Assembly Special Session: প্রয়োজন হচ্ছে না রাজ্যপালের অনুমতির! সোমবারই বসছে বিশেষ অধিবেশন, আনা হচ্ছে নতুন বিল

কলকাতা্: আগামী সোমবার থেকেই রাজ্য বিধানসভায় বসতে চলেছে বিশেষ অধিবেশন৷ দু’দিনের জন্য এই অধিবেশন বসবে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, আগামী সোমবার, ২ সেপ্টেম্বর দুপুর দু’টোয় সোমবার বসবে অধিবেশন। যদিও সেদিন শোকপ্রস্তাব পাঠ করেই শেষ হবে।

এরপরে, মঙ্গলবার বেলা ১১টায় বসবে অধিবেশন। ওই দিনই ধর্ষণ এবং নারী নির্যাতন সংক্রান্ত রাজ্য সরকারের বিশেষ বিল পেশ করা হবে বিধানসভায়। হবে আলোচনা।

গত ৫ অগাস্ট অধিবেশন অনির্দিষ্টকালীন মুলতুবি করা হয়েছিল (সাইন এ ডাই)৷

ফলে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে রাজ্যের তরফে।

আরও পড়ুন: এবার হোক ‘ত্রিফলা’ অভিযান! নবান্ন অভিযানের রেশ কাটতে না কাটতেই ছাত্রসমাজকে নতুন পরামর্শ শুভেন্দুর

গত বুধবার, তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের অপরাধের দ্রুত বিচার ও ফাঁসির সাজার নিদান দিয়ে নয়া বিল আনবে রাজ্য৷ আগামী মাসের শুরুতেই বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করা এই বিল৷ মঞ্চে ঘোষণার পরেই মন্ত্রিসভার বৈঠকেও গৃহীত হয় এই সিদ্ধান্ত৷

যদিও এই বিলের তীব্র বিরোধিতা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার৷ আরও এক ধাপ এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাত্রসমাজকে আহ্বান জানিয়েছেন, ওই দিন কালীঘাট, নবান্ন এবং লালবাজারে পতাকা ছাড়াই ত্রিমুখী অভিযান করুক তাঁরা৷

আরও পড়ুন: ‘ফাঁসির সাজা চাই..,’ বিধানসভায় ধর্ষণ নিয়ে কড়া বিল আনছেন মমতা! দুপুরের ঘোষণার পরে মন্ত্রিসভার বৈঠকেও সিদ্ধান্ত

তিনি বলেন, ‘‘লালবাজার, কালীঘাট, নবান্ন অভিযান পতাকা ছাড়া একদিনে করুন। মুখ্যমন্ত্রী অধিবেশন ডাকার কে? ছাত্র সমাজকে বলব বিধানসভার অধিবেশনের দিন ওই দিন বিধানসভা অভিযান করুন।’’