ATKMB vs Hyderabad FC : ফার্স্ট বয় হায়দরাবাদকে হারিয়ে প্রথম চারে ঢুকে পড়ল এটিকে মোহনবাগান

হায়দারাবাদ – ১
এটিকে মোহনবাগান -২

#গোয়া: প্রথম লেগের সাক্ষাতে এগিয়ে গিয়েও হারানো যায়নি হায়দারাবাদকে। ২-২ অমীমাংসিত ছিল ম্যাচ। দুরন্ত ফর্মে থাকা তাদের গোলমেশিন নাইজেরিয়ান ওগবেচে। শেষ চারে পৌঁছনোর লড়াইয়ে ভাল মতোই টিকে রইল এটিকে মোহনবাগান। মঙ্গলবার গোয়ার জিএমসি অ্যাথেলেটিক স্টেডিয়ামে স্বপ্নের ফর্মে থাকা হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে পরাজিত করল সবুজ-মেরুন ব্রিগে়ড।

আরও পড়ুন – Harbhajan Singh on Dravid: নেটে দ্রাবিড়ের বোলিং গ্রিপ দেখে নেট মাধ্যমে ভুল শুধরে দিলেন হরভজন

প্রথমার্ধে দুই দল একাধিক সুযোগ তৈরি করলও কোনও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধেই এসেছে ম্যাচের তিনটি গোল। তবে দুই দলের ফুটবলাররা প্রাপ্ত সুযোগগুলি ঠিক মতো কাজে লাগাতে পারলে আরও তিনটি গোল হতে পারত এই ম্যাচে। প্রথমার্ধে দু’টি সুযোগ মিস করেন এটিকে মোহনবাগানের হুগো বৌমস। ১৮ মিনিটে লিস্টন কোলাসোর বাড়ানো পাস থেকে নেওয়া হুগোর শট অল্পের জন্য গোলে ছিল না।

আরও পড়ুন – IND vs WI, 2nd ODI : কাল দ্বিতীয় একদিনের ম্যাচে ফিরছেন কে এল রাহুল, বাদ যেতে পারেন ঈশান

এর এক মিনিটের মধ্যে ফের গোলের সুযোগ তৈরি করেছিলেন বৌমস। তাঁর দূরপাল্লার শট হয়দরাবাদের এক ফুটবলারের গায়ে লেগে গোলে ঢোকার আগে তা বাঁচিয়ে নেন হায়দরাবাদের গোলরক্ষক লক্ষ্ণীকান্ত কাট্টিমানি। এটিকে মোহনবাগানের আক্রমণ বেশি থাকলেও সুযোগ পয়েছিল হায়দরাবাদও। ২৪ মিনিটে বার্থেলোমিউ ওগবেচের শট দারুণ দক্ষতার বাঁচিয়ে দেন অমরিন্দর সিং। প্রথমার্ধে গোল না পেলেও দুই দল যেরকম খেলছিল তাতে গোল আসা ছিল স্রেফ সময়ের অপেক্ষা।

৫১ মিনিটে রোহিত দানুর গোলার মতো শট বারে লেগে গোল লাইনের সামনে ড্রপ খেয়ে বেরিয়ে যায়। ভাগ্য সুপ্রসন্ন না থাকায় প্রথম গোল পেতে ব্যর্থ হয় হায়দরাবাদ এফসি। ৫৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে এটিকে মোহববাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ডেভিড উইলিয়ামসের থেকে ভেসে আসা পাস ধরে দুরন্ত গোল করে ম্যাচে এগিয়ে দেন এটিকে মোহনবাগানকে।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ফের গোল হজম করে হায়দরাবাদ এফসি। কারিগর জনি কাউকো এবং গোলদাতা মনবীর সি্ং। মাঝমাঠ থেকে জনি কাউকোর ঠিকানা লেখা লব ধরে এবং এগিয়ে আসা গোলরক্ষককে ইনসাইড কাট করে বা পায়ে শটে গোল করে যান মনবীর। পর পর গোল হজম করে হয়দরাবাদের ফুটবলাররা মানসিক ভাবে পিছিয়ে পড়লেও চেষ্টায় কোনও খামতি রাখেনি।

৬৭ মিনিটে হায়দরাবাদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন জোয়েল চিয়ানিস। ম্যাচের শেষ লগ্নে আকাশ মিশ্রর থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে এনেও গোলে রাখতে পারেননি রোহিত দানু। ৮৯ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনার সহজ সুযোগ নিজামের শহরের দল হাতছাড়া করার পর ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল।

শীর্ষে স্থানে থাকা হায়দরাবাদকে হারিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে উঠে এল এটিকো মোহনবাগান। ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। তবে এদিন নিশ্চিত হ্যাটট্রিক মিস করার দুঃখ থাকবে লিস্টনের।