Vastu Tips for money: ধারেকাছে ঘেঁষবে না আর্থিক অনটন, ছুঁতে পারবে না অভাব…সবসময় পকেটে থাকবে টাকা! প্রদীপ দিয়ে করুন এই প্রতিকার

সনাতন ধর্মে প্রদীপ জ্বালানোর প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। এটি মা লক্ষ্মীর প্রতীক হিসাবেও বিবেচিত হয়। কথিত আছে, সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারে এবং ঠাকুরঘরে প্রদীপ জ্বালালে সংসারে সুখ ও শান্তি আসে।
সনাতন ধর্মে প্রদীপ জ্বালানোর প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। এটি মা লক্ষ্মীর প্রতীক হিসাবেও বিবেচিত হয়। কথিত আছে, সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারে এবং ঠাকুরঘরে প্রদীপ জ্বালালে সংসারে সুখ ও শান্তি আসে।
সন্ধেবেলা বাড়িতে প্রদীপ জ্বালালে দেব-দেবীর কাছ থেকে আশীর্বাদও লাভ কর যায়। কিন্তু, জানেন কি, প্রদীপ সংক্রান্ত এমন কিছু উপায় রয়েছে যা কখনও কখনও অলৌকিক ফলাফল দেয়৷ সংসারে শান্তি আসে, এমনকি, আর্থিক সমস্যা, টানাটানি, টাকা সংক্রান্ত অভাব অভিযোগ থাকলেও প্রদীপের বিশেষ প্রতিকারে ফল মেলে৷
সন্ধেবেলা বাড়িতে প্রদীপ জ্বালালে দেব-দেবীর কাছ থেকে আশীর্বাদও লাভ কর যায়। কিন্তু, জানেন কি, প্রদীপ সংক্রান্ত এমন কিছু উপায় রয়েছে যা কখনও কখনও অলৌকিক ফলাফল দেয়৷ সংসারে শান্তি আসে, এমনকি, আর্থিক সমস্যা, টানাটানি, টাকা সংক্রান্ত অভাব অভিযোগ থাকলেও প্রদীপের বিশেষ প্রতিকারে ফল মেলে৷
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, সনাতন ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়। সাধারণ বিশ্বাস, এটি করলে মা লক্ষ্মী সন্ধেবেলা ঘরে আসেন এবং অধিষ্ঠিত হন। সকল দেব-দেবী খুশি হন। আসুন জেনে নেওয়া যাক, কী ভাবে প্রদীপ জ্বালালে তা শুভ বলে বিবেচিত হয়৷
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, সনাতন ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়। সাধারণ বিশ্বাস, এটি করলে মা লক্ষ্মী সন্ধেবেলা ঘরে আসেন এবং অধিষ্ঠিত হন। সকল দেব-দেবী খুশি হন। আসুন জেনে নেওয়া যাক, কী ভাবে প্রদীপ জ্বালালে তা শুভ বলে বিবেচিত হয়৷
আপনি যদি কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে মা লক্ষ্মীর সামনে সাতমুখী প্রদীপ জ্বালানো উচিত। এতে সংসার থেকে দারিদ্র্য দূর থাকে এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়।
আপনি যদি কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে মা লক্ষ্মীর সামনে সাতমুখী প্রদীপ জ্বালানো উচিত। এতে সংসার থেকে দারিদ্র্য দূর থাকে এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়।
হয়ত, প্রাণ মন ঢেলে কাজ করছেন, কিন্তু, কর্মক্ষেত্রে না অর্থপ্রাপ্তি বাড়ছে, না সম্মান৷ এমন অবস্থায় প্রতিদিন সকালে উদীয়মান সূর্যকে জল অর্পণ করে ঘিয়ের প্রদীপ দিয়ে তাঁর আরতি করা উচিত। এটা করলে জীবনে সম্মান বাড়ে। সূর্য দেবের আশীর্বাদও পাওয়া যায়।
হয়ত, প্রাণ মন ঢেলে কাজ করছেন, কিন্তু, কর্মক্ষেত্রে না অর্থপ্রাপ্তি বাড়ছে, না সম্মান৷ এমন অবস্থায় প্রতিদিন সকালে উদীয়মান সূর্যকে জল অর্পণ করে ঘিয়ের প্রদীপ দিয়ে তাঁর আরতি করা উচিত। এটা করলে জীবনে সম্মান বাড়ে। সূর্য দেবের আশীর্বাদও পাওয়া যায়।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।