Tag Archives: Ashok Dinda

Ashok Dinda: ‘হেরো নেতারাই তো স্টার!’ বিস্ফোরক বিধায়ক অশোক দিন্দা, আরও বেকায়দায় বিজেপি

কলকাতা: লোকসভা ভোটে বাংলায় দলের বিপর্যয়ের পরই সরব হয়েছেন সৌমিত্র খাঁ, দিলীপ ঘোষের মতো নেতারা৷ ফলে এমনিতেই অস্বস্তিতে রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ এবার দলের নেতাদের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক এবং প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা৷

এ দিন বিধানসভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ উগরে দেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিধায়ক৷ দলের কোনও নেতার নাম না করেই দিন্দা বলেন, ‘বিজেপিতে যাঁরা হারবে, তাঁরাই স্টার। যাঁরা বিভিন্ন জায়গায় প্রচারে যান, তাঁরা তো নিজেরাই জিততে পারেন না। এক একজন কতবার টিকিট পাবে? চার বার, পাঁচ বার?’

আরও পড়ুন: ‘নামেই ঢ্যাঁড়শ, তারও এত দাম!’ কোন কোন সবজির আগুন দামে অবাক মমতাও?

প্রসঙ্গত, আগামিকাল, বুধবার চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে৷ তার ঠিক আগের দিন দলের বিধায়কের এ হেন মন্তব্যে আরও বেকায়দায় পড়ল বিজেপি রাজ্য নেতৃত্ব৷

কিন্তু কাকে নিশানা করলেন অশোক দিন্দা? বিজেপির অন্দরে তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ ফলে তাঁর এই মন্তব্যে বিজেপির অভ্যন্তরীণ কাজিয়া ফের প্রকাশ্যে চলে এল৷

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ভোটে দলের বিপর্যয়ের কারণ হিসেবে দলীয় নেতাদের বিরুদ্ধে সরব হয়ে ‘বেসুরো’ হয়েছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সৌমিত্র খাঁ সহ একাধিক নেতা।

সৌমিত্র নিজে বিষ্ণুপুর থেকে জয়ী হলেও সামগ্রিক ভাবে রাজ্যে বিজেপির খারাপ ফলের জন্য তিনি রাজ্য নেতৃত্বকে অযোগ্য বলেও আক্রমণ করেছিলেন৷ সৌমিত্র অবশ্য দিলীপ ঘোষের পক্ষেই কথা বলেছিলেন৷

আবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাঁর পরাজয়ের নেপথ্যে কাঠিবাজি এবং চক্রান্তেরও বিস্ফোরক অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তবে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা কারও নাম না করলেও যেভাবে বাংলায় ‘পরাজিত নেতারাই স্টার’ বলে মন্তব্য করলেন তাতে রাজ্য বিজেপির অন্দরেও নতুন ঝড় উঠতে চলেছে।

আইপিএলের প্রথম বল, বিরাট কোহলির উইকেট! ‘এই’ বাঙালির রয়েছে এমন রেকর্ড, কে বলুন তো

কলকাতা: বাংলার ক্রিকেটার মানেই জাতীয় দলে ব্রাত্য!

কথাটা খুব একটা ভুল নয়। আর সেটা মনোজ তিওয়ারির সঙ্গে ঘটে যাওয়া অবিচারের কথা মনে করলেই বোঝা যায়। তবে তাতে বাংলার ক্রিকেটাররা কিন্তু তাতে একটুও দমে যাননি। বরং মানসিকভাবে আরও দৃঢ় হয়ে পারফর্ম করে গিয়েছেন।

টিম ইন্ডিয়ার হয়ে মাত্র ২২টা ম্যাচ খেলেছিলেন তিনি। তাঁর ক্রিকেট কেরিয়ার দীর্ঘ হয়নি। তবে অশোক দিন্দা আন্তর্জাতিক ক্রিকেটে স্বল্প সময়েই নাম করেছিলেন।

আরও পড়ুন- তিন ম্যাচে ১৭টি ছক্কা! ঠিক যেন ‘ডানহাতি গেইল’, এবার আইপিএলের ভয়ঙ্কর ব্যাটার ইনি

২০০৪-০৫ মরশুমে তিনি কলকাতায় ট্রায়াল দেন। তাঁর বোলিং দেখে পছন্দ হয় কোচের। এর পর অশোক দিন্দা বাংলার হয়ে রনজি খেলেন। তবে তাঁর কেরিয়ার খুব বেশিদূর এগোয়নি।

ভারতীয় দলের হয়ে টি-২০ তে অভিষেক হয়েছিল তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ৩ ওভার বোলিং করেছিলেন তিনি। এক উইকেট পেয়েছিলেন। তবে রান দিয়েছিলেন ৩৪।

২০১৩-র পর আর অশোক দিন্দা ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ২০২১ সালে অশোক দিন্দা অবসর নেন। এর পরই রাজনীতির ময়দানে নামেন দিন্দা।

অনেকেই হয়তো জানেন না, আইপিএলে অশোক দিন্দার প্রথম শিকার বিরাট কোহলি। সম্প্রতি আইপিএলে মণিমরন সিদ্ধার্থের প্রথম শিকার হয়েছেন বিরাট কোহলি। আর তার পরই অনেকের প্রশ্ন, আর কোন কোন বোলারের আইপিএল প্রথম শিকার কোহলি!

আরও পড়ুন- ২৫ কোটির বোলারকে নিয়ে ‘বড়’ সিদ্ধান্ত কেকেআরের! আজই যা হওয়ার হবে আইপিএলে

অশোক দিন্দা ছাড়াও এই তালিকায় রয়েছেন অ্যালবি মর্কেল, চেতন্য নন্দ, ডাগ ব্রেসওয়েল, মিচেল ম্যাকক্লেনাঘান, ডিওয়াল্ড ব্রেভিস, হরপ্রীত ব্রার এবং এম সিদ্ধার্থ। এই বোলাররাও আইপিএলে বোলিং করতে এসে প্রথমেই আউট করে দেন বিরাট কোহলিকে।