Roy Krishna : মোহনবাগানে দিন শেষ রয় কৃষ্ণর? নজরে নতুন সার্বিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার

#কলকাতা: আগামী মরশুমে মুম্বই সিটি এফসির জার্সি গায়ে চাপাবেন ডেভিড উইলিয়ামস। ইতিমধ্যেই তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এবার এটিকে মোহনবাগানের আর এক তারকা রয় কৃষ্ণকে পেতে ঝাঁপাল মুম্বইয়ের দলটি। ফিজির স্ট্রাইকারের সঙ্গে আগামী ৩১ মে চুক্তি শেষ হচ্ছে সবুজ-মেরুনের। তবে আগামী মরশুমেও তাঁকে ধরে রাখতে মরিয়া কর্তারা।

আরও পড়ুন – Sourav Ganguly, Eden Gardens : মুম্বই বা আমেদাবাদ নয়, সৌরভের কাছে আইপিএলের সেরা মাঠ ইডেন

তবে রয় কৃষ্ণার পেমেন্ট কমতে পারে। এই কারণেই মোহনবাগান ছাড়ার কথা ভাবছেন তিনি। সদ্যসমাপ্ত মরশুমে সাড়ে চার কোটি টাকার বেশি পেমেন্ট পেলেও প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ ফিজির স্ট্রাইকার। হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে বেশ ভুগিয়েছে। ২০২১-২২ মরশুমে ১৬টি ম্যাচে মাত্র ৭টি গোল রয়েছে তাঁর।

বৃহস্পতিবার তাঁর একটি পোস্ট আসন্ন মরশুমে দলবদলের জল্পনার আগুনে ঘি ঢেলেছে। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, পিছিয়ে পড়লেও সতীর্থরা কখনও হার মানেনি। এমন একটি দলের সঙ্গে জড়িয়ে থাকা সত্যিই আনন্দের। গর্বেরও বটে। মেরিনার্সদের অসংখ্যা ধন্যবাদ। যাদের সমর্থন ও ভালোবাসা আমায় সবসময় অনুপ্রাণিত করেছে। জয় মোহনবাগান।

এর আগে মরশুম শেষে কখনও এভাবে সমর্থকদের ধন্যবাদ জানাতে দেখা যায়নি কৃষ্ণকে। তাই স্বাভাবিকভাবেই ফুটবলমহলে এই নিয়ে চলছে জোর চর্চা। সূত্রের খবর, মোহনবাগান কোচ ও কর্তাদের র‌্যাডারে রয়েছেন ৩২ বছর বয়সি সার্বিয়ার এক স্ট্রাইকার। নাম আলেকজান্ডার প্রিজোভিচ।

ছ’ ফুট তিন ইঞ্চি লম্বা এই ফুটবলার গত মরশুমে ছিলেন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেডে। তাঁকে পাওয়ার জন্য ওই ক্লাবের সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে কথাবার্তা চলছে এটিকে মোহন বাগানের। চাম্পিয়নস লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

এদিকে, সুসাইরাজ, প্রবীর দাস, আশুতোষ মেহতাকে ছেড়ে আশিক কুরিয়ান, আশিস রাইদের নিয়েছে মোহনবাগান। তবে হুগো বোমাস, জনি কাউকো, মনবীর ও লিস্টনের পাশাপাশি অর্শ অনোয়ার, রবি বাহাদুর রানা, কিয়ান নাসিরি, ফারদিন মোল্লাসহ প্রমুখ জুনিয়রদের ধরে রাখা হচ্ছে। শেষ পর্যন্ত যদি আলেকজান্ডার প্রিযোভিচ সই করেন, তাহলে বিরাট খবর হবে মোহনবাগান সমর্থকদের জন্য।