উদ্ধার বিশালাকার বিষধর সাপ Representative Image

Snake Alert: চার চার ফুট লম্বা…! গীতাঞ্জলি পার্ক এলাকায় বাড়ির ভিতর থেকে উদ্ধার বিশালাকার বিষধর সাপ

কলকাতা: শহর কলকাতায় এবার সাপের আতঙ্ক। রবিবার রাতের অন্ধকারে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের সোনামুখী বাকপোতা লিঙ্ক রোড গীতাঞ্জলি পার্ক এলাকার বাসিন্দা রমেশ মণ্ডলের বাড়ির ভিতরে ঢুকে পড়ে একটি বিষধর সাপ। আচমকা বিরাট ওই সাপ দেখে রীতিমতো হইচই পরে যায়। আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। ছুটে আসেন আশেপাশের বাড়ির মানুষ।

ঘটনায় এরপর দিবাকর নষ্কর নামে এক সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে যোগাযোগ করলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভিতর থেকে প্রায় চার ফুটের ওই বিষধর সাপটিকে উদ্ধার করা হয়। পরে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়।

আরও পড়ুন: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ…! CBI ‘রিমান্ড কপিতে’ যা বেরিয়ে এল, চমকে দেবে!

প্রসঙ্গত, বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায় ৷ এদিক ওদিকে এইসময় সাপ বেশি দেখা যায় ৷ বর্ষাকালে সকাল ও সন্ধ্যায় সাপে কামড়ানোর প্রকোপও বেশি হয় ৷ প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে ৷ আপনি যদি অসতর্কভাবে সাপের উপর পা রাখেন, আপনাকে চোখের পলকে কামড় দেবে । বিশেষজ্ঞরা এই সময়ে বিভ্রান্ত না-হওয়ার জন্য কিছু টিপস অনুসরণ করার পরামর্শ দেন।

আরও পড়ুন: কে এই ইন্দিরা…? জুনিয়র ডাক্তারদের নতুন উকিলের ‘অভিজ্ঞতা’ চমকে দেবে! সুপ্রিম কোর্টে ঝড় তুলবেন মঙ্গলে?

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, সাপে কামড়ানো শরীরের অংশে সাবান জল বা অ্যান্টি-সেপটিক লোশন দিয়ে পরিষ্কার করা উচিত ৷ যতটা সম্ভব শরীরের সেই অংশটি নাড়ানো উচিত নয় ৷ বিশেষ করে হাঁটা এবং দৌড়ানো সেই সময়ে করা উচিত নয় । কারণ তা করলে বিষ দ্রুত শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়তে পারে । তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন।

সমীর মণ্ডল