প্রতিকী ছবি

Astro Tips to make you Lucky: ৭ দিনেই কামাল, শুভ কাজে বেরনোর আগে এই টোটকায় করুন কামাল, পাহাড় সমান বিপত্তি টলে যাবে

জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবার হল সূর্যদেবতার দিন। শুভ কাজে বেরোনোর আগে সেই দিন মুখে একটু পানপাতা দিয়ে বেরোলে শুভ। তেমনই সোমবার দিনটি চন্দ্রদেবতা এবং হিন্দুধর্মে সোমবার শিবের দিন বলে মনে করা হয়। বাড়ি থেকে বেরনোর আগে আয়নায় নিজের মুখ একবার দেখে নিয়ে কাজে বেরোলে তাতে সাফল্য নিশ্চিত।
জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবার হল সূর্যদেবতার দিন। শুভ কাজে বেরোনোর আগে সেই দিন মুখে একটু পানপাতা দিয়ে বেরোলে শুভ। তেমনই সোমবার দিনটি চন্দ্রদেবতা এবং হিন্দুধর্মে সোমবার শিবের দিন বলে মনে করা হয়। বাড়ি থেকে বেরনোর আগে আয়নায় নিজের মুখ একবার দেখে নিয়ে কাজে বেরোলে তাতে সাফল্য নিশ্চিত।
মঙ্গলবার বাড়ি থেকে বেরোনোর আগে মুখে এক টুকরো গুড় ফেলে দিলে এই সহজ টোটকায় সকলের উপর শুভ প্রভাব থাকবে ও সব কাজে সহজেই সাফল্য লাভ করতে পারবেন সহজেই।
মঙ্গলবার বাড়ি থেকে বেরোনোর আগে মুখে এক টুকরো গুড় ফেলে দিলে এই সহজ টোটকায় সকলের উপর শুভ প্রভাব থাকবে ও সব কাজে সহজেই সাফল্য লাভ করতে পারবেন সহজেই।
কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে এবং সেই কাজ বুধবারে সম্পূর্ণ করার উদ্দেশ্যে বেরোনো যায়, তাহলে বাড়ি থেকে বেরনোর আগে একটু সবুজ ধনেপাতা খেয়ে বেরোলে আটকে থাকা কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হবে।
কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে এবং সেই কাজ বুধবারে সম্পূর্ণ করার উদ্দেশ্যে বেরোনো যায়, তাহলে বাড়ি থেকে বেরনোর আগে একটু সবুজ ধনেপাতা খেয়ে বেরোলে আটকে থাকা কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হবে।
বৃহস্পতিবার কোনও শুভ কাজ থাকলে বাড়ি থেকে বেরনোর আগে এক চিমটে গোটা জিরে খাওয়া উচিৎ। এতে সব কাজেই নিশ্চিত ভাবে জয় নিশ্চিত।
বৃহস্পতিবার কোনও শুভ কাজ থাকলে বাড়ি থেকে বেরনোর আগে এক চিমটে গোটা জিরে খাওয়া উচিৎ। এতে সব কাজেই নিশ্চিত ভাবে জয় নিশ্চিত।
শুক্রবারের জন্য দই আর চিনি খাওয়া শুভ বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। এদিন কোনও দরকারি কাজ থাকলে বাড়ি থেকে বেরনোর আগে একটু দই আর চিনি খেয়ে নিলে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে।
শুক্রবারের জন্য দই আর চিনি খাওয়া শুভ বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। এদিন কোনও দরকারি কাজ থাকলে বাড়ি থেকে বেরনোর আগে একটু দই আর চিনি খেয়ে নিলে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনি দেবতার দিন। এদিন বাড়ি থেকে দরকারি কাজে বেরনোর আগে এক টুকরো আদা খেয়ে বেরোনো ভাল। এর ফলে দরকারি কাজ নির্বিঘ্নে সারতে পারবেন সকলেই। Input- Susmita Goswami
জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনি দেবতার দিন। এদিন বাড়ি থেকে দরকারি কাজে বেরনোর আগে এক টুকরো আদা খেয়ে বেরোনো ভাল। এর ফলে দরকারি কাজ নির্বিঘ্নে সারতে পারবেন সকলেই।
Input- Susmita Goswami