ATKMB : ডুরান্ড কাপের শুরুতেই চরম লজ্জা এটিকে মোহনবাগানের! প্রথম ম্যাচেই হার রাজস্থানের বিরুদ্ধে

এটিকে মোহনবাগান – ২

রাজস্থান – ৩

#কলকাতা: প্রথমেই ধাক্কা। এই ধাক্কার আন্দাজ ছিল না মোহনবাগান সমর্থকদের। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে শনিবার সন্ধ্যায় যুবভারতীর মাঠে রাজস্থানের বিরুদ্ধে আটকে যেতে হবে সবুজ মেরুনকে, এমনটা ভাবতে পারেননি কেউ। কিন্তু ফুটবল শুধু যে নাম দিয়ে হয় না, সেটা প্রমাণ করল রাজস্থান। তারকা সমৃদ্ধ এটিকে মোহনবাগান দলকে মাটিতে নামিয়ে আনল তারা।

ম্যাচের শুরু থেকে স্বাভাবিকভাবেই এটিকে মোহনবাগানের চাপ ছিল ম্যাচে। একের পর এক আক্রমণ, কর্নার, সুযোগের পর সুযোগ মিস। অবশেষে গোল হল ৪২ মিনিটে। বাঁদিক থেকে আশিকের মাইনাস ধরে গোল করে যান কিয়ান। ডার্বির পর এই প্রথম গোল পেলেন তিনি। কিন্তু এক মিনিটের মধ্যে জটলার মধ্যে থেকে গোল শোধ করে দেয় রাজস্থান। বেক্তুর সমতা ফিরিয়ে আনেন ম্যাচে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল ব্যবধান বাড়িয়ে নেয় সবুজ মেরুন। বুমুর মাইনাস থেকে আশিক গোল করে যান। কিন্তু লড়াই থেকে সরে যায়নি রাজস্থান। যার পুরস্কার পেল তারা। লালরেমসঙ্গা ২-২ করেন। এরপরেও ম্যাচটা জেতার মত একাধিক গোল করার সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু সেই সুযোগ নষ্টের প্রদর্শনী করতে থাকেন মনবির, জনি, কিয়ান এবং বাকিরা।

রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যে ভোগাবে, তার প্রমাণ পাওয়া গেল আজকে। তবে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো ড্র হবে। কিন্তু অতিরিক্ত সময় জয়সূচক গোল করে গেল রাজস্থান। নিকুম পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে হিসেব বদলে দিলেন। চোখ বুজে ভাবলেও হয়তো অসম্ভব মনে হচ্ছে। কিন্তু দিনের শেষে এটাই সত্যি।

এটিকে মোহনবাগান দেশের অন্যতম শক্তিশালী দলকে তাদেরই ঘরের মাঠে এসে ডুরান্ড কাপে ৩-২ গোলে হারিয়ে দিয়ে গেল রাজস্থান। এই হারের ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু দিনের শেষে ফুটবল কেন মহান অনিশ্চয়তার খেলা সেটা আবার প্রমাণিত হল।

হুয়ান ফেরান্ডো, যাই বলুন, রাজস্থানের মত দলের কাছে হার মেনে নেওয়া কঠিন। পজিটিভ স্ট্রাইকার এই দলে নেই সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোহনবাগানের পারফরমেন্স। অস্ট্রেলিয়ান পেত্রাতস আসার পর ছবি বদলাবে কিনা সময় বলবে।

কিন্তু তিনদিন পরে মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে প্রবল চাপ নিয়ে নামতে হবে এটিকে মোহনবাগানকে তাতে সন্দেহ নেই। তারপর সম্মানের কলকাতা ডার্বি। হয়তো নতুন বছরে দল তৈরির ক্ষেত্রে স্প্যানিশ কোচ হিসেবটা গোলমাল করে ফেলেছেন।