দুপুরে শহরে পৌঁছে বিকেলেই মোহনবাগান মাঠে দিমিত্রি, সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে

#কলকাতা: অসংখ্য গোলের সুযোগ তৈরি হয়, কিন্তু গোল করার লোক নেই মোহনবাগানে। ডার্বি জয় করলেও ডুরান্ড কাপ থেকে ছিটকে যেতে পারে এটিকে মোহনবাগান। সব কিছুই নির্ভর করছে রাজস্থান বনাম নেভি ম্যাচের ওপর। এর মধ্যেই সবুজ মেরুন সমর্থকদের জন্য কিছুটা সুখবর। বছর ছয়েক আগে তাঁর একটি ফ্রি কিকে মুগ্ধ হয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব। অস্ট্রেলিয়ায় অনেকে তখন বলেছিলেন, তাঁদের দেশের লিগের ইতিহাসে এমন ফ্রি-কিক থেকে গোল আগে কখনও দেখা যায়নি।

সেই অস্ট্রেলিয়ান দিমিত্রি পেত্রাতোস মঙ্গলবার বেলার দিকে কলকাতা বিমানবন্দরে নেমেছেন। দিমিত্রিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন এটিকে মোহনবাগানের কর্মকর্তা সহ সবুজ-মেরুন সমর্থকেরা। বিমানবন্দরে নেমে দিমিত্রি জানিয়ে দেন, এএফসি কাপের লক্ষ্যকে সামনে রেখে তিনি এসেছেন।

পাশাপাশি সমর্থকদের সঙ্গে মিলে ‘জয় মোহনবাগান’ স্লোগানও দেন দিমিত্রি। যাঁরা ভাবছেন রয় কৃষ্ণর বিকল্প হিসেবে পেট্রাটসকে খেলাবেন ফেরান্দো, তাঁরা ঠিক নাও হতে পারেন। দলের নতুন বিদেশিকে নিয়ে ফেরান্দো আগেই বলেছিলেন, দিমিত্রি এমন একজন টিম প্লেয়ার, যে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলে। ও সতীর্থদের জায়গা তৈরি করে দিতে সাহায্য করবে, দুর্দান্ত পাস দেবে এবং গোলের সামনে যথেষ্ট কার্যকরী হয়ে উঠবে।

এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া এক সাক্ষাৎকারে পেত্রাতোস বলেছিলেন, আমি বিভিন্ন পজিশনে খেলতে পারি। এখানে আমাকে কোন জায়গায় খেলতে হবে, তা ঠিক করবেন কোচ। তিনি জানেন আমি সবচেয়ে ভাল কোন কোন জায়গায় খেলি। যে কোনও ফুটবলারের কাছে গোল করাটা বড় ব্যাপার। আমাকে সেই দায়িত্ব দিলে নিশ্চয়ই সেই চেষ্টা করব।

কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে মোহনবাগান মাঠে এসেছিলেন দিমিত্রি। কোচ হুয়ান তাকে পরিচয় করিয়ে দিলেন দলের বাকি ফুটবলারদের সঙ্গে। হুগো, কার্ল, আশিকদের সঙ্গে মিশে গেলেন তাড়াতাড়ি। আগামীকাল দলের ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার থেকে সম্ভবত অনুশীলন শুরু করবেন তিনি।