প্রতীকী ছবি৷

Eye Surgery: চোখের অস্ত্রোপচার করতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন ১৬ জন! খাস কলকাতার সরকারি হাসপাতালেই বিপত্তি

কলকাতা: সরকারি হাসপাতালে চোখের ছানি অপারেশন করতে গিয়ে বিপত্তি৷ দৃষ্টিশক্তি হারালেন অন্তত ১৬ জন রোগী৷ যদিও রোগীদের পরিবারের দাবি অনুযায়ী সংখ্যাটা ২৫৷ চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে মেটিয়াবুরুজ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিরুদ্ধে৷ স্থানীয় ভাবে যা নাদিয়াল হাসপাতাল হিসেবেই পরিচিত৷

এই ঘটনা সামনে আসতেই তড়িঘড়ি দৃষ্টিশক্তি হারানো রোগীদের কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমলজিতে নিয়ে এসে চিকিৎসা শুরু করেছে স্বাস্থ্য দফতর৷ অভিযোগ, গত সপ্তাহের শুক্র এবং শনিবার যে রোগীদের চোখের ছানি কাটানোর অস্ত্রোপচার হয় মেটিয়াবুরুজ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে, তাঁদের মধ্যে অধিকাংশই দৃষ্টিশক্তি হারিয়েছেন৷

আরও পড়ুন: অন্তরালে থেকেই প্রথম বার মুখ খুললেন ভোলে বাবা! বিপর্যয়ের দায় চাপালেন কার উপরে?

প্রাথমিক ভাবে স্বাস্থ্য দফতরের কর্তাদের অনুমান, কোনওভাবে সংক্রমণ থেকেই এই ঘটনা ঘটেছে৷ এই ঘটনার পর থেকেই মেটিয়াবুরুজ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চোখের অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে৷ কী থেকে সংক্রমণ ছড়াল, তা জানতে সংক্রমণের কারণ খুঁজতে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমলজির বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো স্বাস্থ্য ভবন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা আজ গার্ডেনরিচ হাসপাতালে গিয়ে অপারেশন থিয়েটার এবং ওয়ার্ড পরীক্ষা করেন। অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি, ওটির ভিতরের নমুনা, রোগীকে দেওয়া ওষুধের নমুনা এবং রোগীদের চোখের থেকে নেওয়া নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

গত শুক্রবার এবং শনিবার যাঁদের যাঁদের চোখের অস্ত্রোপচার হয়েছে ওই হাসপাতালে, তাঁদের সঙ্গে হাসপাতালকে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। সবাইকে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমলজিতে এনে চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।

জানা গিয়েছে, ওই মেটিয়াবুরুজের ওই সরকারি হাসপাতালের আউটডোরেই চোখের পরীক্ষা করিয়েছিলেন এই রোগীরা৷ সেখান থেকেই তাঁদের ছানি কাটানোর পরামর্শ দেওয়া হয়েছিল৷ হাসপাতাল থেকেই অস্ত্রোপচারের দিনক্ষণ জানানো হয়৷ কিন্তু গত শুক্রবার এবং শনিবার যাঁদের অস্ত্রোপচার হয়, প্রায় প্রত্যেকের চোখেই শুরু হয় সমস্যা৷ দৃষ্টিশক্তি হারান অনেকে৷