জ্যোতিষকাহন Astrology: ১০০ বছর পর…পুজোর সময়েই তৈরি রাজযোগ! সোনায় মুড়বে ৩ রাশির কপাল, ধন সম্পদের বন্যা Gallery October 7, 2024 Bangla Digital Desk জ্যোতিষশাস্ত্র অনুসারে নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে প্রতিটি গ্রহ। গ্রহের গোচরের সরাসরি প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক জাতিকার উপরে। গ্রহের গোচরের শুভ প্রভাবে কপাল খুলতে পারে কোনও রাশির, আবার খারাপ সময়ও আসতে পারে কোনও কোনও রাশির জাতক জাতিকার জীবনে। এই পুজোর সময়েও রাশি পরিবর্তন করতে চলেছে বেশ কয়েকটি গ্রহ। গ্রহের বিভিন্ন অবস্থানের উপর ভিত্তি করেই তৈরি হয় যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, পুজোর সময়েই শুক্র এবং মঙ্গল, এই দুই গ্রহ তৈরি করতে চলেছে রাজ যোগ এবং নবপঞ্চম যোগ। ১০০ বছর পর তৈরি হতে চলেছে এমন যোগ। যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকার ভাগ্য খুলবে। ৮ অক্টোবর শুক্র এবং মঙ্গল তৈরি করবে নব পঞ্চম যোগ। যার ফলে বিশেষত লাভবান হবেন তিন রাশির জাতক জাতিকারা। মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় আনতে চলেছে পুজোর সময় তৈরি হওয়া এই বিশেষ যোগ। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। বেতন বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা সংক্রান্ত কর্মস্থলে ভ্রমণের সুযোগ থাকতে পারে। সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় আসতে চলেছে পুজোর সময়ে তৈরি হওয়া শুভ যোগে। বিবাহিত জীবনে সুখের সময়। চাকরিপ্রার্থীরা চাকরি পেতে পারেন। পেশাগত জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তুলা রাশি: নব পঞ্চম যোগ তুলা রাশির জাতক জাতিকাদের জন্যও ইতিবাচক হতে চলেছে। চাকরিপ্রার্থীরাদের জন্য ভাল সময়। পূর্ব নির্ধারিত পরিকল্পনা পূরণ হতে পারে।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)