ATK Mohun Bagan : মোহনবাগান সমর্থকদের হতাশ হতে বারণ করলেন ফেরান্ডো, ডার্বি জেতার শপথ বুমুদের

#কলকাতা: ডুরান্ড কাপে প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হেরে যাওয়ার পর সকলে আশা করেছিলেন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে এটিকে মোহনবাগান। কিন্তু মুম্বই সিটিএসসির বিরুদ্ধে জিততে পারেনি সবুজ মেরুন। এগিয়ে গিয়েও ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে। স্বাভাবিকভাবেই সমর্থকরা হতাশ প্রিয় দলের খেলায়। সেই গোলের সুযোগ নষ্ট এবং ডিফেন্সের ভুল চলছেই।

আরও পড়ুন – AIFF election : ভারতীয় ফুটবলের প্রেসিডেন্ট হওয়া সময়ের অপেক্ষা বাংলার কল্যাণের, চ্যালেঞ্জ জানালেন বাইচুং

অবস্থা এমন ডুরান্ড কাপের নকআউট পর্বে যাওয়ার রাস্তা নিজেরাই কঠিন করে ফেলেছে সবুজ মেরুন ফুটবলাররা। আগামী রবিবার কলকাতা ডার্বি। তার আগে মুম্বাই ম্যাচ থেকে তিনটি পয়েন্ট আদায় করতে পারলে অনেক আত্মবিশ্বাসী হয়ে ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়া যেত। কিন্তু সেটা পারেননি লিস্টন, আশিক, জনিরা।

তবে এটিকে মোহনবাগান কোচ হুয়ান সমর্থকদের হতাশ হতে বারণ করেছেন। কথা দিয়েছেন রবিবার ডার্বিতে জিতে এবং নেভির বিরুদ্ধে তার পরে পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে নকআউটে যাবে তার দল। তিনি নিজেও জানেন কাজটা কঠিন। কিন্তু হাতে রয়েছে দুটো দিন। এর মধ্যে নিজেদের ভুলভ্রান্তি ঠিক করে নিতে মরিয়া হুয়ান।

শুধু তাই নয়, আগামী ৭ সেপ্টেম্বর যুবভারতীতে সবকিছু ঠিকঠাক থাকলে মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে এএফসি কাপের ইন্টারজোন সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান। মনে করা হচ্ছে দু-একদিনের ভেতরে ভারতের ওপর থেকে ফিফার সাসপেনশন উঠে যেতে পারে। সেক্ষেত্রে মোহনবাগানের এএফসি কাপ খেলতে অসুবিধে নেই।

তাই ফুটবলারদের ডুরান্ড কাপে বুঝেশুনে ব্যবহার করছেন ফেরান্দ। কিন্তু ২৮ আগস্ট ডার্বি এবং তারপরে নেভির বিপক্ষে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত এটিকে মোহনবাগান, তাতে সন্দেহ নেই। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতেই এটিকে মোহনবাগান খেলছে সেটাও পরিষ্কার করে দিয়েছেন কোচ।

তবে রবিবার লড়াইটা যখন কলকাতা ডার্বি, তখন মাথার ঘাম পায়ে ফেলতে হবে ফেরাণ্ডর দলকে। কারণ স্টিফেন এবং তার ফুটবলাররা সম্মানের ম্যাচে নিজেদের উজাড় করে দিতে তৈরি থাকবেন।