ATKMB Roy Krishna : কাল সেমিফাইনালে সামনে হায়দারাবাদ, রয় কৃষ্ণকে নিয়ে চাপে এটিকে মোহনবাগান

#গোয়া: চিন্তায় পড়েছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। আইএসএল লিগ শিল্ড হাতছাড়া হয়েছিল আগেই। পাওয়ার বলতে শুধু পড়ে আছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। কিন্তু এবার তাতেও বিপত্তি। দলের প্রধান স্ট্রাইকার রয় কৃষ্ণ মাথাব্যথা বাড়িয়েছেন সবুজ মেরুনের। এমন অবস্থা দল ফাইনালে উঠলেও তাঁকে পাওয়া না যেতে পারে। যা চিন্তার ভাঁজ ফেলেছে লক্ষ লক্ষ মোহনবাগান সমর্থকদের মুখে।

আরও পড়ুন – KKR Aaron Finch : অ্যালেক্স হেলসের বদলে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে দলে নিল কেকেআর

বিশ্বকাপের বাছাই পর্বে আগামী ১৮ মার্চ ওসেনিয়া জোনে ফিজির প্রথম খেলা নিউ ক্যালেডোনিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে অংশ নেওয়ার কথা রয় কৃষ্ণর। কিন্তু এখনও তিনি গোয়ায় এটিকে মোহন বাগানের হোটেলেই আছেন। বৃহস্পতিবার এবং আজ সন্ধ্যায় প্র্যাকটিসও করেছেন। আসলে, আইএসএলের সেমি-ফাইনাল শেষ না হওয়া পর্যন্ত রয় কৃষ্ণকে ছাড়তে চাইছে না এটিকে মোহন বাগান কর্তৃপক্ষ।

ফিফার নিয়ম হল, দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচের তিনদিন আগে সংশ্লিষ্ট খেলোয়াড়কে রিলিজ দিতেই হবে। পাশাপাশি করোনার জেরে প্রত্যেককে কোয়ারেন্টাইনে থাকাটা বাধ্যতামূলক। সেই অনুযায়ী দু’একদিনের মধ্যেই এটিকে মোহন বাগানের ছেড়ে দেওয়ার কথা রয় কৃষ্ণকে। কিন্তু ফিজি ফুটবল সংস্থাকে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে, আইএসএলের প্লে-অফ পর্ব না মিটলে রয় কৃষ্ণাকে ছাড়া অসম্ভব।

দলের এক কর্তার বক্তব্য, আমরা ১৬ মার্চ পর্যন্ত কৃষ্ণাকে রেখে দিতে চাইছি। ফিজি ফুটবল সংস্থাকে অনুরোধ জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে। যা পরিস্থিতি তাতে ১৮ মার্চ দেশের হয়ে নিউক্যালেডোনিয়ার বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই রয় কৃষ্ণার। তবে মোহন বাগান ফাইনালে উঠলেও তাঁকে ছেড়ে দেওয়া হবে জানা গিয়েছে। সেক্ষেত্রে ২১ মার্চ নিউজিল্যান্ড ও ২৪ মার্চ পাপুয়া-নিউ গিনির বিরুদ্ধে ফিজির জার্সি গায়ে তিনি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবেন।

চোট সারিয়ে উঠলেও, ৯০ মিনিট খেলার মতো অবস্থায় নেই হুগো বুমু। শনিবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে পরিবর্ত হিসেবেই ব্যবহার করতে পারেন কোচ ফেরান্দো। তবে ফাইনালের আগে হুগো পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে আশাবাদী সবুজ-মেরুন কোচ। তাই শেষ চারের বাধা পেরোতে রয় কৃষ্ণকে খেলাতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড। এদিকে, মোহনবাগানকে কঠিন চ্যালেঞ্জ জানাতে তৈরি হায়দরাবাদ এফসি।

কোচ ম্যানুয়েল ম্যাকুয়েজ ছেলেদের উজ্জীবিত করছেন মোহনবাগানের বিরুদ্ধে পুরনো ম্যাচের ভিডিও দেখিয়ে। ভুল-ভ্রান্তিও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তিনি। হায়দরাবাদের বড় ভরসা শৌভিক চক্রবর্তী। হায়দরাবাদের প্লে-অফে ওঠার পিছনে বড় অবদান রয়েছে ওগবেচের। এই নাইজেরিয়ান স্ট্রাইকার এই মুহূর্তে আইএসএল এর ইতিহাসে সর্বোচ্চ স্কোরার। তাকে আটকানো বিরাট চ্যালেঞ্জ এটিকে মোহনবাগান ডিফেন্সর কাছে।