দ্রাবিড়কে চায়নি বোর্ড! কোচ হওয়ার অফার ছিল আরেক ক্রিকেটারের কাছে! হাঁড়ির খবর

মুম্বই: টিম ইন্ডিয়ার নতুন কোচের খোঁজে ব্যস্ত হয়েছিল বিসিসিআই। কিন্তু শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড়কেই রাজি করাল ভারতীয় ক্রিকেট বোর্ড। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে।

বোর্ড নতুন কোচের খোঁজ করেছিল। এক প্রাক্তন ক্রিকেটারের কাছে প্রস্তাবও যায়। কিন্তু সেই প্রাক্তন তারকা রাজি হননি। তিনি সাফ জানিয়ে দেন, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য তিনি আগ্রহী নন। ফলে শেষ পর্যন্ত দ্রাবিড়ে ফের আস্থা রাখলেন জয় শাহরা।

আরও পড়ুন- Ind vs Aus T20: ম্যাক্সওয়েলের মেগা শতরান, জলে গেল রুতুরাজের লড়াই, সিরিজ ২-১

ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার আশিস নেহরাকে টি-টোয়েন্টি দলের কোচ হওয়ার প্রস্তাব দিলেও নেহরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আইপিএলে গুজরাত টাইটান্সের কোচ তিনি। প্রথমবার কোচ হয়েই সাফল্যও পেয়েছেন। আবার ধারাভাষ্যকার হিসেবেও এখন তাঁর নামডাক হয়েছে।

গুজরাত ২০২২ সালে প্রথম মরসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল। তার পর ২০২৩ সালে তারা রানার আপ হয়। নেহেরার উপর যথেষ্ট ভরসা রয়েছে গুজরাত টিম ম্যানেজমেন্টের।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন ফরম্যাটেই দলকে কোচিং করছিলেন দ্রাবিড়। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় যৌথভাবে খেলা হবে।

আরও পড়ুন- সুন্দরী এক সময়ে রিং কাঁপাতেন, আজ তিনি মানুষ মারার দায়ে ১৭ বছরের জন্য জেলে

অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকার মনে করেন, রাহুল দ্রাবিড়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে দলের সাথে থাকা উচিত।

টিম ইন্ডিয়া তিনটি ফরম্যাটেই ভাল পারফর্ম করছে। র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে ভারত। কিন্তু গত ১০ বছরে কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া।

শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ২০১৩ সালে। এমএস ধোনির অধিনায়কত্বে। রাহুল দ্রাবিড়ের কোচিং ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে উঠতে সফল হয়েছিল। কিন্তু দুবারই রানার্সআপ থাকতে হয়েছিল।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F