কিয়ান, ফারদিনদের দাপটে নৌ সেনাকে হারিয়ে ডুরান্ড কাপে ভেসে রইল এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগান -২
( লেনি, কিয়ান)

ভারতীয় নৌসেনা -০

#কলকাতা: গত রবিবার কলকাতা ডার্বি জয়ের পর আজ আবার ডুরান্ড কাপের জন্য মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ছিল ভারতীয় নৌ সেনা। স্প্যানিশ কোচ হুয়ান মোটামুটি আগের দিন ইঙ্গিত দিয়েছিলেন তরুণ ফুটবলারদের বেশি করে সুযোগ দিতে চান তিনি। কারণ আজকের ম্যাচটা জিতলেও ডুরান্ডে টিকে থাকার গ্যারান্টি ছিল না এটিকে মোহনবাগানের।

রাজস্থান বনাম নেভি ম্যাচে রাজস্থান জিতে গেলে ছিটকে যাবে এটিকে মোহনবাগান। তাই আজকের ম্যাচটা জয় পেলেও লাভ হবে না। কিন্তু তাই বলে তো না জিতে মাঠ ছাড়া যায় না। মূলত দ্বিতীয় সারির ফুটবলারদের নিয়েই দল
নামিয়েছিল মোহনবাগান। রবি বাহাদুর, কিয়ান, ফারদিন, অভিষেক, রিকিদের সুযোগ দিয়েছিলেন কোচ। ছিলেন অভিজ্ঞ লেনি।

তবে প্রীতমকে প্রথম থেকেই দলে রেখেছিলেন। ১৮ মিনিটে প্রথম গোল এটিকে মোহনবাগানের। ফারদিনের পাস থেকে গোল করেন লেনী। ২৮ মিনিটে ব্যবধান বাড়ায় সবুজ মেরুন। এবার গোল করেন কিয়ান। বল বাড়িয়ে ছিলেন সেই ফারদিন। দ্বিতীয়ার্ধ আরও দুটো সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। একবার ফারদিন, অন্যবার রিকির শট পোস্টে লেগে ফিরে আসে।

আজ মোহনবাগানের জয়ের সঙ্গে সঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল। এরপর ৭ সেপ্টেম্বর যুবভারতীতে মালয়েশিয়ার দলের বিরুদ্ধে এএফসি কাপ খেলবে এটিকে মোহনবাগান। কোচ হুয়ান জানালেন ছেলেদের খেলায় তিনি খুশি। তরুণ ফুটবলাররা যেভাবে নিজেদের মেলে ধরেছেন তাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল।

হুয়ান মনে করেন তার ফুটবলারদের যথেষ্ট বিশ্রাম দরকার ছিল। সেটা আজ কিছুটা পাওয়া গিয়েছে। ডুরান্ড কাপে মোহনবাগান থাকবে না বেরিয়ে যাবে সেটা এখনও স্পষ্ট নয়। হুয়ান নিজেও সেটা নিয়ে ভাবতে চান না। জানালেন রাজস্থান যাতে নেভির কাছে আটকে যায় সেই প্রার্থনা করবেন।

না হলেও কোন ব্যাপার নয়। তার মূল লক্ষ্য এএফসি কাপ। ডুরান্ড কাপ প্রস্তুতি মঞ্চ হিসেবে বেশ ভালো ছিল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান দিমিত্রি প্রথম অনুশীলনে নামবেন।