বৃহস্পতি গ্রহ

Astro Tips: আপনার ভাগ্যচক্রে কি বৃহস্পতি নীচস্থ, বৃহস্পতি তুঙ্গে করুন সহজ কিছু উপায়ে, রইল জ্যোতিষীর সঠিক টিপস

আপনার কি বৃহস্পতির দশা চলছে। বা বৃহস্পতি কে আরও চাঙ্গা করতে চান। তাহলে করুন এক সহজ পদ্ধতি। বৃহস্পতির সুফল পাবেন অতি সহজেই।
আপনার কি বৃহস্পতির দশা চলছে। বা বৃহস্পতি কে আরও চাঙ্গা করতে চান। তাহলে করুন এক সহজ পদ্ধতি। বৃহস্পতির সুফল পাবেন অতি সহজেই।
জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবারে বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব থাকে। জ্ঞান, সৌভাগ্য ও দাম্পত্য জীবনে বৃহস্পতি প্রভাব বিস্তার করে। বৃহস্পতিকে গুরু গ্রহও বলা হয়ে থাকে। জ্যোতিষ অনুসারে বৃহস্পতির সুদৃষ্টি পেলে জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে। যে কারণে কারোর খুব ভাল সময় চললে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে বলা হয়।
জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবারে বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব থাকে। জ্ঞান, সৌভাগ্য ও দাম্পত্য জীবনে বৃহস্পতি প্রভাব বিস্তার করে। বৃহস্পতিকে গুরু গ্রহও বলা হয়ে থাকে। জ্যোতিষ অনুসারে বৃহস্পতির সুদৃষ্টি পেলে জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে। যে কারণে কারোর খুব ভাল সময় চললে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে বলা হয়।
আপনার বৃহস্পতি খারাপ। বৃহস্পতির জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বৃহস্পতি নীচস্থ। বৃহস্পতির দশা চলছে, আপনার ছক অনুযায়ী বৃহস্পতির অবস্থান খারাপ। বৃহস্পতির নক্ষত্র খারাপ হলে বিভিন্ন সমস্যাতে জর্জরিত হয়ে পড়ছেন। তাহলে বৃহস্পতি ঠিক করতে গেলে পরপর ২১টি বৃহস্পতিবার কাজটি করুন মিলবে সুরাহা।
আপনার বৃহস্পতি খারাপ। বৃহস্পতির জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বৃহস্পতি নীচস্থ। বৃহস্পতির দশা চলছে, আপনার ছক অনুযায়ী বৃহস্পতির অবস্থান খারাপ। বৃহস্পতির নক্ষত্র খারাপ হলে বিভিন্ন সমস্যাতে জর্জরিত হয়ে পড়ছেন। তাহলে বৃহস্পতি ঠিক করতে গেলে পরপর ২১টি বৃহস্পতিবার কাজটি করুন মিলবে সুরাহা।
জন্মছকে বৃহস্পতি উচ্চে থাকলে জাতকের সৌভাগ্য অত্যন্ত প্রবল থাকে, আবার বৃহস্পতি নীচে থাকলে জীবনে নানা সমস্যা দেখা দেয়। বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে বৃহস্পতিবার কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজ করবেন।
জন্মছকে বৃহস্পতি উচ্চে থাকলে জাতকের সৌভাগ্য অত্যন্ত প্রবল থাকে, আবার বৃহস্পতি নীচে থাকলে জীবনে নানা সমস্যা দেখা দেয়। বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে বৃহস্পতিবার কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজ করবেন।
জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, একটি হলুদ কাপড় নেবেন, কয়েকটি হলুদ ফুল নেবেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাড়ির নিকটবর্তী যে মন্দির আছে সেখানে রেখে আসবেন। এই কাজটা করতে হবে পরপর ২১টি বৃহস্পতিবার।
জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, একটি হলুদ কাপড় নেবেন, কয়েকটি হলুদ ফুল নেবেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাড়ির নিকটবর্তী যে মন্দির আছে সেখানে রেখে আসবেন। এই কাজটা করতে হবে পরপর ২১টি বৃহস্পতিবার।
জ্যোতিষ অনুসারে বিবাহিত জীবনে বৃহস্পতির বিশেষ প্রভাব রয়েছে। বৃহস্পতির কুদৃষ্টি থাকলে বিয়ে হতে দেরি হয়। বিবাহিত জীবনেও ঝামেলা লেগেই থাকে। সেই কারণে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিদেবের পুজো করুন। এতে জীবনে সৌভাগ্য লাভ করবেন।
জ্যোতিষ অনুসারে বিবাহিত জীবনে বৃহস্পতির বিশেষ প্রভাব রয়েছে। বৃহস্পতির কুদৃষ্টি থাকলে বিয়ে হতে দেরি হয়। বিবাহিত জীবনেও ঝামেলা লেগেই থাকে। সেই কারণে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিদেবের পুজো করুন। এতে জীবনে সৌভাগ্য লাভ করবেন।
বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরীবদের দান করুন। শস্য ও কেশর দান করা এদিন অত্যন্ত শুভ। বৃহস্পতির শুভ ফল পেতে এদিন কোনও মন্দিরেও দান করতে পারেন।
বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরীবদের দান করুন। শস্য ও কেশর দান করা এদিন অত্যন্ত শুভ। বৃহস্পতির শুভ ফল পেতে এদিন কোনও মন্দিরেও দান করতে পারেন।
বৃহস্পতিবারে উপবাস রাখাও অত্যন্ত শুভ। সত্যনারায়ণের কথা শোনাও বৃহস্পতিবারে অত্যন্ত শুভ ফলদায়ক। এদিন স্নান করে হলুদ পোশাক পরুন। এর ফলে সৌভাগ্যের কৃপা পাবেন।
বৃহস্পতিবারে উপবাস রাখাও অত্যন্ত শুভ। সত্যনারায়ণের কথা শোনাও বৃহস্পতিবারে অত্যন্ত শুভ ফলদায়ক। এদিন স্নান করে হলুদ পোশাক পরুন। এর ফলে সৌভাগ্যের কৃপা পাবেন।
জ্ঞান-বুদ্ধি বাড়াতে বৃহস্পতিবারে স্নান সেরে হলুদ পোশাক পরে চন্দন ও হলুদ ফুল দিয়ে বৃহস্পতির পুজো করুন। প্রসাদ হিসেবে গুড় ও ডাল নিবেদন করুন।
জ্ঞান-বুদ্ধি বাড়াতে বৃহস্পতিবারে স্নান সেরে হলুদ পোশাক পরে চন্দন ও হলুদ ফুল দিয়ে বৃহস্পতির পুজো করুন। প্রসাদ হিসেবে গুড় ও ডাল নিবেদন করুন।
বৃহস্পতিবার নখ, চুল-দাড়ি কাটাবেন না৷ যদি কাটেন তাহলে নাকি আয়ু কমে যায়৷ এমনকী সন্তানেরও ক্ষতি হতে পারে৷ এইদিন আমিষ খাবার খাবেন না৷ একই সঙ্গে মদ্যপানও করবেন না৷ এতে অর্থাভাব বেড়ে যায়।
বৃহস্পতিবার নখ, চুল-দাড়ি কাটাবেন না৷ যদি কাটেন তাহলে নাকি আয়ু কমে যায়৷ এমনকী সন্তানেরও ক্ষতি হতে পারে৷ এইদিন আমিষ খাবার খাবেন না৷ একই সঙ্গে মদ্যপানও করবেন না৷ এতে অর্থাভাব বেড়ে যায়।