ বছরের রাঘব চাড্ডা৷ তাঁর আরও একটি পরিচয় তিনি অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী৷ মুখ্যমন্ত্রী পদে দাবিদার হিসেবে দিল্লির নজফগড়ের বিধায়ক কৈলাস গেহলট এবং আপ-এর আর এক রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-এর নাম৷ এখন দেখার, শেষ পর্যন্ত কাকে নিজের চেয়ার ছেড়ে দেন কেজরিওয়াল৷